টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
Published: 17th, May 2025 GMT
এক মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের হোসেন মার্কেট এলাকায় একটি কারখানার শ্রমিকরা ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে।
শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৯টা থেকে তারা বিক্ষোভ ও অবরোধ শুরু করে। বর্তমানে মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়তে সাধারণ যাত্রীরা।
টঙ্গীর হোসেন মার্কেট এলাকার লেদু মোল্লা রোডে অবস্থিত বিএইচআইএস (BHIS) অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা ওই দাবিতে কর্মবিরতি শুরু করে। পরে সকাল সাড়ে নয়টার দিকে শ্রমিকরা কারখানা সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।
খবর পেয়ে শিল্প ও জিএমপি পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদেরকে মহাসড়ক থেকে সরিয়ে নিতে কাজ করছেন।
শ্রমিকরা জানান, তারা গতমাসের বেতন এখনো পায়নি। এজন্য মহাসড়ক অবরোধ করেছেন। বেতন না দিলে মহাসড়ক ছাড়বেন না বলে জানান তারা।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, স্বল্পতম সময়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ সদস্যরা কাজ করছেন। তাদেরকে বুঝিয়ে যান চলাচল স্বাভাবিক করা হবে বলে জানান তিনি।
ঢাকা/রেজাউল/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রিমান্ড শেষে কারাগারে মমতাজ
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মো. সাগর নামের এক হকারকে হত্যার মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (১৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
চার দিনের রিমান্ড শেষে শনিবার সকালে মমতাজ বেগমকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার সাব-ইন্সপেক্টর মনিরুল ইসলাম। মমতাজের পক্ষে অ্যাডভোকেট মাসুদুর রহমান লিংকন জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত মঙ্গলবার রাত পৌনে ১২ টার দিকে রাজধানীর ধানমন্ডি থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ১৯ জুলাই মিরপুর গোলচত্ত্বরে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন হকার মো. সাগর। ওই দিন বিকেল ৪টায় তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ২৭ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। এ মামলায় শেখ হাসিনাসহ ২৪২ জনকে আসামি করা হয়েছে।
ঢাকা/এম/রফিক