সাভারে চিত্র সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
Published: 17th, May 2025 GMT
সাভারে অপরাধমূলক কর্মকাণ্ডে বাধা দেওয়ার জেরে ৭১ টিভির চিত্র সাংবাদিক মো. উজ্জ্বল হোসেনকে (৪২) পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন এলাকাবাসী।
শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে সাভারের উত্তর চাপাইন এলাকার একটি মসজিদের সামনে ঘটনাটি ঘটে।
আহত সাংবাদিক উজ্জ্বল হোসেন উত্তর চাপাইনের লালটেক এলাকার মো.
আরো পড়ুন:
জবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তিতুমীর কলেজে বিক্ষোভ
শ্রমিক সরবরাহ নিয়ে বিরোধে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার অভিযোগ
অভিযুক্তরা হলেন- একই এলাকার ওহাব হাজী (৬০), তার ছেলে সাদ্দাম (৩৫), অতনু (২৫), হৃদয় (২০), মৃত মোস্তফার ছেলে ইমন (২৫), রবির ছেলে মিনহাজ (২২), জাহিদের ছেলে অন্তর (২১), আরোত আলীর ছেলে সাইমন (২০), সাব্বির (২২), জনি (২০) ও মুসা (২০)।
ভুক্তভোগী উজ্জ্বল হোসেনের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন অভিযুক্তরা। এসব কাজে বাধা দেওয়ার কারণে তাকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়। আজ সকাল ১১টার দিকে সংবাদ সংগ্রহে বের হলে তার ওপর হামলা চালায় অভিযুক্তরা।
তিনি বলেন, “অভিযুক্তরা আওয়ামী লীগের সময় থেকে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে এলাকায়। সরকার পরিবর্তন হলেও তারা কর্মকাণ্ড বন্ধ হয়নি। আমি কেবল তাদের সতর্ক করেছিলাম। এ জন্যই আমার ওপর হামলা চালানো হয়েছে। আমি সুষ্ঠু বিচার চাই।”
সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, “পুলিশ ঘটনাস্থলে গেছে। ভুক্তভোগী সাংবাদিকের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক নয়। বিষয়টি তদন্তাধীন, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/সাব্বির/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পরিবারের খোঁজে ৪৮ বছর পর চুনারুঘাটে
৬ বা ৭ বছর বয়সে হারিয়ে যান হবিগঞ্জের চুনারুঘাট থেকে। এরপর ৪২ বছর কেটে গেছে। হারিয়ে যাওয়া শিশুটির বয়স এখন ৪৮ বছর। সুনামগঞ্জে বেড়ে ওঠা এই ব্যক্তি জানেন না, তাঁর আসল নাম-পরিচয়। শুধু এটুকু মনে আছে, তাঁর জন্মভূমি চুনারুঘাট।
জাহাঙ্গীর নামের এই ব্যক্তি এখন
চুনারুঘাটে খুঁজছেন তাঁর হারিয়ে যাওয়া শিকড়। বৃহস্পতিবার তিনি সুনামগঞ্জ থেকে চুনারুঘাট এসে ট্রাভেলস ব্যবসায়ী আব্দুর রহিম শ্যামলের সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁর বাবা-মাকে খুঁজে পেতে সহায়তা চান।
জাহাঙ্গীর জানান, ছোটবেলায় হারিয়ে গিয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের পশ্চিম মাতগাঁও গ্রামের এক ব্যক্তির হাতে পড়েন। তাঁর নাম জারু মিয়া। তিনিই তাঁকে ‘ছেলে’ হিসেবে পরিচয় দিয়ে লালন-পালন করেন। পরবর্তী সময়ে তাঁকে (জাহাঙ্গীর) বিয়ে দেন। বর্তমানে তাঁর চার সন্তান। তবে জারু মিয়া মৃত্যুর আগে তাঁর দুই সন্তানকে সম্পদ দিয়ে গেলেও তাঁকে (জাহাঙ্গীর) কিছুই দেননি। এতে তাঁর মনে সন্দেহ দেখা দেয়, জারু মিয়া হয়তো তাঁর প্রকৃত বাবা ছিলেন না। এরপর এলাকার মানুষের মুখে শুনে তিনি জানতে পারেন, তাঁর শৈশবকাল কেটেছে চুনারুঘাটে।
বর্তমানে জাহাঙ্গীর অবস্থান করছেন মিরাশী ইউনিয়নের চামলতলী গ্রামের মিলন মিয়ার বাড়িতে। তিনি চুনারুঘাটবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন, যদি ১৯৮০ থেকে ১৯৮৩ সালের মধ্যে কোনো পরিবার তাদের ৬/৭ বছর বয়সী ছেলে সন্তান হারিয়ে থাকে, তারা যেন যোগাযোগ করেন।
ট্রাভেলস ব্যবসায়ী আব্দুর রহিম শ্যামল বলেন, তিনি চেষ্টা করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালাতে, যাতে জাহাঙ্গীরের পরিবারকে খুঁজে পাওয়া যায়।