‘পরিকল্পনা করে নদী ব্যবস্থাপনা না করায় বাংলাদেশের অধিকাংশ নদ–নদী এখন মৃতপ্রায়। ভারতের সঙ্গে আন্তসীমান্ত নদীগুলোতে ভারত নীতি-নৈতিকতার বিরুদ্ধে গিয়ে বাঁধ দিয়েছে। ফলে বাংলাদেশ এসব নদ-নদীর পানি যথেষ্ট পরিমাণে পাচ্ছে না। ব্রহ্মপুত্র নদের উজানে এখন পর্যন্ত ভারতের কোনো বাঁধ নেই। এই ব্রহ্মপুত্র নদ ৬৭ শতাংশ পানি বহন করে নিয়ে আসে। ফলে এই মুহূর্তে ব্রহ্মপুত্র নদ বাংলাদেশের প্রাণ হয়ে দাঁড়িয়েছে, আমাদের ব্রহ্মপুত্রকে বাঁচাতে হবে।’

শনিবার বিকেলে আন্তনদী সংযোগের নামে ব্রহ্মপুত্র নদ থেকে ভারতের একতরফা পানি সরিয়ে নেওয়ার পরিকল্পনার বিরুদ্ধে ও পানির ন্যায্য হিস্যার দাবিতে ‘ব্রহ্মপুত্র কনভেনশনে’ আলোচনায় অংশ নিয়ে নদী গবেষক ও রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন এসব কথা বলেন।

শেখ রোকন আরও বলেন, ‘নদী তার আপন গতিতে প্রবাহিত হয়। আমরা আজও নদীর গতি বুঝতে পারিনি। ফলে পানি উন্নয়ন বোর্ড বছরের পর বছর নদীতে জিও ব্যাগ ফেলে নদীভাঙন ঠেকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। অপরিকল্পিতভাবে নদীশাসন করতে গিয়ে নদীকে মেরে ফেলে। ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ না করলে এই নদীর পাড়ে যেমন ভাঙন দেখা দেবে, তেমনি নদীর তলদেশ ভরাট হয়ে ব্রহ্মপুত্র মরে যাবে। তাই সঠিক পরিকল্পনা করে প্রয়োজনে ব্রহ্মপুত্র নদের উজানের দেশ ভারতের সঙ্গে চুক্তি করে যৌথভাবে ব্রহ্মপুত্র নদ বাঁচানোর পরিকল্পনা করতে হবে।’

‘ব্রহ্মপুত্র আমাদের বাঁচায়, আসুন, আমরা ব্রহ্মপুত্রকে বাঁচাই’ এ স্লোগানে জেলা আইনজীবী সমিতির ‘এ টি এম এনামুল হক চৌধুরী চাঁদ’ মিলনায়তনে ব্রহ্মপুত্র কনভেনশন অনুষ্ঠিত হয়। বাসদের জেলা কমিটির সভাপতি কমরেড ফুলবর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বাসদের কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান, আলোচক হিসেবে বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদক কমরেড আবদুল কুদ্দুস বক্তব্য দেন।

কমরেড রাজেকুজ্জামান বলেন, ‘আমরা নদীকে শুধু শাসন করতে চাই। আর এই শাসন করতেই নদীকে আমরা মেরে ফেলেছি। নদীকে শাসন না করে, সঠিক ব্যবস্থাপনা করে নদীর সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে সেখানে (নদীপাড়ে) বসবাস করতে হবে। ব্রহ্মপুত্র নদ এ অঞ্চলের কারও শত্রু নয়। মানুষকে বাঁচানোর জন্য ব্রহ্মপুত্র নদকে বাঁচাতে হবে।’

ব্রহ্মপুত্র কনভেনশনে অন্যদের মধ্যে জেলা কমিটির সদস্য দুলাল বোস, সাংবাদিক সফি খান বক্তব্য দেন। এতে জেলার নদীপাড়ের বাসিন্দা ও বাসদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কম ট র কমর ড

এছাড়াও পড়ুন:

ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পুতিনকে ফোন করবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে কথা বলতে আগামীকাল সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন। তিনি বলেছেন, এই ফোনালাপ হবে ‘রক্তপাত বন্ধ করার’ চেষ্টা নিয়ে।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এই ফোনালাপটি অনুষ্ঠিত হবে সোমবার (স্থানীয় সময়) সকাল ১০টায়। পুতিনের সঙ্গে কথা বলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ন্যাটোর কয়েকটি দেশের নেতাদের সঙ্গেও কথা বলবেন তিনি।

যুদ্ধের তিন বছরের মধ্যে প্রথমবারের মতো গত শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে সামনাসামনি বৈঠকে বসে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল। তবে ওই বৈঠকে কোনো অগ্রগতি অর্জন হয়নি। তবে দুই পক্ষ বন্দি বিনিময়ের বিষয়ে সম্মতি হয়েছে।

ট্রাম্প প্রস্তাব দিয়েছিলেন, পুতিন উপস্থিত থাকলে তিনি ওই বৈঠকে অংশ নেবেন। তবে রাশিয়ার প্রেসিডেন্ট সেখানে যেতে চাননি।

আরও পড়ুনপুতিন ও আমি একসঙ্গে না বসা পর্যন্ত কিছুই হবে না: ট্রাম্প১৫ মে ২০২৫

গত বৃহস্পতিবার ট্রাম্প বলেন, পুতিন ও তাঁর নিজের একসঙ্গে বসা ছাড়া ইউক্রেন শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব নয়। এর দুদিনের মধ্যে পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলার বিষয়টি নিজেই ঘোষণা দিলেন তিনি।

এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার সংবাদ সংস্থাগুলোর কাছে নিশ্চিত করেছেন যে, সোমবার পুতিন ও ট্রাম্পের মধ্যে একটি ফোনালাপের প্রস্তুতি চলছে। এর আগেও এই বিষয়ে দুই নেতা একবার ফোনে কথা বলেছেন।

পেসকভ বার্তা সংস্থা তাসকে বলেন, ‘আলোচনার প্রস্তুতি চলছে।’

ট্রাম্প ট্রুথ সোশ্যালে বলেছেন, ‘আশা করছি এটি একটি ফলপ্রসূ দিন হবে ও যুদ্ধবিরতি কার্যকর হবে। এই সহিংস যুদ্ধ যা কখনোই হওয়া উচিত ছিল না সেটি শেষ হবে।’

সম্পর্কিত নিবন্ধ