রূপগঞ্জে চিকিৎসকের অবহেলায় হাসপাতালেই বিদায় নিল সখের পোষা প্রাণী চার্লি। রোববার দুপুরে পুর্বাচল উপশহরের ১৮ নং সেক্টরে "টিচিং এন্ড ট্রেনিং পেট হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টারে এ ঘটনা ঘটে। চিকিৎসকের বিরুদ্ধে প্রতিবাদ জানালে শোকাহত ক্যাটলাভারকে হুমকি দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। 

ক্যাটলাভার মিজান জানান, অতি যত্ন আর ভালবাসায় সাত মাস পোষা হয় পার্সিয়ান জাতের বিড়ালটি। তার ডাক নাম ছিল চার্লি। জ্বর কাশিতে গত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পরে। রোববার দুপুরে চিকিৎসা দিতে নেওয়া হয় পুর্বাচল উপশহরের ১৮নং সেক্টরে নির্মিত "টিচিং এন্ড ট্রেনিং পেট হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টারে। 

পাঁচ'শ টাকার বিনিময়ে হাসপাতালে ভর্তি রেজিস্টেশনের দুই ঘন্টায়ও কোন চিকিৎসা সেবা না পাওয়ায় হাসপাতালেই মারা যায় শখের পোষা চার্লি। পরে প্রতিবাদ জানালে স্থানীয় লোকজন ঢেকে হুমকি দেয়ার চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ। 

টিচিং এন্ড ট্রেনিং পেট হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টারের পরিচালক আব্দুল মান্নান বলেন, এখানে পোষা বিড়াল, কুকুরের চিকিৎসা ও চিকিৎসার উপর ট্রেনিং দেয়া হয় আমরা পরম যত্নের সাথে প্রতিটি প্রানীর চিকিৎসা করে থাকি। তারা যখন বিড়াল নিয়ে আসে তখন সবাই লাঞ্চ ব্রেকে ছিল।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

শিল্পকলায় এবার চারুকলা বিভাগের পরিচালকের পদত্যাগ

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ফের পদত্যাগের ঘটনা। জাতীয় চারুকলা বিভাগের পরিচালক মোস্তফা জামান পদ ছেড়েছেন। এর মাত্র চার মাস আগে হঠাৎ করেই পদত্যাগ করেছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ।

একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন বলেন, আমি গতকাল (মঙ্গলবার) মোস্তফা জামানের পদত্যাগপত্র হাতে পেয়েছি। এখনও মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। সম্ভবত আগামীকাল পাঠানো হবে। উনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন।

গত বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর দীর্ঘদিনের মহাপরিচালক লিয়াকত আলী লাকী পদত্যাগ করেন। এরপর ৯ সেপ্টেম্বর নাট্যজন ও গবেষক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদকে মহাপরিচালক পদে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। তবে তিনি চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি নাট্যশালায় এক অনুষ্ঠানে হঠাৎ মঞ্চেই পদত্যাগের ঘোষণা দেন। পরে তিনি এক বিবৃতিতে একাডেমির কর্মকাণ্ডে অতিরিক্ত আমলাতান্ত্রিক জটিলতা এবং সংস্কৃতি উপদেষ্টার ‘হস্তক্ষেপ’-এর অভিযোগ তোলেন।

পরবর্তীতে ৩০ সেপ্টেম্বর একাডেমির ছয়টি বিভাগে নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয় দুই বছরের জন্য। চারুকলা বিভাগের দায়িত্ব পান মোস্তফা জামান। নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগে ফয়েজ জহির, সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগে মেহজাবীন রহমান, গবেষণা ও প্রকাশনা বিভাগে তানজিম ওয়াহাব, প্রযোজনা বিভাগে আব্দুল হালিম চঞ্চল এবং প্রশিক্ষণ বিভাগে এফ এম নুরুর রহমান দায়িত্ব নেন।

তবে মহাপরিচালক পদটি বর্তমানে শূন্য থাকায় একাডেমির কর্মকাণ্ডে স্থবিরতা তৈরি হয়েছে বলে মনে করছেন অনেকেই।

পরিচালনা পরিষদের সদস্য ও লেখক আলতাফ পারভেজ বলেন, মহাপরিচালক না থাকলে কোনো সাংস্কৃতিক প্রতিষ্ঠান কার্যকরভাবে চলতে পারে না। তাঁকেই তো পুরো কাঠামোর চালক বলা হয়। আলতাফ পারভেজও পরিষদ থেকে পদত্যাগের কথা ভাবছেন। তিনি বলেন, আমি পদত্যাগপত্র ড্রাফট করে রেখেছি, এখন কেবল জমা দেওয়া বাকি। শিগগিরই দিয়ে আসব। একাডেমির সাম্প্রতিক এ ধারাবাহিক পদত্যাগ এবং প্রশাসনিক অচলাবস্থা সংস্কৃতি অঙ্গনে উদ্বেগ তৈরি করেছে।

সম্পর্কিত নিবন্ধ