চিকিৎসকের অবহেলায় হাসপাতালেই বিদায় নিল চার্লি
Published: 18th, May 2025 GMT
রূপগঞ্জে চিকিৎসকের অবহেলায় হাসপাতালেই বিদায় নিল সখের পোষা প্রাণী চার্লি। রোববার দুপুরে পুর্বাচল উপশহরের ১৮ নং সেক্টরে "টিচিং এন্ড ট্রেনিং পেট হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টারে এ ঘটনা ঘটে। চিকিৎসকের বিরুদ্ধে প্রতিবাদ জানালে শোকাহত ক্যাটলাভারকে হুমকি দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
ক্যাটলাভার মিজান জানান, অতি যত্ন আর ভালবাসায় সাত মাস পোষা হয় পার্সিয়ান জাতের বিড়ালটি। তার ডাক নাম ছিল চার্লি। জ্বর কাশিতে গত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পরে। রোববার দুপুরে চিকিৎসা দিতে নেওয়া হয় পুর্বাচল উপশহরের ১৮নং সেক্টরে নির্মিত "টিচিং এন্ড ট্রেনিং পেট হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টারে।
পাঁচ'শ টাকার বিনিময়ে হাসপাতালে ভর্তি রেজিস্টেশনের দুই ঘন্টায়ও কোন চিকিৎসা সেবা না পাওয়ায় হাসপাতালেই মারা যায় শখের পোষা চার্লি। পরে প্রতিবাদ জানালে স্থানীয় লোকজন ঢেকে হুমকি দেয়ার চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ।
টিচিং এন্ড ট্রেনিং পেট হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টারের পরিচালক আব্দুল মান্নান বলেন, এখানে পোষা বিড়াল, কুকুরের চিকিৎসা ও চিকিৎসার উপর ট্রেনিং দেয়া হয় আমরা পরম যত্নের সাথে প্রতিটি প্রানীর চিকিৎসা করে থাকি। তারা যখন বিড়াল নিয়ে আসে তখন সবাই লাঞ্চ ব্রেকে ছিল।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
চিকিৎসকের অবহেলায় হাসপাতালেই বিদায় নিল চার্লি
রূপগঞ্জে চিকিৎসকের অবহেলায় হাসপাতালেই বিদায় নিল সখের পোষা প্রাণী চার্লি। রোববার দুপুরে পুর্বাচল উপশহরের ১৮ নং সেক্টরে "টিচিং এন্ড ট্রেনিং পেট হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টারে এ ঘটনা ঘটে। চিকিৎসকের বিরুদ্ধে প্রতিবাদ জানালে শোকাহত ক্যাটলাভারকে হুমকি দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
ক্যাটলাভার মিজান জানান, অতি যত্ন আর ভালবাসায় সাত মাস পোষা হয় পার্সিয়ান জাতের বিড়ালটি। তার ডাক নাম ছিল চার্লি। জ্বর কাশিতে গত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পরে। রোববার দুপুরে চিকিৎসা দিতে নেওয়া হয় পুর্বাচল উপশহরের ১৮নং সেক্টরে নির্মিত "টিচিং এন্ড ট্রেনিং পেট হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টারে।
পাঁচ'শ টাকার বিনিময়ে হাসপাতালে ভর্তি রেজিস্টেশনের দুই ঘন্টায়ও কোন চিকিৎসা সেবা না পাওয়ায় হাসপাতালেই মারা যায় শখের পোষা চার্লি। পরে প্রতিবাদ জানালে স্থানীয় লোকজন ঢেকে হুমকি দেয়ার চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ।
টিচিং এন্ড ট্রেনিং পেট হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টারের পরিচালক আব্দুল মান্নান বলেন, এখানে পোষা বিড়াল, কুকুরের চিকিৎসা ও চিকিৎসার উপর ট্রেনিং দেয়া হয় আমরা পরম যত্নের সাথে প্রতিটি প্রানীর চিকিৎসা করে থাকি। তারা যখন বিড়াল নিয়ে আসে তখন সবাই লাঞ্চ ব্রেকে ছিল।