বড় ধরনের নিয়োগ কার্যক্রম বাতিল করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক)। রাজস্ব খাতভুক্ত ১১৮ পদের নিয়োগ বিজ্ঞপ্তি কেন এবং কি কারণে বাতিল করা হয়েছে, তার আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি না হলেও রাজউকের পরিচালক পর্যায়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘আমরা মনে করছি এ সময়টি ভালো নয়।

নিয়োগ কার্যক্রম চালানো কঠিন। দেশের পরিস্থিতি বিবেচনায় নিয়োগ কার্যক্রম চালানো কঠিন। তাই সাময়িক বাতিল করা হয়েছে। তবে পদের আকার, নিয়োগ শর্ত সব ঠিক থাকবে। বিরতি দিয়ে এ নিয়োগে বিজ্ঞাপন আবার দেওয়া হবে।’ কোনো তদবির বা চাপ এসেছে কি না, সে প্রশ্নের জবাব সরাসরি দেননি ওই কর্মকর্তা।

১২ মে রাজউক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাজস্ব খাতভুক্ত ১১৮ পদের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে। অনিবার্য কারণবশত এ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১৮ পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে ২০২৩ সালের ১৭ অক্টোবর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ওই বছরের ১৯ অক্টোবর আবেদন শুরু হয়ে চলে ১৯ নভেম্বর পর্যন্ত। দেশের যেকোনো জেলার প্রার্থীরা এ নিয়োগে আবেদনের সুযোগ পেয়েছিলেন।

আরও পড়ুনরাজউকের ১১৮ পদের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল, কারণ অনিবার্য১৫ ঘণ্টা আগেআরও পড়ুনপল্লী বিদ্যুতে বড় নিয়োগ, ২ পদে নেবে ২১৫০ জন১৬ মে ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব ত ল কর র জউক

এছাড়াও পড়ুন:

আইটি শিক্ষায় বৈশ্বিক সংযোগে আইএসইউ-জিআইআইএম সমঝোতা স্মারক সই

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) এবং যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল ইনস্টিটিউট ফর আইটি ম্যানেজমেন্টের (জিআইআইএম) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মহাখালীতে আইএসইউ ক্যাম্পাসে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আবুল কাসেম উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক এবং গ্লোবাল ইনস্টিটিউট ফর আইটি ম্যানেজমেন্টের পক্ষে প্রফেসর জেরি লুফৎম্যান চুক্তিপত্রে সই করেন।

এছাড়া অনুষ্ঠানে আইএসইউর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মো. হাকিকুর রহমান উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় আইএসইউর শিক্ষার্থীরা জিআইআইএমের মাস্টার্স প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে বিশেষ ওয়েভার সুবিধা পাবেন।

এছাড়া দুই প্রতিষ্ঠানের মধ্যে গবেষণা, শিক্ষা কার্যক্রম, প্রশিক্ষণ, আন্তর্জাতিক সম্মেলন এবং শিক্ষার্থীদের এক্সচেঞ্জ প্রোগ্রামের সুযোগ তৈরির লক্ষ্যেও একযোগে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা/সুমন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ