বড় ধরনের নিয়োগ কার্যক্রম বাতিল করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক)। রাজস্ব খাতভুক্ত ১১৮ পদের নিয়োগ বিজ্ঞপ্তি কেন এবং কি কারণে বাতিল করা হয়েছে, তার আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি না হলেও রাজউকের পরিচালক পর্যায়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘আমরা মনে করছি এ সময়টি ভালো নয়।

নিয়োগ কার্যক্রম চালানো কঠিন। দেশের পরিস্থিতি বিবেচনায় নিয়োগ কার্যক্রম চালানো কঠিন। তাই সাময়িক বাতিল করা হয়েছে। তবে পদের আকার, নিয়োগ শর্ত সব ঠিক থাকবে। বিরতি দিয়ে এ নিয়োগে বিজ্ঞাপন আবার দেওয়া হবে।’ কোনো তদবির বা চাপ এসেছে কি না, সে প্রশ্নের জবাব সরাসরি দেননি ওই কর্মকর্তা।

১২ মে রাজউক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাজস্ব খাতভুক্ত ১১৮ পদের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে। অনিবার্য কারণবশত এ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১৮ পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে ২০২৩ সালের ১৭ অক্টোবর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ওই বছরের ১৯ অক্টোবর আবেদন শুরু হয়ে চলে ১৯ নভেম্বর পর্যন্ত। দেশের যেকোনো জেলার প্রার্থীরা এ নিয়োগে আবেদনের সুযোগ পেয়েছিলেন।

আরও পড়ুনরাজউকের ১১৮ পদের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল, কারণ অনিবার্য১৫ ঘণ্টা আগেআরও পড়ুনপল্লী বিদ্যুতে বড় নিয়োগ, ২ পদে নেবে ২১৫০ জন১৬ মে ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব ত ল কর র জউক

এছাড়াও পড়ুন:

গুলিস্তান-সদরঘাট সড়কে তীব্র যানজট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের সামনে আজও (১৯ মে) তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকেরা। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গুলিস্তান মাজার এলাকা ও আশপাশের সড়ক বন্ধ করে তারা এই কর্মসূচি পালন করায় তীব্র যানজট দেখা দেয়। 

বিক্ষোভকারীরা গুলিস্তান থেকে পুলিশ হেড কোয়ার্টার পর্যন্ত এলাকা দখলে রেখে ট্রাক ও দড়ি দিয়ে সড়ক অবরোধ করেন। নগর ভবনের সামনে ব্যানার ও মাইক নিয়ে চলে স্লোগান, সংগীত পরিবেশন এবং ছোট ছোট মিছিল।

‘ঢাকাবাসী’ ব্যানারে ইশরাকপন্থীরা আজ টানা ষষ্ঠ দিনের মতো এই কর্মসূচি পালন করলেন। তাদের অভিযোগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হস্তক্ষেপেই আদালতের রায় ও গেজেট প্রকাশের পরও মেয়র হিসেবে শপথ নিতে পারছেন না ইশরাক হোসেন।

বিক্ষোভকারীদের দাবি, নগর ভবনে অস্থায়ী দপ্তর থাকা উপদেষ্টা সেখানে নিয়মিত দাপ্তরিক কাজ করলেও টানা আন্দোলনের কারণে সম্প্রতি তিনি অনুপস্থিত রয়েছেন। তারা স্পষ্ট করে জানিয়েছেন, যত দিন না ইশরাককে শপথ করানো হচ্ছে, তত দিন আন্দোলন চলবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচিরও তারা হুমকি দিয়েছেন।

প্রসঙ্গত, গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির বৈধ মেয়র হিসেবে ঘোষণা দেন। এর ভিত্তিতে নির্বাচন কমিশন ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়কে শপথ আয়োজনের অনুরোধ জানায়। তবে এখনো পর্যন্ত শপথ অনুষ্ঠানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ বিষয়ে কোনো আইনি জটিলতা রয়েছে কি না, তা জানতে গত বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগে চিঠি দিয়েছে বলে জানা গেছে। 

ঢাকা/এএএম//

সম্পর্কিত নিবন্ধ