রাজউকের এত বড় নিয়োগ কার্যক্রম হঠাৎ বাতিল কেন
Published: 19th, May 2025 GMT
বড় ধরনের নিয়োগ কার্যক্রম বাতিল করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক)। রাজস্ব খাতভুক্ত ১১৮ পদের নিয়োগ বিজ্ঞপ্তি কেন এবং কি কারণে বাতিল করা হয়েছে, তার আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি না হলেও রাজউকের পরিচালক পর্যায়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘আমরা মনে করছি এ সময়টি ভালো নয়।
নিয়োগ কার্যক্রম চালানো কঠিন। দেশের পরিস্থিতি বিবেচনায় নিয়োগ কার্যক্রম চালানো কঠিন। তাই সাময়িক বাতিল করা হয়েছে। তবে পদের আকার, নিয়োগ শর্ত সব ঠিক থাকবে। বিরতি দিয়ে এ নিয়োগে বিজ্ঞাপন আবার দেওয়া হবে।’ কোনো তদবির বা চাপ এসেছে কি না, সে প্রশ্নের জবাব সরাসরি দেননি ওই কর্মকর্তা।
১২ মে রাজউক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাজস্ব খাতভুক্ত ১১৮ পদের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে। অনিবার্য কারণবশত এ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১৮ পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে ২০২৩ সালের ১৭ অক্টোবর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ওই বছরের ১৯ অক্টোবর আবেদন শুরু হয়ে চলে ১৯ নভেম্বর পর্যন্ত। দেশের যেকোনো জেলার প্রার্থীরা এ নিয়োগে আবেদনের সুযোগ পেয়েছিলেন।
আরও পড়ুনরাজউকের ১১৮ পদের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল, কারণ অনিবার্য১৫ ঘণ্টা আগেআরও পড়ুনপল্লী বিদ্যুতে বড় নিয়োগ, ২ পদে নেবে ২১৫০ জন১৬ মে ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।