সিআইডির সাবেক প্রধান মোহাম্মদ আলী মিয়ার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এ ছাড়া বিজিবির সাবেক মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল (অব.) সাফিনুল ইসলামের আরও আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে। এর বাইরে রাজউকের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সিদ্দিকুর রহমান ও তাঁর স্ত্রী গাজী রেবেকা রওশনের বিদেশি ১৩টি বিও হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

এ ছাড়া নর্দান ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ, তাঁর স্ত্রী হালিমা সুলতানা, ছেলে সাদ আল জাবির আবদুল্লাহ, মেয়ে লাবিবা আবদুল্লাহ ও হাবিবুন নাহারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো.

জাকির হোসেন আজ সোমবার এ আদেশ দেন।

সিআইডির সাবেক প্রধান মোহাম্মদ আলী মিয়া পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ছিলেন। ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ২২ আগস্ট তাঁকে অবসরে পাঠায় সরকার। দুদকের পক্ষ থেকে আজ আদালতে বলা হয়েছে, সিআইডির সাবেক প্রধান মোহাম্মদ আলী মিয়ার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। দুদক জানতে পেরেছে, তিনি দেশত্যাগের চেষ্টা করছেন। তিনি দেশত্যাগ করলে দুর্নীতির রেকর্ডপত্র ও সম্পদ বেহাত হওয়ার আশঙ্কা রয়েছে। এ জন্য তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন। আদালত শুনানি নিয়ে সিআইডির সাবেক প্রধানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।

বিজিবির সাবেক মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল (অব.) সাফিনুল ইসলামের আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করে দুদক। তাতে বলা হয়, সাফিনুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করার অভিযোগ অনুসন্ধান করছে দুদক। আদালত ওই আট ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন।

রাজউকের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সিদ্দিকুর রহমান ও তাঁর স্ত্রী গাজী রেবেকা রওশনের ১৩টি বিও হিসাব আদালতের কাছে তুলে ধরেছে দুদক। দুদক লিখিতভাবে আদালতকে বলেছে, সিদ্দিকুর রহমান ও তাঁর স্ত্রীর বিভিন্ন ব্যাংক হিসাব, সঞ্চয়পত্রসহ বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। তাঁদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। আদালত শুনানি নিয়ে তাঁদের ১৩টি বিও হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন।

এ ছাড়া নর্দান ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ, স্ত্রী হালিমা সুলতানা, ছেলে সাদ আল জাবির আবদুল্লাহ, মেয়ে লাবিবা আবদুল্লাহ ও হাবিবুন নাহারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতের কাছে আবেদন করে দুদক। দুদক আদালতকে লিখিতভাবে বলেছে, নর্দান ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রতারণা, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তাঁরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। শুনানি নিয়ে আদালত তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক হ স ব অবর দ ধ আবদ ল ল হ

এছাড়াও পড়ুন:

নারীকে ছুরিকাঘাতে হত্যার পর সাবেক স্বামীর আত্মহত্যা

ময়মনসিংহ নগরীতে প্রাক্তন স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর পাশের কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রাকিবুল করিম নামে এক ব্যক্তি। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। আজ মঙ্গলবার ভোরে নগরীর গুলকীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত নারীর নাম রওশন আক্তার (৪২) ও তার সাবেক স্বামী রাকিবুল করিম (৫০)।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবদুল্লাহ আল মামুন। 

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রওশন আক্তার (৪২) তার মেয়েকে নিয়ে গুলকীবাড়ি এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। তার বাবার বাড়ি নেত্রকোনা সদরের রাজুর বাজার এলাকায়। ওমানপ্রবাসী রাকিবুল করিম (৫০) ছিলেন রওশন আক্তারের প্রাক্তন স্বামী। এই দম্পতির দুটি মেয়ে রয়েছে। তাদের মধ্যে বড় মেয়ে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এবং ছোট মেয়ে ময়মনসিংহ নগরীর একটি কলেজে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করেন। পারিবারিক কলহের জেরে প্রায় তিন মাস আগে রওশন আক্তার তার স্বামী রাকিবুলকে তালাক দেন। আজ মঙ্গলবার ভোরে রাকিবুল করিম প্রাক্তন স্ত্রী রওশন আক্তারের ভাড়া বাসায় ঢুকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এ সময় তাদের ছোট মেয়ে ভয়ে অন্য কক্ষে চলে যায়। রওশন আক্তারকে হত্যার পর রাকিবুল নিজেই বাসার অপর একটি কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবদুল্লাহ আল মামুন জানান, ২৪ জুন রাকিবুল করিম ওমান থেকে দেশে ফেরেন। প্রায় তিন মাস আগে তার স্ত্রী তাকে তালাকপ্রাপ্ত দেন। আজ বাসায় ঢুকে প্রথমে রওশনকে হত্যা করেন এবং এরপর নিজের জমিজমার দলিলপত্র মেয়েকে বুঝিয়ে দিয়ে নিজেও আত্মহত্যা করেন। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।

সম্পর্কিত নিবন্ধ

  • পঞ্চগড়ে অনলাইন জুয়ার কারবারে সেনা অভিযান, মূল হোতা আটক
  • ঘরে ঢুকে প্রাক্তন স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, পরে আত্মহত্যা
  • নারীকে ছুরিকাঘাতে হত্যার পর সাবেক স্বামীর আত্মহত্যা