সিআইডির সাবেক প্রধান মোহাম্মদ আলী মিয়ার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এ ছাড়া বিজিবির সাবেক মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল (অব.) সাফিনুল ইসলামের আরও আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে। এর বাইরে রাজউকের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সিদ্দিকুর রহমান ও তাঁর স্ত্রী গাজী রেবেকা রওশনের বিদেশি ১৩টি বিও হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

এ ছাড়া নর্দান ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ, তাঁর স্ত্রী হালিমা সুলতানা, ছেলে সাদ আল জাবির আবদুল্লাহ, মেয়ে লাবিবা আবদুল্লাহ ও হাবিবুন নাহারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো.

জাকির হোসেন আজ সোমবার এ আদেশ দেন।

সিআইডির সাবেক প্রধান মোহাম্মদ আলী মিয়া পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ছিলেন। ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ২২ আগস্ট তাঁকে অবসরে পাঠায় সরকার। দুদকের পক্ষ থেকে আজ আদালতে বলা হয়েছে, সিআইডির সাবেক প্রধান মোহাম্মদ আলী মিয়ার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। দুদক জানতে পেরেছে, তিনি দেশত্যাগের চেষ্টা করছেন। তিনি দেশত্যাগ করলে দুর্নীতির রেকর্ডপত্র ও সম্পদ বেহাত হওয়ার আশঙ্কা রয়েছে। এ জন্য তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন। আদালত শুনানি নিয়ে সিআইডির সাবেক প্রধানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।

বিজিবির সাবেক মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল (অব.) সাফিনুল ইসলামের আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করে দুদক। তাতে বলা হয়, সাফিনুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করার অভিযোগ অনুসন্ধান করছে দুদক। আদালত ওই আট ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন।

রাজউকের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সিদ্দিকুর রহমান ও তাঁর স্ত্রী গাজী রেবেকা রওশনের ১৩টি বিও হিসাব আদালতের কাছে তুলে ধরেছে দুদক। দুদক লিখিতভাবে আদালতকে বলেছে, সিদ্দিকুর রহমান ও তাঁর স্ত্রীর বিভিন্ন ব্যাংক হিসাব, সঞ্চয়পত্রসহ বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। তাঁদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। আদালত শুনানি নিয়ে তাঁদের ১৩টি বিও হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন।

এ ছাড়া নর্দান ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ, স্ত্রী হালিমা সুলতানা, ছেলে সাদ আল জাবির আবদুল্লাহ, মেয়ে লাবিবা আবদুল্লাহ ও হাবিবুন নাহারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতের কাছে আবেদন করে দুদক। দুদক আদালতকে লিখিতভাবে বলেছে, নর্দান ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রতারণা, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তাঁরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। শুনানি নিয়ে আদালত তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক হ স ব অবর দ ধ আবদ ল ল হ

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ