পারমাণবিক আলোচনায় যুক্তরাষ্ট্রের দাবিকে অতিরঞ্জিত বললেন খামেনি
Published: 20th, May 2025 GMT
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে বিরত থাকার ব্যাপারে মার্কিন দাবি ‘অতিরিক্ত এবং আপত্তিকর’। মঙ্গলবার তিনি এ কথা বলেছেন বলে দেশটির সরকারি গণমাধ্যম জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা কোনো চুক্তিতে পৌঁছাবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করে খামেনি বলেছেন, “আমি মনে করি না যে, আমেরিকার সাথে পারমাণবিক আলোচনা ফলাফল বয়ে আনবে। আমি জানি না কী হবে।”
তিনি জানিয়েছেন, ওয়াশিংটনের আলোচনায় অস্বস্তিকর দাবি করা থেকে বিরত থাকা উচিত।
রোমে শনিবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পঞ্চম দফা আলোচনা অনুষ্ঠিত হতে পারে। তবে পারমাণবিক সমৃদ্ধকরণের বিষয়টি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতবিরোধ তীব্র পর্যায়ে রয়েছে।
উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত-রাভানচি সোমবার জানিয়েছেন, ওয়াশিংটন যদি তেহরানকে অভ্যন্তরীণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে বিরত থাকা উচিত বলে মনে করে তাহলে আলোচনা ব্যর্থ হতে পারে।
মঙ্গলবার ইরানের আরেক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছেন, তেহরান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছে এবং পর্যালোচনা করছে।
ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্প্রতি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা শুরু হয়েছে। ইতিমধ্যে চতুর্থ দফার আলোচনা শেষ হয়েছে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তেহরানের ‘দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত নয়তো খারাপ কিছু ঘটতে চলেছে।’
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে রাজি হয়নি ইরান: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান তার পারমাণবিক কর্মসূচি পরিদর্শন করতে বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি হয়নি।
শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি এ কথা জানিয়েছেন।
ট্রাম্প জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন যে তেহরানের পারমাণবিক কর্মসূচি ‘স্থায়ীভাবে পিছিয়ে দেওয়া হয়েছে’। অবশ্য তিনি স্বীকার করেছেন যে ইরান অন্য কোনো স্থানে এটি পুনরায় চালু করতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, সোমবার হোয়াইট হাউসে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে ইরান নিয়ে আলোচনা করবেন, যেখানে সম্ভাব্য গাজা যুদ্ধবিরতি এজেন্ডার শীর্ষে থাকবে বলে আশা করা হচ্ছে।
ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, “আমি মনে করি তাদের অন্য কোনো জায়গা থেকে শুরু করতে হবে। এবং যদি তারা শুরু করে, তবে সেটি সমস্যা হবে।”
তেহরানের পারমাণবিক কর্মসূচি তিনি পুনরায় শুরু করতে দেবেন না বলেও উল্লেখ করেছেন ট্রাম্প।
ঢাকা/শাহেদ