পারমাণবিক আলোচনায় যুক্তরাষ্ট্রের দাবিকে অতিরঞ্জিত বললেন খামেনি
Published: 20th, May 2025 GMT
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে বিরত থাকার ব্যাপারে মার্কিন দাবি ‘অতিরিক্ত এবং আপত্তিকর’। মঙ্গলবার তিনি এ কথা বলেছেন বলে দেশটির সরকারি গণমাধ্যম জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা কোনো চুক্তিতে পৌঁছাবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করে খামেনি বলেছেন, “আমি মনে করি না যে, আমেরিকার সাথে পারমাণবিক আলোচনা ফলাফল বয়ে আনবে। আমি জানি না কী হবে।”
তিনি জানিয়েছেন, ওয়াশিংটনের আলোচনায় অস্বস্তিকর দাবি করা থেকে বিরত থাকা উচিত।
রোমে শনিবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পঞ্চম দফা আলোচনা অনুষ্ঠিত হতে পারে। তবে পারমাণবিক সমৃদ্ধকরণের বিষয়টি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতবিরোধ তীব্র পর্যায়ে রয়েছে।
উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত-রাভানচি সোমবার জানিয়েছেন, ওয়াশিংটন যদি তেহরানকে অভ্যন্তরীণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে বিরত থাকা উচিত বলে মনে করে তাহলে আলোচনা ব্যর্থ হতে পারে।
মঙ্গলবার ইরানের আরেক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছেন, তেহরান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছে এবং পর্যালোচনা করছে।
ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্প্রতি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা শুরু হয়েছে। ইতিমধ্যে চতুর্থ দফার আলোচনা শেষ হয়েছে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তেহরানের ‘দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত নয়তো খারাপ কিছু ঘটতে চলেছে।’
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ইরানের ১ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণও মেনে নেবে না যুক্তরাষ্ট্র: উইটকফ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যেকোনো চুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধ না করার বিষয়টি থাকতে হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। গতকাল রোববার তিনি এ কথা বলেন। তাঁর এ মন্তব্যের সমালোচনা করেছে ইরান।
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন উইটকফ। তবে ইরানের প্রতিক্রিয়া প্রমাণ করে, পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে পৌঁছাতে দুই পক্ষের এখনো অনেক পথ বাকি।
এবিসির ‘দিস উইক’ শীর্ষক অনুষ্ঠানে সম্প্রচার করা এক সাক্ষাৎকারে উইটকফ বলেন, ‘আমাদের একেবার স্পষ্ট একটি সীমারেখা (রেডলাইন) আছে, আর তা হলো সমৃদ্ধকরণ। এমনকি আমরা ১ শতাংশ সমৃদ্ধকরণের সক্ষমতাও মেনে নিতে পারি না।’
তেহরান তাৎক্ষণিকভাবে উইটকফের এ মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গতকাল বলেছেন, ‘অবাস্তব প্রত্যাশাই আলোচনা থামিয়ে দেয়। ইরানে সমৃদ্ধকরণ থামানো সম্ভব নয়। আমি মনে করি, তিনি (উইটকফ) আলোচনার বাস্তবতা থেকে সম্পূর্ণ দূরে।’ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চলবে বলেও উল্লেখ করেন এই মন্ত্রী।
উইটকফ বলেন, তিনি ইরানের সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনার ব্যাপারে আশাবাদী এবং মনে করেন, চলতি সপ্তাহে ইউরোপে আবারও আলোচনা হবে। তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি, এটি সত্যিকার অর্থে কিছু ইতিবাচক ফল বয়ে আনবে।’
আরাগচি জানান, পরবর্তী আলোচনার তারিখ ও স্থান শিগগিরই জানানো হবে।
গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি সম্পাদনের খুব কাছাকাছি চলে এসেছে। তবে শুক্রবার তিনি বলেন, ইরানের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।