ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে বিরত থাকার ব্যাপারে মার্কিন দাবি ‘অতিরিক্ত এবং আপত্তিকর’। মঙ্গলবার তিনি এ কথা বলেছেন বলে দেশটির সরকারি গণমাধ্যম জানিয়েছে। 

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা কোনো চুক্তিতে পৌঁছাবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করে খামেনি বলেছেন, “আমি মনে করি না যে, আমেরিকার সাথে পারমাণবিক আলোচনা ফলাফল বয়ে আনবে। আমি জানি না কী হবে।”

তিনি জানিয়েছেন, ওয়াশিংটনের আলোচনায় অস্বস্তিকর দাবি করা থেকে বিরত থাকা উচিত।

রোমে শনিবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পঞ্চম দফা আলোচনা অনুষ্ঠিত হতে পারে। তবে পারমাণবিক সমৃদ্ধকরণের বিষয়টি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতবিরোধ তীব্র পর্যায়ে রয়েছে।

উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত-রাভানচি সোমবার জানিয়েছেন, ওয়াশিংটন যদি তেহরানকে অভ্যন্তরীণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে বিরত থাকা উচিত বলে মনে করে তাহলে আলোচনা ব্যর্থ হতে পারে।

মঙ্গলবার ইরানের আরেক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছেন, তেহরান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছে এবং পর্যালোচনা করছে। 

ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্প্রতি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা শুরু হয়েছে। ইতিমধ্যে চতুর্থ দফার আলোচনা শেষ হয়েছে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তেহরানের ‘দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত নয়তো খারাপ কিছু ঘটতে চলেছে।’

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ