ভবনে আগুন, স্ত্রী-সন্তান নিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন বাপ্পা মজুমদার
Published: 22nd, May 2025 GMT
সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে তার বনানীর ভবনে এ ঘটনা ঘটে। দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানিয়েছেন বাপ্পা মজুমদার।
ফেসবুকে বাপ্পা মজুমদার লিখেছেন, ‘আমাদের বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছি, আমরা সবাই নিরাপদে আছি। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অশেষ ধন্যবাদ, তারা দ্রুত পদক্ষেপ না নিলে কী যে হয়ে যেত, ভাবতেই শিউরে উঠছি! একটি বিভীষিকাময় অভিজ্ঞতা, এখনো ভাবতে কষ্ট হচ্ছে।’
বাপ্পা মজুমদার গণমাধ্যমকে জানান, ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত। ইন্টারকমে কল পেয়ে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করলে চারদিকে ধোঁয়ায় অন্ধকার দেখেন। আগুনের আঁচ এসে মুখে লাগে। কিছুক্ষণ পরিবার নিয়ে বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। এমন অবস্থায় পাশেই থাকা গীতিকার শাহান কবন্ধের সঙ্গে যোগাযোগ হয়। এরপর অভিনয়শিল্পী স্ত্রী তানিয়া হোসাইন ও দুই কন্যাসন্তান নিয়ে ভবন থেকে বের হন বাপ্পা।
বাপ্পা মজুমদার বলেন, ‘সৃষ্টিকর্তার অশেষ রহমতে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছি। ভোরে রাস্তায় মানুষ কম ছিল বিধায় ফায়ার সার্ভিস দ্রুত আসতে পেরেছিল। নইলে কী যে হতো, ভাবতেই পারছি না। আমি এখনো মানসিক ট্রমা থেকে বের হতে পারিনি। এই ট্রমা থেকে বের হতে সময় লাগবে।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
২ হাজার ৩৬৯ বাংলাদেশিকে ফেরত পাঠাতে প্রস্তুত ভারত: জয়সোয়াল
বর্তমানে ২ হাজার ৩৬৯ বাংলাদেশিকে ফেরত পাঠাতে ভারত প্রস্তুত রয়েছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন। আজ বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। জয়সোয়াল বলেন, ভারতে অবৈধভাবে বসবাসকারী নাগরিকদের বাংলাদেশ দ্রুত চিহ্নিত করুক, যাতে তাঁদের ফেরত পাঠানো যায়।
কিছু দিন ধরে ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে লোকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানো (পুশ ইন) হচ্ছে। এঁদের মধ্যে অনেক রোহিঙ্গাও আছেন। ভারতের এই ‘পুশ ব্যাক’–এর নিন্দা ও উদ্বেগ জানিয়ে ভারতকে একাধিক চিঠি লিখেছে বাংলাদেশ সরকার। ভারতকে ‘পুশ ব্যাক’ বন্ধ করার অনুরোধও জানানো হয়েছে। এ প্রসঙ্গে ভারতের অভিমত জানতে চেয়ে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রশ্ন করা হলে রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশকে বলা হয়েছে অবৈধ নাগরিকদের চিহ্নিতকরণের বিষয়টি দ্রুত সেরে ফেলতে।
জয়সোয়াল বলেন, ভারতে যাঁরা অবৈধভাবে বসবাস করছেন, তাঁরা যে দেশের নাগরিকই হোন, স্থানীয় আইন ও রীতি অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এই অবৈধ বসবাসকারীদের মধ্যে বহু বাংলাদেশি ফেরত পাঠানোর অপেক্ষায় রয়েছেন। এঁদের নাগরিকত্ব যাচাই করার জন্য বাংলাদেশ সরকারকে বলা হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, এই মুহূর্তে মোট ২ হাজার ৩৬৯ জনের তালিকা প্রস্তুত। এঁদের প্রত্যেককেই ফেরত যেতে হবে। এই নাগরিকদের অনেকের জেল খাটার মেয়াদ পূর্ণ হয়েছে। এঁদের ফেরত পাঠানোর জন্য তাঁদের নাগরিকত্ব যাচাই করা প্রয়োজন। কেউ কেউ সে জন্য ২০২০ সাল থেকে অপেক্ষায় রয়েছেন। পাঁচ বছর কেটে গেছে সেই অপেক্ষার। বাংলাদেশকে বিষয়টি ত্বরান্বিত করার জন্য বলা হয়েছে, যাতে তাঁদের ফেরত পাঠানো যায়। বাংলাদেশের উচিত বিষয়টির দ্রুত নিষ্পত্তি করা।
বাংলাদেশের কক্সবাজারে যুক্তরাষ্ট্রের সেনা ও বিমানবাহিনীর মহড়া নিয়ে প্রশ্ন করা হলে রণধীর জয়সোয়াল বলেন, সব ঘটনার ওপরেই তীক্ষ্ণ নজর রাখা হয় এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়।