গনহত্যার বিচার ও দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চায় জনগণ : ভিপি নুর
Published: 23rd, May 2025 GMT
আওয়ামীলীগের গনহত্যার বিচার ও দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল-সাওঘাট এলাকায় গণঅধিকার পরিষদের আয়োজনে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় নুর আরও বলেন, ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধ, ১৯৯০ সৈরাচার বিরোধী আন্দোলন ও ২০২৪ এর গণঅভ্যুত্থানে দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের রক্তের বিনিময়ে এ দেশটা শোষনমুক্ত ছিল।
কিন্তু বিগত ১৬ বছর আওয়ামিলীগ ৭১ এর চেতনা বিক্রি করে দেশটাকে তার বাবা সম্পদ মনেকরে লুটেপুটে খেয়েছে। তাই ২৪ এর গণঅভ্যুত্থানে এদেশের ছাত্র-জনতা এককাতারে দাড়িয়ে নিজের বুকের তাজা রক্ত দিয়ে দেশকে স্বৈরাচারমুক্ত করেছে।
আগামী নির্বাচনে জনগণ তাদের ভোটের মাধ্যমে পছন্দের দলকে নির্বাচিত করে আগামীর বাংলাদেশ গড়বে। এতে সকলের সহযোগীতা প্রয়োজন।
অনুষ্ঠানের প্রধান বক্তা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেন, নারায়ণগঞ্জের মানুষ তাজা রক্ত দিয়ে এখান থেকে আওয়ামীলীগকে উৎখাত করেছে। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন তিনি।
সমাবেশে নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ওয়াসিম উদ্দিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক হাসান আল মামুন, উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, সহ সভাপতি ওয়াহিদুর রহমান মিল্কী প্রমুখ।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় বিশৃঙ্খলা করেছেন ভিপি নুর: ডিএনসিসি
পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নগর ভবনের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বলে জানিয়েছে ডিএনসিসি কর্তৃপক্ষ। আজ বুধবার ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা ফারজানা ববির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ মে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক তার পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়ার জন্য কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে মোবাইল ফোনে কল করেন। অতিরিক্ত প্রধান প্রকৌশলী তাকে আইনের বাইরে গিয়ে কোনো কিছু করার সুযোগ নেই বলে জানান ও বোঝানোর চেষ্টা করেন। কিন্তু নুরুল হক তার কোনো কথা না শুনে তাকে কাজ দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। একই সঙ্গে ডিএনসিসি অফিসে তালা লাগানোর হুমকি দেন তিনি। এরই পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে গুলশান-২ এর নগর ভবনের সামনে কিছু লোক নিয়ে গণঅধিকার পরিষদের ব্যানারে বিশৃঙ্খলা সৃষ্টি ও ডিএনসিসি প্রশাসকের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে বলে অভিযোগ করে ডিএনসিসি। যাতে ডিএনসিসির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূরের দল গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তর শাখা ডিএনসিসি প্রশাসক এজাজকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরেরে সক্রিয় নেতা উল্লেখ করে তাকে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার বিকেল ৩টার দিকে কয়েকশত নেতাকর্মী নিয়ে বিক্ষোভ করে। পরে সমাবেশ থেকে সরকারকে প্রশাসক মোহাম্মদ এজাজকে অপসারণ ও গ্রেপ্তার করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।