আজ বিটিভিতে প্রচারিত হবে শিশুতোষ ম্যাগাজিন  অনুষ্ঠান রঙিন পৃথিবী। শনিবার দুপুর ১২;২০  মিনিটে। 

মেহজাবিন মৌশি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকার একজন প্রতিভাবান ও অনুপ্রেরণাদায়ক কনটেন্ট ক্রিয়েটর। মাত্র ১০ বছর বয়সে, তিনি ইতোমধ্যে নিজেকে একজন আত্মপ্রত্যয়ী ও উৎসাহী ইংরেজি শিক্ষার্থী এবং শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

মেহজাবিন ১৪ জানুয়ারি ২০১২ সালে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি স্থানীয় একটি বাংলা মাধ্যম বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে অধ্যয়ন করছেন। ছোটবেলা থেকেই তার ইংরেজি ভাষার প্রতি অদম্য আগ্রহ লক্ষ্য করা যায়। স্কুলে পড়াশোনার পাশাপাশি তিনি নিজ উদ্যোগে ইংরেজি শেখার জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছেন।

মেহজাবিনের একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে তিনি তার ইংরেজি শেখার যাত্রা ও অভিজ্ঞতা ভাগ করে নেন। তার ভিডিওগুলোতে ইংরেজি কথোপকথন, শব্দভান্ডার শেখা, উচ্চারণ অনুশীলন এবং আত্মউন্নয়নের নানা দিক উঠে আসে। তার সহজ, আন্তরিক এবং প্রাণবন্ত উপস্থাপনায় অনেক ছোট ও বড় শিক্ষার্থীর অনুপ্রেরণা জাগে।

এছাড়াও, তিনি ফেসবুক প্ল্যাটফর্মেও সক্রিয়, যেখানে তিনি ইংরেজি শিক্ষা এবং মোটিভেশনাল পোস্ট শেয়ার করেন।

তিনি নিজেই বলেন, “নিজেকে ভালোবাসো, প্রতিটি ছোট প্রাণ থেকে প্রতিটি মুহূর্তে শেখার চেষ্টা করো।”

মেহজাবিনের লক্ষ্য নিজেকে একজন দক্ষ মস্তিষ্কবিজ্ঞানী হিসেবে দেখতে চায়। তার প্রচেষ্টা দেখিয়ে দেয়, শেখার জন্য বয়স বা ব্যয়বহুল কোচিংয়ের দরকার নেই – দরকার কেবল ইচ্ছাশক্তি, উৎসাহ ও প্রযুক্তির সঠিক ব্যবহার।

তার গল্প আমাদের শেখায় – একজন শিশুও নিজের প্রচেষ্টায় কতদূর যেতে পারে এবং কিভাবে সে অন্যদের অনুপ্রাণিত করতে পারে।

 ইতিমধ্যে মস্তিষ্ক বিজ্ঞান এর কোর্স করছেন সম্পূর্ণ বিনামুল্যে। তাকে এনে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, " ইচ্ছে থাকলে, ঘরে থাকা ইন্টারনেট বিশ্বকোষের মাধ্যমে সব কিছু জানা সম্ভব"।

তিনি "Inkitt" নামক একটি  platform এ তার "Laila's Magical Life Story" নামক একটি বই প্রকাশ আছে। সেখানে  তিনি তার জীবনের বাধা বিপত্তি অতিক্রম করে কিভাবে ইংরেজি শিখলো সে কথা বলা আছে। তার একটি রচনা প্রতিদিনের বাংলাদেশ নামক একটি পত্রিকায় ছাপা হয়েছে।

পাশাপাশি তিনি বিটিভিতে কবিতা আবৃত্তি ও উপস্থাপনা করছেন। ঈদ আনন্দ, রঙিন পৃথিবী, কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ শিশুতোষ অনুষ্ঠান, বিজয় দিবস উপলক্ষে বিশেষ শিশুদের অনুষ্ঠান এ উপস্থাপনা ও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ শিশুতোষ অনুষ্ঠান  এ দলীয় আবৃত্তিতে অংশ নিয়েছেন। এছাড়াও তিনি শিল্পকলা মঞ্চ এবং মঞ্চে উপস্থাপনা ও আবৃত্তি করেছেন।

তিনি অমর একুশে উপলক্ষে কিড্স জোনে প্রথম পুরস্কার এবং বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামে তৃতীয় স্থান অধিকার করেছেন। তিনি নিউইয়র্কের  nrbnews24.

com আয়োজিত "আমরা শিশুদের সঙ্গী" অনুষ্ঠানে ও কন্ঠসাধনের ভার্চুয়াল মঞ্চে কয়েক পর্বে অংশগ্রহণ করেছেন।  

 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ম হজ ব ন অন ষ ঠ ন উপলক ষ কর ছ ন করছ ন

এছাড়াও পড়ুন:

গুরুদক্ষিণা উৎসব উদযাপন

পটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনে উদযাপন করা হয়েছে রাখাইনদের গুরুদক্ষিণা উৎসব। শুক্রবার (২৩ মে) সকাল ১০টায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলতলী গ্রামের বৌদ্ধ বিহারে এ উৎসব শুরু হয়। 

উৎসব উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন উপজেলার রাখাইন উপাসক-উপাসিকারা বৌদ্ধ বিহারে এসে পঞ্চশীল গ্রহণ করেন। পরে পটুয়াখালী ও বরগুনা জেলার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সঙ্গরাজ ভান্তে উকুইনন্দা মহাথেরো মহোদয়কে গুরুদক্ষিণা প্রদান শেষে আর্শিবাদ নেন। এসময় পেছনের ভুলভ্রান্তি ক্ষমার জন্য প্রার্থনা করেন। 

এছাড়াও দিনভর আহার প্রদান ও ধর্মীয় আলোচনাসহ নানা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে উৎসবটি উদযাপন করেন রাখাইন সম্প্রদায়। প্রতিবছর বর্ষাবাসের আগে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এ উৎসবটি উদযাপন করে আসছে তারা।

কলাপাড়া চৌরাস্তা এলকার রাখাইন পাড়ার বাসিন্দা মংখেলা বলেন, “সঙ্গরাজ ভান্তে উকুইনন্দা মহাথেরো মহোদয়ের ২৭তম আচারিযা উপলক্ষে পরিবারের সবাইকে নিয়ে এখানে এসেছি। পরে গুরুদক্ষিণা প্রদান শেষে তার আর্শীবাদ নিয়েছি। ধর্মীয় অনুষ্ঠানসহ নানা আয়োজনে আমরা দিনটি উদযাপন করছি।” 

তুলাতলী গ্রামের মং চো ডেন বলেন, “বিভিন্ন রাখাইন পাড়ার লোকজন গুরুদক্ষিণা দিতে আমাদের এখানে আসেন। আমরা সবাই পেছনের ভুলত্রুটি ক্ষমার জন্য প্রার্থনা করেছি।” 

কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ইন্দ্রর বংশ ভিক্ষু বলেন, “রাখাইন উপাসক-উপাসিকাদের আয়োজনে গুরুদক্ষিণা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। মূলত বৌদ্ধ ধর্মালম্বীদের মধ্যে যারা বৌদ্ধ ভিক্ষু রয়েছেন এদের মধ্যে যারা সিনিয়র তাদের কাছে জুনিয়ররা পেছনের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। আবার সিনিয়াররও জুনিয়র ভিক্ষুদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।” 

তিনি আরো বলেন, “সকালে এখানে পঞ্চশীল গ্রহণের পর উপাসক-উপাসিকারা আমাদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ৮৬ বছর বয়সী সঙ্গরাজ ভান্তে উকুইনন্দা মহাথেরো মহোদয়কে গুরুদক্ষিণা প্রদান করেছেন। প্রতিবছরই আমরা এ অনুষ্ঠানটি উদযাপন করি।”

ঢাকা/ইমরান/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • ঈদযাত্রায় ৩ জুনের অগ্রিম টিকিট বিক্রি আজ
  • ঈদের ছুটি সমন্বয়ে আজ খোলা সরকারি অফিস- শিক্ষাপ্রতিষ্ঠান
  • জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির সভা
  • গুরুদক্ষিণা উৎসব উদযাপন
  • বগুড়ায় ‘তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ কাল
  • তুলনামূলক বাড়তি দামেও টিসিবির লাইনে ভিড় কমেনি, রাজশাহীতে বিক্রি শুরু
  • চা রপ্তানি বাড়াতে কাজ করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা
  • ঈদুল আজহা উপলক্ষে কাল থেকে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি
  • টানা ২৩ দিনের ছুটিতে যাচ্ছে জবি