সুদে-আসলে অক্ষয়কে টাকা ফেরত দিলেন পরেশ
Published: 24th, May 2025 GMT
বলিউডের কমেডি ফিল্ম ‘হেরা ফেরি’-এর তৃতীয় কিস্তি থেকে বাদ পড়েছেন বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল। তার এই সিদ্ধান্ত ঘিরে বলিপাড়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এরই মধ্যে জানা গেলো, সুদে-আসলে অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থাকে ১১ লাখ রুপি ফেরত দিয়েছেন পরেশ।
বলি হাঙ্গামা-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পরেশ রাওয়াল ছবির জন্য পাওয়া সাইনিং অ্যামাউন্ট ফেরত দিয়েছেন, যা এই প্রকল্পের সঙ্গে তার সম্পৃক্ততার আনুষ্ঠানিক ইতি টেনে দেয়। তিনি ১১ লাখ রুপি ফেরত দিয়েছেন, সঙ্গে দিয়েছেন বার্ষিক ১৫ শতাংশ হারে সুদ এবং অতিরিক্ত কিছু অর্থও।
সূত্রটি আরও জানায়, পরেশ রাওয়ালের পুরো পারিশ্রমিক নির্ধারিত ছিল ১৫ কোটি রুপি। টার্ম শিট অনুযায়ী তাকে ১১ লাখ রুপি সাইনিং মানি হিসেবে দেওয়া হয়েছিল। চুক্তিতে উল্লেখ ছিল, ছবিটি মুক্তির এক মাস পর তিনি বাকি টাকা তিনি পাবেন।
তবে ছবির মূল শুটিং শুরু হওয়ার কথা আগামী বছরে এবং মুক্তির সম্ভাব্য সময় ২০২৬ সালের শেষ ভাগ বা ২০২৭ সাল। এত দীর্ঘ সময় পর পুরো পারিশ্রমিক পাওয়ার বিষয়টি নাকি পরেশ রাওয়ালের জন্য ছিল মূল আপত্তির জায়গা, যা তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করে।
এই সিদ্ধান্তের পর থেকেই অভিনেতার সঙ্গে অক্ষয় কুমারের প্রোডাকশন হাউজ ‘কেপ অফ গুড ফিল্মস’-এর মধ্যে আইনি দ্বন্দ্ব শুরু হয়েছে। প্রোডাকশন হাউজটি পরেশ রাওয়ালের বিরুদ্ধে ২৫ কোটি টাকার মামলা দায়ের করেছে।
বর্তমানে শুধু একটি প্রোমো শুট সম্পন্ন হয়েছে, যেটি ‘ভূত বাংলো’ সিনেমার সেটে সেই টিম ব্যবহার করে শুট করা হয়েছে।
উল্লেখ্য, ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘হেরা ফেরি’ এবং ২০০৬ সালের ‘ফির হেরা ফেরি’ ছবিকে ধরা হয় বলিউডের কাল্ট ক্লাসিক হিসেবে। বাবুরাও চরিত্রে পরেশ রাওয়ালের অসাধারণ অভিনয় ছিল এই ফ্র্যাঞ্চাইজির অন্যতম আকর্ষণ। তার অনুপস্থিতিতে তৃতীয় কিস্তি ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আবারও মায়ামিকে জেতালেন মেসি, গড়লেন অনন্য রেকর্ড
লিওনেল মেসি যেন থামতেই জানেন না! যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখার পর থেকে যেন মাঠে নামলেই নতুন ইতিহাস গড়ছেন এই আর্জেন্টাইন ফুটবল জাদুকর। এবার তিনি গড়লেন এমএলএস-এর এক অনন্য রেকর্ড। টানা চার ম্যাচে একাধিক গোল করা ইতিহাসের প্রথম ফুটবলার এখন মেসি।
বৃহস্পতিবার ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে জোড়া গোল করেন মেসি। তার দুর্দান্ত নৈপুণ্যে ২-১ গোলের জয় তুলে নেয় ফ্লোরিডার ক্লাবটি। ফলে ইস্টার্ন কনফারেন্সে পাঁচ নম্বরে উঠে আসে মায়ামি। যারা এখনও শীর্ষে থাকা এফসি সিনসিনাতির চেয়ে তিন ম্যাচ কম খেলেছে।
ম্যাচের ২৭ মিনিটে প্রতিপক্ষ ডিফেন্সের ভুল কাজে লাগিয়ে ঠান্ডা মাথায় প্রথম গোলটি করেন মেসি। আর ৩৮ মিনিটে সার্জিও বুসকেটসের নিখুঁত অ্যাসিস্ট থেকে আসে তার দ্বিতীয় গোল। মাত্র ১১ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে দলকে এগিয়ে দেন তিনি।
আরো পড়ুন:
মেসির জোড়া গোলে জিতলো মায়ামি
চার বছরের অপেক্ষার অবসান: বার্সার কাছ থেকে বকেয়া পাচ্ছেন মেসি
মেসি এখন চলতি মৌসুমে এমএলএস-এ করেছেন ১৪ গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ গোল ও একাধিক অ্যাসিস্ট। সর্বশেষ দুই ম্যাচে করেছেন চার গোল, এক অ্যাসিস্ট। শুধু তাই নয়, চারটি ম্যাচে টানা একাধিক গোল করে এমএলএস ইতিহাসে অনন্য উচ্চতায় উঠে গেলেন আর্জেন্টাইন কিংবদন্তি।
নিউ ইংল্যান্ড যদিও আক্রমণে পিছিয়ে ছিল না। তারা নিয়েছিল ১৬টি শট, যার মধ্যে ৬টি ছিল অন টার্গেট। ৭৯ মিনিটে কার্লেস গিলের দুর্দান্ত এক দূরপাল্লার শটে ব্যবধান কমায় দলটি। তবে মায়ামির গোলরক্ষক উস্তারি ও রক্ষণভাগ ম্যাচের বাকি সময়ে দেয়াল হয়ে দাঁড়ায়।
মায়ামি এখন পর্যন্ত ১৮ ম্যাচে ১০ জয়ে সংগ্রহ করেছে ৩৫ পয়েন্ট। শীর্ষে থাকা সিনসিনাতির ৪২ পয়েন্টে। তবে মেসির দল তিনটি ম্যাচ কম খেলেছে। অন্যদিকে নিউ ইংল্যান্ড ২০ ম্যাচে মাত্র ২৪ পয়েন্ট নিয়ে রয়েছে একাদশ স্থানে।
ঢাকা/আমিনুল