পূর্বজদের সামাজিক অবস্থান নিয়ে সৃষ্ট বৈরিতা সময়ের সঙ্গে রূপ নেয় ভয়াবহ গোষ্ঠীগত দ্বন্দ্বে। পরবর্তী সময়ে এই দ্বন্দ্ব গোষ্ঠীর গণ্ডি পেরিয়ে বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের মাঝে ছড়িয়ে পড়ে। সৃষ্টি হয় সংঘাতের প্রেক্ষাপট। যেখানে দাঁড়িয়ে গত ২৫ বছরে একের পর এক সহিংসতায় ঝরেছে প্রাণ। পঙ্গুত্ব বরণ করেছেন শতাধিক মানুষ।

গত সোমবার আরও একবার প্রাণঘাতী সংঘাতের ঘটনা ঘটেছে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা সদর এলাকায়; যার নেপথ্যে রয়েছে স্থানীয় সেই দুটি গোষ্ঠীর দুই সদস্যের স্বার্থের দ্বন্দ্ব। তারা হলেন– স্থানীয় সাংবাদিক, নবীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের (জিওপি) সহসভাপতি ও সাবেক যুবলীগ নেতা আশাইদ আলী আশা এবং নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সদস্য সেলিম তালুকদার। অথচ এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন সংশ্লিষ্ট এলাকার বহু সাধারণ মানুষ। হামলা-পাল্টা হামলায় তছনছ হয়ে গেছে গোটা সদর এলাকা।

আশাইদ আলী এবং সেলিম তালুকদারের বিবাদের জেরে সংঘাত শুরু হয় আনমনু ও তিমিরপুর গ্রামের বাসিন্দাদের মাঝে। আনমনু, রাজাবাদ, নোয়াপাড়াসহ কয়েকটি গ্রাম এক পক্ষে অবস্থান নেয়। অন্যদিকে ছিল পূর্ব তিমিরপুর, পশ্চিম তিমিরপুর ও চরগাঁওয়ের আশপাশের কয়েক গ্রামের বাসিন্দা। পরিকল্পনা করে সংঘর্ষে জড়ায় গ্রামবাসী। এতে গোটা সদর শহর এলাকায় হামলা ও ভাঙচুর শুরু হয়। নিহত হন একজন, আহত শতাধিক। এক পর্যায়ে এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এখনও ১৪৪ ধারা জারি বহাল রয়েছে। 

কোথা থেকে শুরু

নাম প্রকাশে অনিচ্ছুক এক চেয়ারম্যানসহ স্থানীয় কয়েকজন প্রবীণ বাসিন্দা জানান, এই দুটি গোষ্ঠীর দ্বন্দ্ব শুরু বহু বছর আগে থেকে। এক সময় আনমনুসহ তার আশপাশের গ্রামের বাসিন্দারা ছিল জেলে সম্প্রদায়ের। অন্যদের সামাজিক পরিচয় ছিল সামাজিক বাঙাল। বাঙালরা জেলে সম্প্রদায়ের সদস্যদের একটু অন্য রকম বিবেচনা করত। সামাজিকভাবে এই শ্রেণিবৈষম্যের চর্চা থেকে শুরু সংকটের। পরবর্তীকালে রাজনৈতিক কোন্দল ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই এই দুই গোষ্ঠীর মাঝে সংঘাতের ঘটনা ঘটেছে।

পরিসংখ্যান ও তথ্য যা বলছে

গত ২৫ বছরের পরিসংখ্যান ও তথ্য বলছে, তাদের মাঝে বহু জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে চারবার ঘটেছে ভয়াবহ সংঘাতের ঘটনা। এতে আহত হয়েছেন কয়েক শতাধিক মানুষ। দু’পক্ষের হামলা, ভাঙচুরে স্থানীয় বহু ব্যবসায়ী সর্বস্ব হারিয়েছেন। এবারও সে ঘটনা ঘটেছে। 

গোষ্ঠী দুটির সংঘাতে প্রথম নিহতের ঘটনা ঘটে ২০০১ সালে। সে সময় সংঘর্ষে চরগাঁও গ্রামের তছকির আলী নামে একজন নিহত হন। ২০১৪ সালে শহরের সিএনজিচালিত অটোরিকশা স্টেশন নিয়ে বড় সংঘাতে জড়ায় দু’পক্ষ। ২০২৪ সালে নবীগঞ্জ শহরের রাজা কমপ্লেক্সে ভাঙচুরের ঘটনায় শতাধিক লোক আহত হন। সর্বশেষ সোমবার ঘটে চতুর্থ দফা সংঘর্ষ। শহরজুড়ে চালানো হয় ধ্বংসযজ্ঞ। পুলিশের হিসাবে, গত ২৫ বছরে এ উপজেলায় হামলা ও সংঘর্ষে খুন হয়েছেন দুইজন ও আহত হয়েছেন কয়েক শতাধিক মানুষ। 

গত ৬ বছরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, নবীগঞ্জে প্রতিবছর বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। যার প্রায় প্রতিটির নেপথ্যে রয়েছে এই দুই গোষ্ঠীর সদস্যদের সংশ্লিষ্টতা। সোমবারের ঘটনা প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, বেশ কিছু দিন ধরে দৈনিক আলোকিত সকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি আশাইদ আলী আশা ও হবিগঞ্জের সময় পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক সেলিম তালুকদারের মধ্যে পেশাগত ও প্রেস ক্লাব নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর ধারাবাহিকতায় আশাইদ আলী আশাকে ৪ জুলাই নবীগঞ্জ উপজেলা সদরের মধ্যবাজারে পেয়ে সেলিম তালুকদারের শ্যালক ফারছু তালুকদার বাগ্‌বিতণ্ডায় জড়ান। 

গোষ্ঠীর দ্বন্দ্বে সাধারণের কান্না

নবীগঞ্জ হাই স্কুলের সামনে মুদি ব্যবসায়ী রিন্টু দাশ জানান, তিনি গরিব মানুষ। কারও পক্ষে না। তারপরেও তাঁর ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে।

নিহত ফারুকের চাচা সাবেক পৌর কাউন্সিলর আলাউদ্দিন বলেন, এমন মৃত্যু কারও কাম্য নয়। সবাই একটু সংযত থাকলে এ সংঘাত এড়ানো যেত। পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমেদ চৌধুরী বলেন, সংঘর্ষে নবীগঞ্জ শহরের দেড় শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত। ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ থেকে হাসপাতাল-ক্লিনিকও রক্ষা পায়নি।

হবিগঞ্জ পুলিশ সুপার এমএনএস সাজেদুর রহমান বলেন, সংঘর্ষে একজন মারা গেছেন। অনেকেই আহত।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র দ বন দ ব ত র ঘটন শত ধ ক স ঘর ষ হয় ছ ন ব যবস উপজ ল সদস য

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ