যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আজ বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করবেন। ইউক্রেনে আবারও রাশিয়ার হামলা জোরদারের মধ্যে দুই নেতার এ বৈঠকের খবর এল।

মালয়েশিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে রুবিও-লাভরভ বৈঠক অনুষ্ঠিত হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটাই রুবিওর প্রথম এশিয়া সফর। এমন এক সময়ে তিনি এ সফর করছেন, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়াসহ বিশ্বজুড়েই বাণিজ্যযুদ্ধ আরও জোরদার করছেন এবং ইতিমধ্যে ২২টি দেশের ওপর পাল্টা অতিরিক্ত শুল্কারোপ করেছেন।

মালয়েশিয়া সফর শেষে চলতি সপ্তাহান্তে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ উত্তর কোরিয়া সফরে যাবেন। মস্কোর শীর্ষ কর্মকর্তাদের একের পর এক সফরের ধারাবাহিকতায় এটি সর্বশেষ সংযোজন। রাশিয়া ও উত্তর কোরিয়া নিজেদের সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চাইছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক রুবিও কুয়ালালামপুরে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে লাভরভের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এদিকে গতকাল বুধবার রাতে রাশিয়ার হামলায় কিয়েভে অন্তত সাতজন আহত হয়েছেন। নগরের সামরিক প্রশাসন আজ সকালে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তারা বলছে, রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি এখনো রয়েছে।

কিয়েভে এএফপির সংবাদদাতারা রাতভর বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন ও আলোর ঝলকানি দেখেছেন।

এর এক দিন আগে রাশিয়া ইউক্রেনে এযাবৎকালের সব থেকে বড় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এ হামলার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছিলেন। তিন বছরের বেশি সময় ইউক্রেন যুদ্ধ চলছে।

ট্রাম্পের অভিযোগ, পুতিন ইউক্রেন নিয়ে আজেবাজে কথা বলছেন। তিনি ইউক্রেনকে আত্মরক্ষার জন্য আরও অস্ত্র দেওয়ার কথাও বলেছেন।

রুবিও ও লাভরভ সর্বশেষ মুখোমুখি সাক্ষাৎ করেছিলেন গত ফেব্রুয়ারিতে সৌদি আরবে। এই দুই শীর্ষ কূটনীতিক ফোনে একাধিকবার কথা বলেছেন।

মালয়েশিয়া সফর শেষে চলতি সপ্তাহান্তে লাভরভ উত্তর কোরিয়া সফরে যাবেন। মস্কোর শীর্ষ কর্মকর্তাদের একের পর এক আলোচিত সফরের ধারাবাহিকতায় এটি সর্বশেষ সংযোজন। রাশিয়া ও উত্তর কোরিয়ার নিজেদের সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চাইছে।

আরও পড়ুনইউক্রেনে হামলা হলে মস্কোয় বোমা ফেলবেন বলে পুতিনকে হুমকি দিয়েছিলেন ট্রাম্প২১ ঘণ্টা আগে

ইউক্রেনে আগ্রাসনের সময় পিয়ংইয়ং ক্রেমলিনের প্রধান মিত্রদের একটিতে পরিণত হয়েছে। রাশিয়ার কুরস্ক অঞ্চল থেকে ইউক্রেনের সেনাদের হটাতে সেখানে কয়েক হাজার সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া। রুশ সেনাবাহিনীকে গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রও সরবরাহ করছে দেশটি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পরর ষ ট রমন ত র য ক তর ষ ট র র পরর ষ ট র ইউক র ন ল ভরভ

এছাড়াও পড়ুন:

গোমতীর চরে ১১ হাজার হেক্টর সবজিক্ষেত পানির নিচে

হঠাৎ ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা উজানের পানিতে তলিয়ে গেছে নদীর দুই পাশের চরের ফসলি জমি। এর মধ্যে রয়েছে চরের বিস্তীর্ণ এলাকার সবজির ক্ষেত। কৃষকরা বলছেন, গত বছরের বন্যার ক্ষতি কাটিয়ে না উঠতেই এবার হঠাৎ বন্যায় ডুবছে তাদের ফসল। কষ্টের ফসল হারিয়ে যাওয়ায় কাঁদছেন চরের কৃষকরা। অনেককেই ডুবন্ত জমি থেকে নানা জাতের সবজি তুলে নিতে দেখা গেছে। 

কৃষি বিভাগ বলছে, হঠাৎ গোমতীতে পানি বৃদ্ধি পাওয়ায় চরের প্রায় ১১ হাজার হেক্টর জমির সবজিসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমতলী ও কাচিয়াতলীসহ কয়েকটি এলাকায় ঘুরে দেখা গেছে, চরের যেসব জমিতে করলা, মুলা, লাউসহ বিভিন্ন সবজির চাষ হয়েছিল, তা এখন পানিতে ডুবে আছে। কৃষকের অনেকেই মাথায় হাত দিয়ে নদীর কিনারায় বসে আছেন। কৃষকরা বলছেন, আর মাত্র দুই দিন সময় পেলেই এসব সবজি বাজারে তোলা যেত।

আমতলী এলাকার কৃষক সুজন মিয়া জানান, গোমতী নদীর এ চরে প্রায় ৩ একর জমিতে নানা জাতের সবজি চাষ করেছেন। আর দুই দিন পরই এসব ফসল বাজারে বিক্রি করা যেত। কিন্তু গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতে সব ফসল তলিয়ে গেছে। তার ভাষ্য, তিনি ব্যাংক ঋণ ও কিস্তি নিয়ে দুই বছর আগে কৃষিকাজ শুরু করেছেন। তার প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। কীভাবে ঋণ পরিশোধ করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাঁর। 

কাচিয়াতলী এলাকার কৃষক মনির হোসেন বলেন, ‘গত বছরের বন্যায় আমরা কোনো ক্ষতিপূরণ পাইনি। এবারের বন্যায় আমাদের সব ফসল পানিতে ডুবে গেল। পানিতে নেমে কিছু করলা সংগ্রহ করেছি, বাকি সব নষ্ট হয়ে গেছে।’ বুড়িচং, ব্রাহ্মণপাড়া ও দেবীদ্বারের বেশ কিছু এলাকার চিত্র একই।

পাঁচথুবী এলাকার কৃষক আবদুল কাদের ও আবদুস সালাম জানান, ৩-৪ দিন সময় পেলেই সবজি বিক্রি করতে পারতেন তারা। কিন্তু পানিতে সব ফসল ডুবে গেছে। মাচায় কিছু করলা আছে, সেগুলো নৌকায় করে গিয়ে সংগ্রহ করছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক আইউব মাহমুদ বলেন, গোমতী নদীর চরে চলতি বন্যায় প্রায় ১১ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানি কমে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। সব উপজেলা থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। সরকার যদি ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বরাদ্দ দেয় তাহলে তারা পাবেন।

কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান জানান, গোমতী নদীর বিপৎসীমার সর্বোচ্চ পরিমাপ ১১ দশমিক ৩০ মিটার হলেও পানির উচ্চতা ৬ থেকে ৮ মিটার হলেই চরের অনেক কৃষিজমি ডুবে যায়। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এই নদীর পানি ৯ দশমিক ৪৮ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছিল। 

সম্পর্কিত নিবন্ধ