দাপ্তরিক কাজে অফিস সহকারী, হাত-পা গুটিয়ে প্রধান সহকারী
Published: 10th, July 2025 GMT
দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান সহকারী কর্মকর্তাকে দায়িত্ব না দিয়ে অফিস সহকারী দিয়ে দাপ্তরিক কাজ পরিচালনার অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে সিভিল সার্জনের কাছে অভিযোগ দিয়েছেন প্রধান সহকারী।
২০১৬ সালে প্রধান সহকারী মো. মোস্তাফিজুর রহমানকে প্রেষণে পটুয়াখালী মেডিকেল কলেজে বদলি করা হয়। তৎকালীন সিভিল সার্জন মো.
গত বছরের ১৮ জুলাই বরিশাল বিভাগীয় আঞ্চলিক পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ের এক চিঠিতে মোস্তাফিজুর রহমানের প্রেষণ আদেশ বাতিল করা হয়। দাপ্তরিক চিঠি অনুযায়ী মোস্তাফিজুর গত বছরের ২৭ জুলাই দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান সহকারী হিসেবে যোগদান করেন। কর্মস্থলে যোগদানের পর তাঁকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি।
অভিযোগ উঠেছে, দুমকী স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকালে মোস্তাফিজের কাছ থেকে জোরপূর্বক একটি মুচলেকা নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শাহিদুল হাসান শাহীন। ওই মুচলেকার একটি কপি সমকাল প্রতিবেদকের কাছে আছে। মুচলেকাপত্রে লেখা রয়েছে– ‘কর্তৃপক্ষ আমার উপর যে দায়িত্ব দিবে, উহার বাহিরে দায়িত্ব পালন করার জন্য আমার কোন আগ্রহ থাকিবে না। এ ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ভাষ্য, মোস্তাফিজ কাজ ভালো বোঝেন না। এ কারণে হিসাবসংক্রান্ত এবং কিছু গুরুত্বপূর্ণ কাজ তাঁকে (দিলরুবা আক্তার) দিয়ে করানো হয়।
ভুক্তভোগী প্রধান সহকারী মোস্তাফিজুর রহমান সমকালকে জানান, প্রেষণ থেকে ফিরে আসার পর তাঁকে দায়িত্বভার বুঝিয়ে দেওয়া হয়নি। তিনি দায়িত্বভার বুঝে পেতে আগের সিভিল সার্জনের কাছে আবেদন করলেও প্রতিকার পাননি। তিনি ২২ বছর ধরে প্রধান সহকারীর দায়িত্ব পালন করে আসছেন। প্রেষণে বদলির আগে একই কার্যালয়ে যথাযথভাবে কাজ করেছেন। তিনি কাজ বোঝেন না– এ অভিযোগ সঠিক নয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী থাকার পরও তাঁর দায়িত্ব পালনের বিষয়ে অফিস সহকারী দিলরুবা আক্তার বলেন, অফিস তাঁকে যে দায়িত্ব দিয়েছে, তিনি সেটি পালন করছেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, অফিস সহকারী দিলরুবা আক্তার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ম্যানেজ করে বিভিন্ন অনিয়ম করে যাচ্ছেন। পরিষ্কার পরিচ্ছন্নতা ও পোশাক পরিচ্ছদের বরাদ্দের বিভিন্ন বিল ভাউচারে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে।
অভিযোগ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল হাসান শাহীন জানান, প্রধান সহকারী তাঁর দায়িত্ব পালন করছেন। তবে হিসাবসংক্রান্ত কিছু কাজ অফিস সহকারীকে দিয়ে করাচ্ছেন। অফিস সহকারী দিয়ে দাপ্তরিক কাজ করা যায় কিনা– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অফিসের প্রধান হিসেবে তিনি তাঁর পছন্দের ব্যক্তিকে দিয়ে কাজ করাতে পারেন।
দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কমিটির সভাপতি আবুজর মো. ইজাজুল হক বলেন, বিষয়টি তাঁর জানা নেই। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে কথা বলবেন।
পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া জানান, অভিযোগের বিষয়টি তাঁর জানা নেই। এ বিষয়ে তিনি খোঁজখবর নেবেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: স ব স থ য কমপ ল ক স স ভ ল স র জন কর মকর ত দ প তর ক র রহম ন উপজ ল
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট