১২ মাসে জয়ের চেয়ে হার বেশি, তবু বেতন বাড়ছে বাবর-সালমানদের
Published: 10th, July 2025 GMT
বেতন বাড়তে যাচ্ছে বাবর আজম, সালমান আগাদের। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ২০২৪-২৫ অর্থবছরে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন ৩৭ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বাজেট এরই মধ্যে অনুমোদন দিয়েছে পিসিবির বোর্ড অব গভর্নরস। ক্রিকেটারদের জন্য বার্ষিক বাজেট ধরা হয়েছে ১ হাজার ১৭৩ কোটি ৪৯ লাখ পাকিস্তানি রুপি। এ খবর দিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।
বাড়ছে কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়ের সংখ্যাও। আগে কেন্দ্রীয় চুক্তিতে থাকতেন ২৫ জন, যা এখন বাড়িয়ে ৩০ জন করা হবে। তবে ঘরোয়া চুক্তির ক্ষেত্রে বাজেট কাটা হয়েছে প্রায় ৩৪ শতাংশ। আগে যেখানে এই বাজেট ছিল ৬৮ কোটি ৪০ লাখ রুপি। তা কমিয়ে করা হয়েছে ৪৫ কোটি রুপি। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র পিটিআই-কে বলেছে, ঘরোয়া ক্রিকেটারদের চুক্তির বাজেট প্রায় ৩৪ শতাংশ কমানো হয়েছে।
সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে ব্যর্থ পাকিস্তান ক্রিকেট দল। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে দ্বিতীয় রাউন্ডেও যেতে পারেনি তারা। ঘরের মাঠে টেস্ট সিরিজে বাংলাদেশ কাছে ২–০ ব্যবধানে সিরিজ হেরেছে দলটি।
১৭গত ১২ মাসে পাকিস্তানের জয়ের সংখ্যাসর্বশেষ ১২ মাসে পাকিস্তান ৯ টেস্ট খেলে জিতেছে মাত্র ৩টি, হেরেছে ৬টি। একই সময়ে ১৭টি ওয়ানডে খেলে ৮টি জিতেছে, হেরেছে ৯টি। অন্যদিকে ১৬টি টি-টোয়েন্টির মধ্যে জিতেছে ৬টি, হেরেছে ১০টি। সব মিলিয়ে সর্বশেষ ১২ মাসে পাকিস্তান তিন সংস্করণে ৪২টি ম্যাচ খেলে জিতেছে ১৭টি, হেরেছে ২৫টি।
আরও পড়ুন‘ভালোবাসার ক্রিকেট’ যুক্তি মানে না, তাই হেরে যায় বাংলাদেশ২১ ঘণ্টা আগেপিসিবি কেন্দ্রীয় চুক্তিতে নারী ক্রিকেটারদের সংখ্যা ১৬ থেকে বেড়ে ২৪ করতে যাচ্ছে। ঘরোয়া ক্রিকেটে নারীদের জন্য বাজেটও বাড়ছে, যদিও পরিমাণটা খুব বেশ নয়। নারী ক্রিকেটের ঘরোয়া বাজেটে ৪ শতাংশ বাড়তি বরাদ্দ দেওয়া হয়েছে। তাতে বরাদ্দ দাঁড়িয়েছে ৩ কোটি ৭২ লাখ রুপি। এ ছাড়া পিসিবি ১২টি প্রথম শ্রেণির মাঠের দায়িত্ব নিজে নিচ্ছে। এ মাঠগুলোর পিচ প্রস্তুতি ও রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ করা হয়েছে ৯ কোটি ৩৬ লাখ রুপি।
বেতন বাড়তে যাচ্ছে বাবর আজম, সালমান আগাদের.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ১২ ম স
এছাড়াও পড়ুন:
গ্লোবাল ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের এ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।
মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে, সোমবার (৭ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৫ আগস্ট। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ জুলাই।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৫৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৩৮ টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪.৫৪ টাকা।
এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনে কোনো মূল্য সীমা থাকবে না।
ঢাকা/এনটি/ইভা