বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী। দেশটির বিনিয়োগ আনতে চীনে বিডার একটি অফিস খোলার পরিকল্পনা রয়েছে। তবে বাংলাদেশে চায়না টাউন নেই। ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে। বাংলাদেশে প্রচুর মেধাবী তরুণ রয়েছে, যাদের চীনা কোম্পানিতে কর্মসংস্থানের সুযোগ রয়েছে।
গতকাল বুধবার রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। ‘চীন-বাংলাদেশ শিল্প ও সাপ্লাই চেইন সহযোগিতা এবং শিল্প প্রতিবেদন প্রকাশ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিএইবি)।
বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে অনুষ্ঠানে আশা প্রকাশ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি অর্থনৈতিক, সামাজিক ও শিল্প খাতে দুই দেশের মধ্যে যৌথ সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।
তিনি বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ, তথ্য এবং সেবার মান উন্নত করাই হলো বৈদেশিক বিনিয়োগ আনার প্রধান চাবিকাঠি। শক্তিশালী সাপ্লাই চেইন ও অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থাও বিনিয়োগে সহায়ক। বাংলাদেশ বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করছে। চীন বিনিয়োগ সহযোগিতা অব্যাহত রাখবে।
ইয়াও ওয়েন বলেন, সম্প্রতি চীনের কুনমিংয়ে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে চীন, পাকিস্তান ও বাংলাদেশ একাধিক ক্ষেত্রে যৌথভাবে কাজ করতে সম্মত হয়েছে। এসব ক্ষেত্রে রয়েছে বাণিজ্য, শিল্প, পরিবেশ, পানিসম্পদ ব্যবস্থাপনা এবং সাংস্কৃতিক সহযোগিতা। তবে বিনিয়োগের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও রয়েছে। মার্কিন শুল্কনীতি প্রসঙ্গে তিনি বলেন, এই প্রেক্ষাপটে বাংলাদেশকেও সুরক্ষামূলক উদ্যোগ নিতে হবে।
সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতাদের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির সহযোগিতা বাড়ানোর আগ্রহ রয়েছে আমাদের।’
সেমিনারে সিএইবির সভাপতি হান কুন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে তিনি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় চীন ও বাংলাদেশের মধ্যে যৌথ বিনিয়োগ ও সহযোগিতার সুযোগ, বাজার প্রবণতা ও চ্যালেঞ্জ তুলে ধরেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: সহয গ ত
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন