স্টার্টআপ খাতের অর্থায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা অত্যন্ত সময়োপযোগী ও প্রগতিশীল। এটি কেবল অর্থায়নের সুযোগই তৈরি করবে না; স্টার্টআপ খাতের তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকদের জন্য একধরনের রাষ্ট্রীয় স্বীকৃতি। এর ফলে ভবিষ্যৎ উদ্যোক্তাদের জন্য মূলধন জোগান আরও সহজ হয়ে যাবে।

এই নীতিমালার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক দূরদর্শিতা ও আধুনিক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছে। তারা বুঝতে পেরেছে স্টার্টআপ উদ্যোক্তাদের বাস্তবতায় প্রথাগত ব্যাংকিং কাঠামো ও অর্থায়নব্যবস্থার মধ্যে বড় ব্যবধান ছিল, যা স্টার্টআপগুলোর সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল। সেই প্রতিবন্ধকতা দূর করতে ৫০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল ও মূলধন বিনিয়োগ তহবিল দেশের অর্থনীতির ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ।

এই তহবিলের আওতায় একটি স্টার্টআপ প্রাথমিক পর্যায়সহ চারটি শ্রেণিবিন্যাসের মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে স্বল্প সুদে ঋণ ও মূলধন; দুই ধরনের পুঁজি পাবে। এটি আমাদের আরও বেশি আত্মবিশ্বাস জোগাবে ও টেকসই প্রবৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাবে। এখন ব্যাংকগুলো স্টার্টআপকে নিজের মতো করে মূল্যায়ন করতে পারবে। কোন স্টার্টআপ ঋণ পাবে, কোনটা পাবে না, সেটাও ব্যাংক এখন নিজেরা বিশ্লেষণ করতে পারবে।

এই নীতিমালা প্রণয়নের প্রক্রিয়াতে স্টার্টআপ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (এসএবি) বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ২০২৪ সালের নভেম্বর মাসে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এ বিষয়ে পরামর্শপ্রক্রিয়া শুরু হয়েছিল। ধারাবাহিক বৈঠক, খসড়া প্রস্তাব ও বাস্তবভিত্তিক সুপারিশের ফলাফল হিসেবেই পূর্ণাঙ্গ নীতিমালাটি বাস্তবায়িত হয়েছে।

এখন আমাদের দৃষ্টি থাকবে বাণিজ্যিক ব্যাংকগুলোর দিকে। এই নীতির বাস্তবায়নের জন্য তারা যেন দ্রুততম সময়ে তাদের অভ্যন্তরীণ নীতিমালায় পরিবর্তন আনে।

শাহীর চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), শিখো 

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ট র টআপ র জন য

এছাড়াও পড়ুন:

ইউরোপে পাইলটদের বেতন কোন দেশে কত

ইউরোপে সবচেয়ে বেশি বেতনের পেশার মধ্যে অন্যতম একটি হচ্ছে পাইলট। ফ্রান্সে এটি পঞ্চম সর্বোচ্চ মাসিক বেতনের পেশা। জার্মানিতে জটিল ভূমিকার পাইলটেরা মাসে ২৮ হাজার ৯৬ ইউরো উপার্জন করেন। যুক্তরাজ্যে পূর্ণকালীন পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা মধ্যম আয়ে পঞ্চম স্থানে। ডেনমার্কে ২০২৩ সালে মাসিক বেতন ১৩ হাজার ৫২৩ ইউরো, দেশটির হিসাবে সপ্তম সর্বোচ্চ বেতন।

অভিজ্ঞতা অনুযায়ী বেতনের বৈচিত্র্য

পাইলটদের বেতন দেশ অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়। যুক্তরাজ্যে বেতন শুরু হয় বছরে ৫৪ হাজার ২৮৩ ইউরো (৪৭,০০০ পাউন্ড) থেকে, অভিজ্ঞ পাইলটদের জন্য এটি প্রায় ১ লাখ ৭৩ হাজার ২৪৩ ইউরো (১ ইউরো সমান ১৪১ টাকা ৭৭ পয়সা, ২২ অক্টোবর ২০২৫ হিসাবে) পর্যন্ত হতে পারে, জানিয়েছে ব্রিটিশ ন্যাশনাল ক্যারিয়ার্স সার্ভিস।

ইআরআই অর্থনৈতিক গবেষণা ইনস্টিটিউট জানায়, আট বছরের বেশি অভিজ্ঞতার পাইলটরা এক থেকে তিন বছরের অভিজ্ঞ পাইলটের চেয়ে ৬০ থেকে ৮০ শতাংশ বেশি আয় করেন। অর্থাৎ অভিজ্ঞ পাইলটরা প্রায় তিন গুণ বেশি উপার্জন করেন।

আরও পড়ুনফ্রিল্যান্সিংয়ে নামার আগে এ পাঁচটি বিষয় ভাবুন১৯ অক্টোবর ২০২৫দেশভিত্তিক তথ্য

যুক্তরাজ্য

২০২৪ সালের এপ্রিল পর্যন্ত এএনএসের তথ্যানুসারে, পূর্ণকালীন ‘এয়ারক্রাফট পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলার’-এর বার্ষিক আয় প্রায় ৯৫ হাজার ২৪০ ইউরো (৮০,৪১৪)। ইআরআইয়ের মতে, গড় বার্ষিক বেতন ৯০ হাজার ২৫৩ ইউরো (৭৮,১৪৬ পাউন্ড), লন্ডনের জন্য ১ লাখ ১৫ হাজার ৫৬২ ইউরো (১০০,০৬০ পাউন্ড)।

জার্মানি

জার্মানির ফেডারেল স্ট্যাটিস্টিক্যাল অফিসের তথ্যমতে, গড় মাসিক বেতন ১২ হাজার ৫৬৬ ইউরো (বার্ষিক ১,৫০,৭৯২ ইউরো)। মধ্যম আয় ১০ হাজার ২০৭ ইউরো (বার্ষিক ১,২২,৪৮৪ ইউরো), অভিজ্ঞ ও বিশেষায়িত পাইলটদের ক্ষেত্রে তা ৩ লাখ ৪২ হাজার ৭২ ইউরো পর্যন্ত হতে পারে। ইআরআইয়ের তথ্য অনুসারে, এক থেকে তিন বছরের অভিজ্ঞতাসম্পন্ন পাইলটের গড় বেতন ৭৩,৭৮৫ ইউরো, আট বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন পাইলটদের জন্য ১ লাখ ৩২ হাজার ১১৭ ইউরো।

ফ্রান্স

INSEE জানায়, ‘সিভিল এভিয়েশন টেকনিক্যাল ও কমার্শিয়াল ফ্লাইট অফিসার’দের গড় মাসিক বেতন ৯ হাজার ৩০০ ইউরো (বার্ষিক ১,১১,৬০০ ইউরো)। ERI অনুসারে, অভিজ্ঞ পাইলটদের জন্য গড় বেতন ১ লাখ ৯ হাজার ২৯২ ইউরো।

ছবি: এমিরেটসের ওয়েবসাইট থেকে নেওয়া

সম্পর্কিত নিবন্ধ