মালিক: রাজকুমার রাওয়ের রূপান্তরের গল্প
Published: 10th, July 2025 GMT
লক্ষ্ণৌর এক কুয়াশাময় সকাল। নিস্তব্ধতা ভেঙে ধীরে ধীরে এগিয়ে আসে একটি কালো রঙের এসইউভি। গাড়ি থেকে নামেন একজন। চোখে কালো চশমা, হাতে একটি পুরোনো রিভলবার। চারপাশের গলি যেন চুপ করে দাঁড়িয়ে থাকে তাঁর চলার অপেক্ষায়। তাঁর নাম ‘মালিক’। এ শুধু একটি নাম নয়– এক সময়ের চিহ্ন, এক নির্ধারিত বাস্তবতার প্রতীক। এই চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও; যিনি তাঁর ক্যারিয়ারে এতদিন প্রেমিক, নিঃস্ব, মধ্যবিত্ত মানুষের প্রতিনিধি হিসেবেই পরিচিত ছিলেন। এবার সেই চেনা রূপ ভেঙে নিজেকে গড়ে তুলেছেন এক ভয়ংকর, অথচ মানবিক গ্যাংস্টারের চেহারায়।
‘মালিক’ সিনেমা তাই কেবল একটি অ্যাকশনধর্মী থ্রিলার নয়, বরং এটি এক অভিনেতার রূপান্তরের গল্প। এক সামাজিক-রাজনৈতিক পটভূমিতে গড়ে ওঠা একটি চরিত্রের গভীর অভ্যুত্থান। ‘কপালে যদি না লেখা থাকে, আমি নিজেই লিখে নেব’– রাজকুমারের কণ্ঠে উচ্চারিত এই সংলাপ যেন হয়ে ওঠে সিনেমাটির সারকথা। সিনেমায় তাঁকে শুধুই অস্ত্রধারী গ্যাংস্টার হিসেবে দেখানো হয়নি। তাঁর চোখের দৃষ্টিতে, শরীরী ভাষায়, সংলাপে ফুটে ওঠে এক চাপা ক্ষোভ, অসম প্রতিযোগিতার মধ্যে দাঁড়িয়ে থাকা এক মানুষের আত্মপক্ষ সমর্থনের কাহিনি। চরিত্রটি নিয়ে রাজকুমার রাও জানিয়েছেন, এটি তাঁকে মানসিক ও শারীরিকভাবে ভেঙে আবার গড়ে তুলেছে। প্রতিটি অ্যাকশন দৃশ্য তিনি নিজে করেছেন, প্রস্তুতি নিয়েছেন মাসের পর মাস।
‘মালিক’ ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন রাজকুমার রাও ও মানুষি চিল্লার। পুলকিত পরিচালিত এ অ্যাকশনধর্মী ছবিতে তারা হাজির হয়েছেন একেবারে নতুন রূপে। সাবেক বিশ্বসুন্দরী মানুষি এতদিন গ্ল্যামারাস চরিত্রেই বেশি পরিচিত ছিলেন। এ ছবিতে তিনি হাজির হয়েছেন সম্পূর্ণ গ্ল্যামারহীন, এক বাস্তব ও মানবিক স্ত্রীর ভূমিকায়।
রাজকুমারের স্ত্রী ‘শালিনী’ চরিত্র প্রসঙ্গে মানুষি বলেন, ‘এ চরিত্রের কথা যখন পরিচালক ও লেখক প্রথম কল্পনা করেন, তখন আমি তাদের ভাবনায়ও ছিলাম না। এর আগে কেউ আমাকে এমন চরিত্রে দেখেননি। সৌভাগ্যবশত আমি এ চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি। নিজের ওপর বিশ্বাস আছে, হয়তো পেরেছি।’ মানুষি প্রসঙ্গে রাজকুমার রাও বলেন, ‘মানুষির মুখে রয়েছে এক অপার ভারতীয় সৌন্দর্য। এমন চরিত্রে ওর আরও কাজ করা উচিত। মানুষি শুধু চরিত্রকে ধারণ করেননি, বরং তাঁর সরলতা, ভাষা ও চাহনির মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।’
এ সিনেমায় আরেকটি চমক হচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। টলিউডে বহুবার পুলিশ চরিত্রে অভিনয়ের পর এবার তাঁকে দেখা যাবে বলিউডের ‘মালিক’ ছবিতে এক দুঁদে পুলিশ কর্মকর্তার ভূমিকায়। ছবিতে রাজকুমার ও প্রসেনজিৎ মুখোমুখি সংঘর্ষে জড়াবেন, যা সিনেমার গতি ও উত্তেজনা বাড়িয়ে তুলবে। শুটিং সেটের অভিজ্ঞতা নিয়ে রাজকুমার বলেন, “আমাদের ‘বং কানেকশন’ তো সবারই জানা। পত্র লেখা আমাদের সেই যোগসূত্র। এ ছবিতে আমাদের চরিত্রগুলো এমন, যেখানে একসঙ্গে বসে খাওয়ার সুযোগই ছিল না (হেসে)।
বুম্বাদার সঙ্গে কাজ করা সব সময়ই দারুণ অভিজ্ঞতা। তাঁর অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তাঁর সবচেয়ে বড় গুণ, তিনি খুব ভালো মানুষ। কোনো শিল্পীর সঙ্গে কাজের ক্ষেত্রে এটি খুব গুরুত্বপূর্ণ। এ ছবিতে তাঁকে একদম আলাদা রূপে দেখা যাবে। তাঁর অভিনয়ে একটি বিশেষ দিক আছে, যা দর্শকদের চমকে দেবে।”
সিনেমার প্রচারে এসে অনুজ রাজকুমারের প্রশংসায় পঞ্চমুখ হন প্রসেনজিৎ। প্রশংসা করেন পরিচালক পুলকিতেরও। তিনি বলেন, ‘আমি তখন মুম্বাইতে একটি অন্য ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলাম। তখন এ ছবির জন্য ফোন আসে। এরপর পুলকিতের সঙ্গে দেখা করি। তাঁর গল্প বলার ধরন, কাজের প্রতি ভালোবাসা দেখে বুঝেছিলাম। এ ছেলেটি একদিন নিজেকে প্রমাণ করবেই। ৩০ মিনিট আলাপচারিতার পর বলি, আমি কাজটা করছি।’
রাজকুমার রাও প্রসঙ্গে প্রসেনজিৎ বলেন, ‘ও দারুণ ভালো একজন অভিনেতা। সে বরাবর তার অভিনয়ের মাধ্যমে আমাদের গর্বিত করেছে। এবারও নিজের চরিত্রে ও মন দিয়ে অভিনয় করেছে।’ নিজের চরিত্র নিয়ে তিনি বলেন, ‘বাইশে শ্রাবণ আর দশম অবতার-এর মতো পুলিশের চরিত্র আমি অনেক করেছি। এ চরিত্রটায় একদম আলাদা একটা চমক আছে।’
সিনেমাটির পটভূমি আশির দশকের এলাহাবাদ। যেখানে ধর্ম, রাজনীতি এবং অপরাধ এক নতুন সমাজের ভিত্তি তৈরি করছিল। সে সময়েই মালিকের মতো এক চরিত্রের জন্ম। যিনি প্রথমে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান; পরে সময়ের চাপে নিজেই হয়ে ওঠেন নিয়ন্ত্রক, বিচারক এবং শাসক।
‘মালিক’ একটি প্রশ্ন তোলেন– নায়ক কে? আর খলনায়কই বা কে? সবশেষে দর্শক বুঝতে পারেন, এটি কেবল একজন অপরাধীর গল্প নয়। বরং এটি সময়, অবিচার, ব্যর্থতা ও প্রতিশোধের গল্প।
রাজকুমার রাওয়ের অনবদ্য অভিনয়, মানুষি ও প্রসেনজিতের সপ্রাণ উপস্থিতি এবং পুলকিতের দক্ষ পরিচালনায় ‘মালিক’ হয়ে উঠেছে এক পূর্ণাঙ্গ, আবেগঘন এবং থ্রিলিং চলচ্চিত্র অভিজ্ঞতা। আগামীকাল সিনেমাটি মুক্তি পেলে পর্দায় ধরা পড়বে শুধু রক্ত, বন্দুক আর সংঘর্ষ নয়, ধরা পড়বে এক মানুষের অন্তরাত্মা, এক অভিনেতার নতুন জন্ম।
.উৎস: Samakal
কীওয়ার্ড: র চর ত র আম দ র র গল প পর চ ল প লক ত
এছাড়াও পড়ুন:
আমার স্ত্রী খ্রিষ্টধর্ম গ্রহণ করছেন না: জেডি ভ্যান্স
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাঁর স্ত্রী উষা ভ্যান্স ক্যাথলিক গির্জার মাধ্যমে প্রভাবিত হয়ে কোনো একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন বলে যে মন্তব্য করেছিলেন, তা নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নিজের এ মন্তব্যের ব্যাখ্যা দিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিশাল এক পোস্ট দিয়েছেন তিনি।
জেডি ভ্যান্স বলেন, তাঁর যে মন্তব্য নিয়ে কথা হচ্ছে, সেটি মূল বক্তব্য থেকে কেটে নেওয়া একটি অংশ। কোন প্রসঙ্গে তিনি ওই মন্তব্য করেছেন, সেটা দেখানো হয়নি।
গত বুধবার যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে তরুণদের সংগঠন ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’র একটি অনুষ্ঠানে এক তরুণীর প্রশ্নের জবাব দিতে গিয়ে ভ্যান্স তাঁর স্ত্রী উষা একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন। ভারতীয় বংশোদ্ভূত উষা হিন্দু সংস্কৃতিতে বেড়ে উঠেছেন।
স্ত্রী একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন, এমন আশাবাদ ব্যক্ত করা ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকে প্রশ্ন তুলেছেন, ভ্যান্সের এ মন্তব্য কি তাঁর স্ত্রীকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়ার ইঙ্গিত।
স্ত্রী একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন, এমন আশাবাদ ব্যক্ত করা ভিডিও ভাইরাল হওয়া পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকে প্রশ্ন তুলেছেন, ভ্যান্সের এ মন্তব্য কি তাঁর স্ত্রীকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়ার ইঙ্গিত।জবাব দিতে এক্স পোস্টে ভ্যান্স বলেন, একটি পাবলিক ইভেন্টে তাঁকে তাঁর আন্তধর্মীয় বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। তিনি ওই প্রশ্ন এড়িয়ে যেত চাননি, উত্তর দিয়েছেন।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট লিখেছেন, ‘প্রথমেই বলি, প্রশ্নটি আসে আমার বাঁ পাশে থাকা একজনের কাছ থেকে, আমার আন্তধর্মীয় বিয়ে নিয়ে। আমি একজন পাবলিক ফিগার, লোকজন আমার ব্যাপারে জানতে আগ্রহী এবং আমি প্রশ্নটি এড়িয়ে যেতে চাচ্ছিলাম না।’
এ বছর জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে জেডি ভ্যান্স ও তাঁর স্ত্রী উষা ভ্যান্স