বন্ধের পথে তিন হাজার শিক্ষার্থীর নিরাপদ বাহন
Published: 10th, July 2025 GMT
যাদের ব্যক্তিগত গাড়ি নেই, তারা জানেন সন্তানকে বিদ্যালয়ে আনা-নেওয়া করা কতটা ঝক্কির ব্যাপার। এ ঝক্কি থেকে রেহাই দিতে উদ্যোগ নিয়েছিল জেলা প্রশাসন। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) সহায়তায় চট্টগ্রাম মহানগরে প্রতিদিন ১০টি বিদ্যালয়ের তিন হাজার ছাত্র-ছাত্রীকে আনা-নেওয়া করে দোতলা বাস। দুই বছর আগে চালু সে উদ্যোগ অর্থ সংকটে বন্ধ হওয়ার পথে।
বিআরটিসি-চট্টগ্রাম বাস ডিপোর ব্যবস্থাপক (অপারেশন) জুলফিকার আলী বলেন, চট্টগ্রামে ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে আনা-নেওয়ার নিরাপদ বাহন হয়ে উঠেছিল দোতলা বাস। ২০২৪ সালে আমরা ছাত্র-ছাত্রীদের শতভাগ নিরাপদে আনা-নেওয়া করেছি। ২০২৫ সালে এসে অর্থ সংকটে পড়েছি। সাত মাস ধরে চালক-সহকারীর বেতন বন্ধ। প্রতিদিন গাড়ি চালানোর জন্য তেলের খরচ বহন করার মতো তহবিল নেই। অর্থের অভাবে এ সেবা আর বেশি দিন চালানো সম্ভব না।
এক প্রশ্নের জবাবে জুলফিকার আলী জানান, এ সেবার কারণে চট্টগ্রাম শহরের যানজট অনেকটা কমে এসেছে। কারণ একজন সন্তানের সঙ্গে আগে একজন অভিভাবককে যেতে হতো। এভাবে তিন হাজার জনকে নিয়ে আরও তিন হাজার অভিভাবক আসা-যাওয়া করতেন। এটা এখন হচ্ছে না। অভিভাবকদের সময়ও বাঁচছে।
এ উদ্যোগে অর্থায়নকারী ছিল জিপিএইচ ইস্পাত লিমিটেড। এ প্রতিষ্ঠানের ডেপুটি হেড অব ফ্যাসিলিটিজ অ্যান্ড এস্টেট মো.
চট্টগ্রামে স্মার্ট বাস সেবা শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে এখন খুবই নিরাপদ ও জনপ্রিয়। কারণ বাসে জিপিএস ট্র্যাকার, জিআইএস প্রযুক্তি, আইপি ক্যামেরা ছাড়াও ডিজিটাল হাজিরা ডিভাইস রয়েছে। বাসে উঠে শিক্ষার্থীরা কার্ড চাপ দিলে অভিভাবকদের মোবাইল ফোনে চলে যায় খুদে বার্তা। ঘরে বসে জিপিএস ট্র্যাকিং ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে বাস ও শিক্ষার্থীর অবস্থান দেখতে পারেন অভিভাবক। ফলে অভিভাবক সন্তানদের নিয়ে দুশ্চিন্তামুক্ত থাকতে পারেন। প্রতিটি বাসে ৭৮টি আসন। বর্তমানে বাসগুলো বহদ্দারহাট-মুরাদপুর থেকে নিউমার্কেট হয়ে চকবাজার-গনি বেকারি-জামালখান-চেরাগী পাহাড়-আন্দরকিল্লা-লালদীঘি কোতোয়ালি এবং অক্সিজেন থেকে মুরাদপুর-২ নম্বর গেট-জিইসি-টাইগার পাসসহ ১০টি রুটে চলছে।
প্রতিটি বাসে একটি বাক্স ছিল। এতে শিক্ষার্থীদের ৫ টাকা ভাড়া (বাধ্যতামূলক নয়) ফেলার কথা ছিল। কিন্তু বাক্সে শিক্ষার্থীরা টাকা ফেলত না। এক পর্যায়ে এই সেবা স্পন্সর-নির্ভর হয়ে পড়ে। জিপিএইচ ইস্পাত লিমিটেডের চুক্তির আওতায় ২০২৪ ও ’২৫ সালে এক কোটি ৪৪ লাখ টাকা অনুদান দেওয়ার কথা। এ অর্থ দিয়ে বাসের চালক-কর্মীদের বেতন ছাড়াও জ্বালানি খরচসহ রক্ষণাবেক্ষণ করা হয়। ২০২৪ সালের ৭২ লাখ টাকা পেলেও ২০২৫ সালের অনুদান পায়নি বিআরটিসি। এখন বিআরটিসি নিজস্ব অর্থায়নে বাস সচল রেখেছে। গত ছয় মাসে প্রতিষ্ঠানটি এ খাতে ৪২ লাখ টাকা ভর্তুকি দিয়েছে। এখন তাদের তহবিলে টান পড়েছে।
চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রইস উদ্দিন বলে, বাস বন্ধ হয়ে গেলে বাবা কিংবা মাকে স্কুলে আসতে হবে। এ সেবা বন্ধ না করার জন্য অনুরোধ করছি। মুরাদপুরে বসবাসরত কর্মজীবী মো. নাজিম উদ্দিন বলেন, আইপি ক্যামেরা এবং জিপিএস ট্র্যাকারের মাধ্যমে বাস সেবাটি চালুর পর সন্তানকে একা বিদ্যালয়ে পাঠিয়ে চিন্তামুক্ত ছিলাম।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের ৫ টাকা পরিশোধের বিষয়টি বাড়িয়ে কোনোভাবে তেল খরচ তোলা যায় কিনা, সেই আলোচনাও চলছে। এই সেবা বন্ধ হওয়ার আশঙ্কা নেই।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (৩১ অক্টোবর ২০২৫)
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি-টোয়েন্টি আজ। অস্ট্রেলিয়া-ভারত এবং পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টিও আজ।
২য় যুব ওয়ানডেবাংলাদেশ-আফগানিস্তান
সকাল ১০টা, টি স্পোর্টস
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
সন্ধ্যা ৬টা, টি স্পোর্টস ও নাগরিক
অস্ট্রেলিয়া-ভারত
বেলা ২-১৫ মি., স্টার স্পোর্টস ১ ও ২
প্যারিস মাস্টার্স
সন্ধ্যা ৭টা, সনি স্পোর্টস ৫
পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা
রাত ৯টা, এ স্পোর্টস ও টি স্পোর্টস
অগসবুর্গ-ডর্টমুন্ড
রাত ১-৩০ মি., সনি স্পোর্টস ২