রাজধানীর যাত্রাবাড়ীতে মশার কয়েল জ্বালানোর সময় জমে থাকা গ্যাসে আগুন লেগে শিশুসহ একই পরিবারের তিন সদস্য দগ্ধ হয়েছেন।

গতকাল বুধবার দিবাগত রাতে যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডের একটি ছয়তলা ভবনের নিচতলার বাসায় এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন রিপন মিয়া (৪০), তাঁর স্ত্রী ইতি বেগম (৩০) ও মেয়ে রাফিয়া (৪)।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান প্রথম আলোকে বলেন, দগ্ধ প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক। রিপনের শরীরের ৭০ শতাংশ, ইতির ৪৫ ও রাফিয়ার শতাংশ দগ্ধ হয়েছে।

রিপনের স্বজনেরা জানান, তাঁরা ধারণা করছেন, ঘরের ভেতরে কোনোভাবে গ্যাস জমে ছিল। মশার কয়েল জ্বালানোর সময় এ গ্যাসে আগুন ধরে যায়।

পাশের ফ্ল্যাটের তাসলিমা মনি প্রথম আলোকে বলেন, রিপন তাঁর পরিবার নিয়ে ষষ্ঠ তলা ভবনটির নিচতলায় ভাড়া থাকেন। তিনি জানতে পেরেছেন, গতকাল দিবাগত রাত সোয়া একটার দিকে রিপন মশার কয়েল জ্বালালে ঘরে আগুন ধরে যায়। তাঁরা টের পেয়ে ফ্ল্যাটটিতে গিয়ে আগুন নেভান। দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।

রিপনের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায়।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

থিম্পুতে ৪ দিনব্যাপী ‘এসপিবিএ ভুটান আর্টক্যাম্প-২০২৫’

ভুটানের রাজধানী থিম্পুর বাংলাদেশ দূতাবাসে ৪ দিনব্যাপী ‘এসপিবিএ ভুটান আর্টক্যাম্প-২০২৫’ শুরু হয়েছে। গত ৮ জুলাই সোসাইটি ফর প্রমোশন অব বাংলাদেশ আর্টের (এসপিবিএ) এই আর্টক্যাম্পটি চলবে আগামী ১২ জুলাই পর্যন্ত।

আর্ট ক্যাম্পে বাংলাদেশ থেকে একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান শিল্পী কনক চাঁপা চাকমাসহ যোগ দিয়েছেন দেশের সাতজন তরুণ শিল্পী। তারা হলেন- শিল্পী কানক চাঁপা চাকমা, আজমীর হোসেন, সহিদ কাজী, সৌরভ চৌধুরী, সুমন ওয়াহেদ, সৈকত হুসাইন, ফারজানা রহমান ববি ও রূপশ্রী হাজং।

এছাড়া ভুটানের ২ জন তরুণ শিল্পীও এসপিবিএ আর্টক্যাম্পে অংশ নিচ্ছেন। তারা হলেন উগেন সেরিং দয়া ও কিশোর দাহাল।

এরই মধ্যে ভুটানে বাংলাদেশ মিশনে নিযুক্ত রাষ্ট্রদূত জনাব শিবনাথ রায় আর্টক্যাম্প পরিদর্শন করেন। তিনি এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং শিল্পীদের সঙ্গে মত বিনিময়ও করেন। এই আর্টক্যাম্পের সার্বিক পরিচালনায় রয়েছেন দেশের খ্যাতিমান স্থপতি রফিক আজম। সংবাদ বিজ্ঞপ্তি

সম্পর্কিত নিবন্ধ