বিকাশ, টিকটক ও প্রথম আলো ডটকমের আয়োজনে ‘আনন্দ আয়োজনে ঈদ মোমেন্ট, সঙ্গে বিকাশ’ শীর্ষক ব্যতিক্রমী ক্যাম্পেইন গত ঈদুল ফিতর উপলক্ষে অনুষ্ঠিত হয়। এতে ঈদের নানা মুহূর্তের ভিডিও টিকটকে পোস্ট করেছিলেন অংশগ্রহণকারীরা। তাঁদের মধ্য থেকে মেগা বিজয়ী দুজনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। ঢাকার সোনালী আক্তার মীম ঢাকা–ব্যাংকক–ঢাকা কাপল এয়ার টিকিট এবং শেরপুরের রাজীব হাসান পেয়েছেন স্মার্টফোন।

আজ রোববার (২৫ মে) রাজধানীর কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক, বিকাশ লিমিটেডের ব্যবস্থাপক মোহাম্মদ আয়মান চৌধুরী, সহকারী ব্যবস্থাপক জিন্নাত সামিহা নাসরিন এবং টিকটক সাউথ এশিয়ার পাবলিশার ম্যানেজার শতক খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিকাশ লিমিটেডের উপমহাব্যবস্থাপক ওয়াসিফ খান, অফিসার তাওসিফ ইবতেশাম এবং প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান, ডিজিটাল মার্কেটিং লিড মেহবুব জাবেদ, উপব্যবস্থাপক ভক্ত সাগর উর্মি নিতু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর সিনিয়র কনটেন্ট ম্যানেজার খায়রুল বাবুই।

বিজয়ীদের অভিনন্দন জানিয়ে আনিসুল হক বলেন, ‘বিকাশ শুধু এ আয়োজনটিই নয়, দেশের মানুষের জীবন–মান উন্নয়নে নানা ধরনের কাজ করে যাচ্ছে। আর টিকটক একটি গ্লোবাল প্ল্যাটফর্ম। এমন একটি আয়োজনের সঙ্গে তাদের সম্পৃক্ততা অন্য মাত্রা যোগ করেছে। ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এ উদ্যোগের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ।’

ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানিয়ে বিকাশ লিমিটেডের ব্যবস্থাপক জিন্নাত সামিহা নাসরিন বলেন, ‘টিকটক ও প্রথম আলোর মতো স্বনামধন্য দুটি পার্টনারের সঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত। এ আয়োজনে আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে। যার প্রমাণ, ওই সময়টায় টিকটক অ্যাপে ঢুকলেই এ ক্যাম্পেইনের উপস্থিতি পাওয়া যেত, যা ভবিষ্যতে আমাদের এর ধারা অব্যাহত রাখার বার্তা দেয়।’

প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান বলেন, ‘বিকাশের সঙ্গে সব সময় প্রথম আলোর নানা ধরনের কাজ হয়। তবে এবারই প্রথম টিকটকও এর সঙ্গে যুক্ত হয়েছিল। ভবিষ্যতে এ আয়োজনটিকে আমরা আরও বড় পরিসরে নিতে চাই। বিকাশ ও টিকটককে ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য।’

ঢাকা–ব্যাংকক–ঢাকা কাপল এয়ার টিকিটজয়ী সোনালী আক্তার মীম বলেন, ‘এ আয়োজনের কথা টিকটকের মাধ্যমে জানতে পারি। তারপর আমি মোমেন্ট শেয়ার করি। প্রতিদিনের বিজয়ী হিসেবে দুই হাজার টাকাও পেয়েছি বিকাশে। পরে যখন মেগা বিজয়ী হওয়ার খবরটা পেলাম, খুবই আনন্দিত হয়েছি। আয়োজকদের ধন্যবাদ।’

স্মার্টফোন বিজয়ী রাজীব হাসান বলেন, ‘রমজানের সময় প্রথম আলোয় পোস্ট দেখে এই আয়োজনে অংশ নিয়েছিলাম। তারপর প্রতিদিনের বিজয়ী হই, আর আজ মেগা বিজয়ীর পুরস্কার নিতে এসেছি। প্রথমে তো আমি বিশ্বাসই করতে পারিনি। পুরস্কার হিসেবে স্মার্টফোন পেয়ে দারুণ লাগছে।’

ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা ঈদের প্রস্তুতি, কেনাকাটা, খাওয়াদাওয়া ও বেড়ানো—এ চারটি বিষয়ে আনন্দ-আয়োজনের এক মিনিটের ভিডিও পোস্ট করেছিলেন টিকটকে, যেগুলো ছিল বিকাশে পেমেন্টের মুহূর্তও। পোস্টকৃত কনটেন্টের সৃজনশীলতা, প্রাসঙ্গিকতা ও মানের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হয়। ২০ দিনের এ ক্যাম্পেইনে প্রতিদিন ৫ জন করে মোট ১০০ জন বিজয়ী পান বিকাশে ২ হাজার টাকা ক্যাশ–ইন আর মেগা বিজয়ী হন ২ জন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রথম আল র ক য ম প ইন প রস ক র ট কটক আনন দ

এছাড়াও পড়ুন:

প্রিমিয়ার সিমেন্ট মিলসের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির সঙ্গে ন্যাশনাল সিমেন্ট মিলস লিমিটেড ও প্রিমিয়ার পাওয়ার জেনারেশন লিমিটেডের একীভূতকরণ অনুমোদনের লক্ষ্যে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার চট্টগ্রামের আগ্রাবাদ অ্যাক্সেস রোডের সিটি হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা হায়দার।

সভায় প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির (হস্তান্তর গ্রহণকারী কোম্পানি) সঙ্গে প্রিমিয়ার পাওয়ার জেনারেশন লিমিটেড ও ন্যাশনাল সিমেন্ট মিলস লিমিটেডের (একত্রে হস্তান্তরকারী কোম্পানি) একত্রীকরণ বিষয়ে প্রস্তাবিত আমালগামেশন স্কিম সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

১৯৯৪ সালের কোম্পানি আইনের ধারা ২২৮ ও ২২৯ অনুসারে, হস্তান্তরকারী কোম্পানিগুলোর সমুদয় সম্পদ ও দায়সহ যাবতীয় কার্যক্রম হস্তান্তরিত হয়ে হস্তান্তর গ্রহণকারী কোম্পানির অধীন একীভূত হবে এবং প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি হবে বিদ্যমান ও কার্যকর প্রতিষ্ঠান।

প্রিমিয়ার সিমেন্ট মিলসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হক শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর এবং প্রস্তাবিত স্কিমের উদ্দেশ্য ও প্রভাব নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।

সভায় উপস্থিত ছিলেন প্রিমিয়ার সিমেন্ট মিলসের পরিচালক মো. আলমগীর কবির, মোহাম্মদ এরশাদুল হক; স্বতন্ত্র পরিচালক ফখরুল ইসলাম এবং এ কে এম দেলোয়ার হোসেন, চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. সেলিম রেজা ও কোম্পানির সেক্রেটারি কাজী মোহাম্মদ সফিকুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার দেশের সৎ উদ্যোক্তাদের পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার মাধ্যমে শিল্প খাতের উন্নয়নে অংশ নেওয়ার আহ্বান জানান।

উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান পরিচালক মো. আলমগীর কবির।

সম্পর্কিত নিবন্ধ

  • প্রিমিয়ার সিমেন্ট মিলসের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত