২২ বছর বয়সেই বলিউড ছাড়তে হয় এই সুপারহিট নায়িকাকে
Published: 28th, May 2025 GMT
ব্লকবাস্টার হিট দিয়ে হিন্দি সিনেমায় অভিষেক তাঁর। কিন্তু মাত্র ২২ বছর বয়সেই বিদায় জানান বলিউডকে। কে এই অভিনেত্রী? জেনে নেওয়া যাক হিন্দুস্তান টাইমস অবলম্বনে।
১৯৮১ সাল হিন্দি ছবির জন্য অন্যতম একটি দুর্দান্ত বছর ছিল। অমিতাভ বচ্চন সেই বছর ‘নসিব’, ‘কালিয়া’, ‘লাওয়ারিস’-এর মতো ছবি উপহার দেন। দিলীপ কুমার ‘ক্রান্তি’ ছবি নিয়ে আসেন। অন্যদিকে নতুন প্রজন্মের অভিনেতারাও দুটি হিট ছবি দেন, ‘রকি’ ও ‘লাভ স্টোরি’। ‘রকি’ ছবি নায়ক হিসেবে সঞ্জয় দত্তর প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখে। কিন্তু সেই বছর ‘রকি’–এর থেকেও বক্স অফিসে বেশি সাফল্য পেয়েছিল ‘লাভ স্টোরি’। এই ছবির দুই অভিনেতা-অভিনেত্রী রাতারাতি তারকা বনে যান।
রাহুল রাওয়াল পরিচালিত ‘লাভ স্টোরি’ ছবিটির হাত ধরে রাজেন্দ্র কুমারের ছেলে কুমার গৌরবের পাশাপাশি বলিউডে পা রাখেন বিজয়েতা পণ্ডিত। ছবিটি তো হিট করেই, ছবির গানগুলো দারুণ জনপ্রিয় হয়। সেই সময় বিজয়েতা পন্ডিত ও কুমার গৌরবকে বলিউডের সবচেয়ে প্রতিশ্রুতিশীল দুই তারকা বলে মনে করা হতো। আশির দশকের মাঝামাঝি শ্রীদেবী, মাধুরী দীক্ষিতদেরও ছাপিয়ে গিয়েছিলেন তিনি জনপ্রিয়তায়। কিন্তু এই সাফল্য তিনি খুব কম সময়ের জন্যই উপভোগ করতে পারেন।
‘লাভ স্টোরি’ ছবিতে কাজ করার সময়ই মন দেওয়া–নেওয়া হয় কুমার গৌরব ও বিজয়েতা পণ্ডিতের। ছবির সাফল্যের সঙ্গে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় তাঁদের সম্পর্কও। কিন্তু এই সম্পর্ক মেনে নিতে পারেননি কুমার গৌরবের বাবা। তিনি ছেলেকে বিজয়েতার সঙ্গে বিচ্ছেদ করে ক্যারিয়ারে মন দিতে বলেন।
‘লাভ স্টোরি’ সিনেমার দৃশ্য। আইএমডিবি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক ম র গ রব
এছাড়াও পড়ুন:
চীনা শিক্ষার্থীদের ভিসা ‘কঠোরভাবে’ বাতিলের ঘোষণা যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে বিদেশি শিক্ষার্থীদের ভিসা আপয়েন্টমেন্ট কার্যক্রম আপাতত স্থগিতের পর চীনা শিক্ষার্থীদের ভিসা ‘কঠোরভাবে’ বাতিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া চীন ও হংকং থেকে আসা শিক্ষার্থীদের ভিসা যাচাইয়ের প্রক্রিয়া আরও কঠোর করবে দেশটি।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সংবাদমাধ্যমটি বলছে, চীনা শিক্ষার্থীদের ভিসা কঠোরভাবে বাতিলের ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার এক বিবৃতিতে বলেছেন, এই পদক্ষেপে এমন শিক্ষার্থীরাও অন্তর্ভুক্ত হবেন যাদের চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) সঙ্গে যোগাযোগ রয়েছে কিংবা যারা “সংবেদনশীল বা গুরুত্বপূর্ণ বিষয়ে” পড়াশোনা করছেন।
তিনি আরও জানান, ভবিষ্যতে চীন ও হংকং থেকে আসা শিক্ষার্থীদের ভিসা যাচাইয়ের প্রক্রিয়া আরও কঠোর করা হবে।
বিবিসি বলছে, এই সিদ্ধান্তের পেছনে যুক্তরাষ্ট্র ও চীনের ক্রমবর্ধমান উত্তেজনার প্রভাব রয়েছে। ট্রাম্পের নেতৃত্বে বাণিজ্যযুদ্ধ, প্রযুক্তি খাত ও ভিসা নীতিতে নানা পাল্টা ব্যবস্থা নেওয়ার ফলে দুই দেশের সম্পর্ক বিগত কয়েক মাসে তলানিতে ঠেকেছে।
এর আগে গত সোমবার এক কূটনৈতিক বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিশ্বজুড়ে মার্কিন দূতাবাসগুলোকে নতুন শিক্ষার্থী ভিসার জন্য আপয়েন্টমেন্ট কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেন।