নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। এ দাবি বাস্তবায়িত না হলে আগামী শনিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে ডিএনসিসি নগর ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন গণঅধিকার পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান। তিনি বলেন, ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ ২০১৮ সাল পর্যন্ত নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় নেতা ছিলেন। শুধু নেতা বললে ভুল হবে, প্রথম সারির নেতা ছিলেন। হিযবুত তাহরীর করার কারণে একাধিকবার তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর আওয়ামী লীগের সঙ্গে যোগসাজশ করে কারাগার থেকে বের হন তিনি। এবং কারাগার থেকে বের হয়ে তিনি আওয়ামী লীগে যোগ দেন। ২০২৩ সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগের রাজনীতি করেছেন।

ফারুক হাসান বলেন, ‘আওয়ামী লীগের ধান্দাবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি প্রতিটি অপকর্মের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এজাজ। এরপর আন্দোলন-সংগ্রাম শুরুর পর খোলস পাল্টে এ সরকারের নব্যবিপ্লবী বনে যান। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে তলে তলে গোপন চুক্তি করে এই এজাজ ডিএনসিসির প্রশাসক হয়েছেন।’

৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে গণঅধিকার পরিষদের এ নেতা বলেন, ‘বৃহস্পতিবার পর্যন্ত এ সরকার তথা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদকে আল্টিমেটাম দিচ্ছি। এর মধ্যে এজাজকে অপসারণ করে গ্রেপ্তার করা না হলে আগামী শনিবার আমাদের কর্মসূচি হবে যমুনার সামনে।’

সমাবেশের আগে ঢাকা উত্তর সিটির নগর ভবনের সামনে প্রশাসক এজাজের অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। সমাবেশ শেষে নগর ভবনের সামনে বিক্ষোভ মিছিল হয়। গণঅধিকার পরিষদের কর্মসূচির পাশাপাশি তেজগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদেরও পৃথকভাবে নগর ভবনের সামনে ডিএনসিসি প্রশাসকের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ড এনস স ন র স মন ড এনস স সরক র আওয় ম

এছাড়াও পড়ুন:

তুর্কমেনিস্তানের জালে বাংলাদেশের গোল-বৃষ্টি

বাংলাদেশ নারী ফুটবল দল তুর্কমেনিস্তানের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে খেলতে নামলেও পারফরম্যান্সে ছিল না কোনো ছাড়। এক ম্যাচ হাতে রেখেই এশিয়া কাপ নিশ্চিত করা দলটি মিয়ানমারের থুউন্না স্টেডিয়ামে প্রথমার্ধেই তুলে নেয় ৭ গোল। ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল না পেলেও প্রথমার্ধের দাপটেই ৭-০ গোলের জয় তুলে নেয় শামসুন্নাহার জুনিয়র, ঋতুপর্ণা, তহুরারা।

ম্যাচের শুরু থেকেই গতি ও আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশ। মাত্র ৩ মিনিটেই স্বপ্নার গোলে এগিয়ে যায় লাল-সবুজ শিবির। এরপর গোল উৎসব শুরু হয় একের পর এক। এরপর শামসুন্নাহার গোল করেন ৬ মিনিটে। শামসুন্নাহার তার দ্বিতীয় গোলটি করেন ১৩ মিনিটে। ম্যাচের ১৬ মিনিটে বাংলাদেশ ব্যবধান বাড়ায় মনিকার গোলে।

প্রথমার্ধে একপ্রকার বিধ্বস্তই হয়েছিল তুর্কমেনিস্তান। এক পর্যায়ে গোলরক্ষক বল ধরতে গিয়েও ফসকে ফেলেন। এতে আরেকটি গোল হজম করে তারা। ঋতুপর্ণার শটে ১৭ মিনিটে যা ছিল দলের পঞ্চম গোল। ২০ মিনিটে তহুরার গোলে স্কোর হয় ৬-০।  ৪০ মিনিটে তার ঋতুপর্ণার গোলেই স্কোর দাঁড়ায় ৭-০।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য অনেক চেষ্টা করলেও কাজ হয়নি। বারবার আক্রমণ করেও লক্ষ্যভেদ করতে পারেনি বাংলাদেশ। কিছু সুযোগ হাতছাড়াও হয়। তবে প্রথমার্ধে গড়া বড় লিডের ওপর ভর করেই জয় নিয়ে মাঠ ছাড়ে পিটার বাটলারের শিষ্যরা।

সম্পর্কিত নিবন্ধ

  • ইনজুরিতে শান্ত, রাখা হয়েছে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে
  • নাটকীয় জয়ে সেমিফাইনালে রিয়াল, সেমিতে পেল পিএসজিকে
  • বিএনপিকে আনুপাতিক উচ্চকক্ষে রাজি করাতে পিআর পদ্ধতির চাপ
  • রেকর্ড গড়ে মিরাজকে কৃতজ্ঞতা জানালেন তানভীর
  • রোমাঞ্চকর জয়ে সিরিজে সমতা টানল বাংলাদেশ
  • তানভীরের চতুর্থ শিকার ভেল্লালাগে
  • আসালাঙ্কাকে ফিরিয়ে স্বস্তি এনে দিলেন শামীম
  • তুর্কমেনিস্তানের জালে বাংলাদেশের গোল-বৃষ্টি
  • জিএম কাদেরকে গ্রেপ্তারসহ জাপার কার্যক্রম নিষিদ্ধের দাবি রাশেদ খাঁনের
  • নুরু-রাশেদের বিরুদ্ধে মামলা নিতে আদালতের নির্দেশ