ফেনীর দাগনভুঞায় ট্রাকের ধাক্কায় আবু সুফিয়ান (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে উপজেলার সিলোনীয়া ব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফজরের নামাজ পড়ে সিলোনীয়া ব্রিজের দিকে হাঁটতে যান আবু সুফিয়ান। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। ময়নাতদন্ত শেষে বাদ জোহর উপজেলার আলমপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিহতের ভাই কৃষাণ মোশাররফ জানান, আবু সুফিয়ান সিলোনীয়া বাজারের একজন ব্যবসায়ী। পরিবারে তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ। তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন দ গনভ ঞ ন হত

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ