Samakal:
2025-12-05@15:15:49 GMT

সংবিধান সংশোধনে লাগবে গণভোট 

Published: 15th, January 2025 GMT

সংবিধান সংশোধনে লাগবে গণভোট 

সংখ্যাগরিষ্ঠতার জোরে কাটছাঁট রোধে সংবিধান সংশোধনে গণভোট বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছে। বুধবার সংবিধান সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে যে প্রতিবেদন দিয়েছে তাতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব করে বলা হয়েছে, ‘সংবিধানের যেকোনো সংশোধনীর প্রস্তাব উভয় কক্ষের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় পাস হলে তা গণভোটের জন্য উপস্থাপন করা হবে। গণভোটে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় তথা ৫০ শতাংশের বেশি ভোট পেলে সংশোধনী প্রস্তাব পাস হবে।’ 

অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বাধীন কমিশন সুপারিশ করেছে, আইনসভার নিম্নকক্ষের নাম হবে জাতীয় সংসদ এবং উচ্চকক্ষ হবে সিনেট। জাতীয় সংসদের আসন হবে ৪০০। এর মধ্যে ১০০ জন নারীদের জন্য সংরক্ষিত আসন থেকে নির্বাচিত হবেন। বাকি ৩০০ জন বিদ্যমান পদ্ধতিতে নির্বাচিত হবেন। তবে রাজনৈতিক দলগুলোর ১০ শতাংশ প্রার্থী হতে হবে তরুণ। নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ট দলই সরকার গঠন করবে। সরকার গঠনের উচ্চকক্ষের সদস্য সংখ্যা প্রভাব ফেলবে না।

রাজনৈতিক দল প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষে ১০০ জন নির্বাচিত হবেন। পাঁচজন মনোনীত হবেন রাষ্ট্রপতির মাধ্যমে। উভয় কক্ষের মেয়াদ হবে চার বছর। 

সুপারিশে আরও বলা হয়েছে, একজন ব্যক্তি জীবনে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। প্রধানমন্ত্রী রাজনৈতিক দলের প্রধান এবং সংসদ নেতা হতে পারবেন না। উভয় কক্ষে ডেপুটি স্পিকারের একটি পদ বিরোধী দল পাবে। নির্বাচনে প্রার্থিতার বয়স ২৫ থেকে কমিয়ে ২১ বছর নির্ধারণের সুপারিশ করেছে কমিশন।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ২৫ নং ওয়ার্ড বিএনপি দোয়া 

বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন বন্দরের ২৫ নং ওয়ার্ড বিএনপি  উদ্যাগে দোয়া ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বন্দর থানার চৌরাপাড়াস্থ সোমবাড়িয়া বাজার এলাকায়  দোয়া পূর্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল বলেন, গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমার নেত্রী বেগম খালেদা জিয়া সারা জীবন কাজ করে গেছে।

তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। এ জন্য তাকে আপোষহীন নেত্রী বলা হয়।  আপনারা আমাদের গনতন্ত্রের   মা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।

বন্দর থানার ২৫ নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি মোঃ নেছার উদ্দিনের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খান সেন্টু।

২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা আল হাসানের সঞ্চলনায় দোয়া ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাবেক সহ সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা এডঃ বিল্লাল হোসেন, ২৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা এনায়েত হোসেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা এডঃ আনিছ, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের  নেতা ফারুক চৌধুরী, মোস্তাকুর রহমান, সদর থানা বিএনপি নেতা রাশেদ আহাম্মেদ টিটু, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা শহীদ মেম্বারসহ ২৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মিলাদ দোয়া পরিচালনা করেন চৌরাপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা জলিল। 
 

সম্পর্কিত নিবন্ধ