সংখ্যাগরিষ্ঠতার জোরে কাটছাঁট রোধে সংবিধান সংশোধনে গণভোট বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছে। বুধবার সংবিধান সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে যে প্রতিবেদন দিয়েছে তাতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব করে বলা হয়েছে, ‘সংবিধানের যেকোনো সংশোধনীর প্রস্তাব উভয় কক্ষের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় পাস হলে তা গণভোটের জন্য উপস্থাপন করা হবে। গণভোটে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় তথা ৫০ শতাংশের বেশি ভোট পেলে সংশোধনী প্রস্তাব পাস হবে।’
অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বাধীন কমিশন সুপারিশ করেছে, আইনসভার নিম্নকক্ষের নাম হবে জাতীয় সংসদ এবং উচ্চকক্ষ হবে সিনেট। জাতীয় সংসদের আসন হবে ৪০০। এর মধ্যে ১০০ জন নারীদের জন্য সংরক্ষিত আসন থেকে নির্বাচিত হবেন। বাকি ৩০০ জন বিদ্যমান পদ্ধতিতে নির্বাচিত হবেন। তবে রাজনৈতিক দলগুলোর ১০ শতাংশ প্রার্থী হতে হবে তরুণ। নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ট দলই সরকার গঠন করবে। সরকার গঠনের উচ্চকক্ষের সদস্য সংখ্যা প্রভাব ফেলবে না।
রাজনৈতিক দল প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষে ১০০ জন নির্বাচিত হবেন। পাঁচজন মনোনীত হবেন রাষ্ট্রপতির মাধ্যমে। উভয় কক্ষের মেয়াদ হবে চার বছর।
সুপারিশে আরও বলা হয়েছে, একজন ব্যক্তি জীবনে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। প্রধানমন্ত্রী রাজনৈতিক দলের প্রধান এবং সংসদ নেতা হতে পারবেন না। উভয় কক্ষে ডেপুটি স্পিকারের একটি পদ বিরোধী দল পাবে। নির্বাচনে প্রার্থিতার বয়স ২৫ থেকে কমিয়ে ২১ বছর নির্ধারণের সুপারিশ করেছে কমিশন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (২২ নভেম্বর ২০২৫)
৩য় ওয়ানডে
নিউজিল্যান্ড–ওয়েস্ট ইন্ডিজ
সকাল ৭টা, টি স্পোর্টস
অ্যাশেজ: পার্থ টেস্ট-২য় দিনঅস্ট্রেলিয়া-ইংল্যান্ড
সকাল ৮টা ২০ মি., স্টার স্পোর্টস ১
মিরপুর টেস্ট-৪র্থ দিনবাংলাদেশ-আয়ারল্যান্ড
সকাল ৯টা ৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
আবুধাবি টি-টেনস্ট্যালিয়নস-রাইডার্স
বিকেল ৫টা ৩০ মি., টি স্পোর্টস, স্টার স্পোর্টস ১
ত্রিদেশীয় টি–টোয়েন্টিপাকিস্তান–শ্রীলঙ্কা
সন্ধ্যা ৭টা, টি স্পোর্টস
ইংলিশ প্রিমিয়ার লিগবার্নলি–চেলসি
সন্ধ্যা ৬টা ৩০ মি., স্টার স্পোর্টস ৩
লিভারপুল–নটিংহাম
রাত ৯টা, স্টার স্পোর্টস ৩
লিভারপুল–নটিংহাম
১১টা ৩০ মি., স্টার স্পোর্টস ৩
লা লিগাবার্সেলোনা–বিলবাও
৯টা ১৫ মি., বিগিনঅ্যাপ