পুকুরে ডুবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী হুসাইন মোহাম্মদ আশিকের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। এর প্রতিবাদে তাঁরা আজ মঙ্গলবার সন্ধ্যায় কুয়াকাটা-ঢাকা মহাসড়‌কের পায়রা সেতুর টোল প্লাজা অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ করেছেন।

অন্তত পাঁচ শতাধিক শিক্ষার্থীর প্রায় দুই ঘণ্টাব‌্যাপী এ বি‌ক্ষোভে সেতুর দুই প্রা‌ন্তে দীর্ঘ যানজ‌টের সৃ‌ষ্টি হয়। দেখা দেয় ভোগান্তি।

প্রসঙ্গত, গতকাল সোমবার বেলা তিনটার দিকে পবিপ্রবি–সংলগ্ন জনতা কলেজের পুকুরে আশিক তাঁর কয়েকজন বন্ধুসহ গোসল করতে যান। এ সময় তিনি পানিতে ডুবে যান। আশিককে উদ্ধার করে প্রথমে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠানো হয়। ওই দিন সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আজ বিক্ষোভ চলাকালে মৃত আশিকের বন্ধু সাকিব ও রুম্মন বলেন, পটুয়াখালী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নেওয়ার ৪৫ মিনিট পর একজন চিকিৎসক আশিক‌কে দেখতে আসেন। দ্রুত চি‌কিৎসা না দেওয়ার কার‌ণে তাঁর মৃত্যু হয়েছে। এ ছাড়া মে‌ডি‌সিন ওয়া‌র্ডের কর্তব‌্যরত নার্স রোগীর অসুস্থ‌তা নি‌য়ে উদা‌সীন ছি‌লেন। দ্রুত সম‌য়ের মধ‌্যে দা‌য়িত্বরত চিকিৎসক ও নার্স‌দের বিরু‌দ্ধে যথাযথা ব‌্যবস্থা না নি‌লে ক‌ঠোর কর্মসূচি দেওয়া হবে।

আশি‌কের মৃত্যুর পর প‌বিপ্রবির শিক্ষার্থীরা হাসপাতালে ক‌য়েক দফা বি‌ক্ষোভ ক‌রেন। এ সময় উত্তেজনা দেখা দি‌লে সেখানে সেনাবা‌হিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়। প‌রে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এ ঘটনায় এক‌টি তদন্ত ক‌মি‌টি ক‌রেন।

শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করেছেন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামীম আল আজাদ। তাঁর দাবি, সোমবার বিকেলে ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্সের ফোন কল পেয়ে তিনি দ্রুত ছুটে আসেন। দীর্ঘক্ষণ পানিতে তলিয়ে থাকার কারণে অক্সিজেনের অভাবে আশিক মৃত্যু হয়েছে। চিকিৎসায় কোনো গাফিলতি হয়নি।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

লোহিত সাগরে জাহাজে হামলা

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিম উপকূল লাগোয়া লোহিত সাগরে বাণিজ্যিক এক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। 

ব্রিটেনের সমুদ্র নিরাপত্তাবিষয়ক সংস্থা মেরিটাইম ট্রেড অপারেশন এজেন্সির (ইউকেএমটিও) বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়, রোববার লোহিত সাগরে ওই জাহাজ লক্ষ্য করে অন্তত আটটি ছোট নৌকা থেকে গুলি এবং রকেটচালিত গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।

সংস্থাটি বলেছে, এই ঘটনায় জাহাজে থাকা সশস্ত্র নিরাপত্তাকর্মীরা পাল্টা গুলি চালিয়েছেন। তবে এই হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।

ব্রিটেনের সমুদ্র নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউকেএমটিওও অ্যামব্রে বলেছে, ইয়েমেনের হোদাইদা বন্দর থেকে ৫১ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে রোববারের এই হামলার ঘটনা ঘটেছে। তবে ব্রিটিশ এই দুই সংস্থা আক্রান্ত জাহাজের নাম প্রকাশ করেনি।

চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ের পর থেকে ওই অঞ্চলে এটিই এ ধরনের প্রথম হামলার ঘটনা।

সম্পর্কিত নিবন্ধ