সেবা খাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৫) গঠন করা হয়েছে।

এতে সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার আবির হাকিম এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২ মে) রাজধানীর কারওয়ান বাজারের একটি হোটেলে বার্ষিক সাধারণ সভায় সদস্যদের ভোটগ্রহণ শেষে এ কমিটি ঘোষণা করা হয়।

আরো পড়ুন:

সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ

আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোজাফফর, সম্পাদক নিপু

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচন পরিচালনা করেন এবং বিজয়ীদের নাম ঘোষণা করেন।

নতুন কমিটিতে সহ-সভাপতি পদে জাগো নিউজের সিনিয়র রিপোর্টার মুসা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার নিলয় মামুন, অর্থ সম্পাদক পদে দৈনিক মানবজমিনের সিনিয়র রিপোর্টার শুভ্র দেব, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার একলাছ হক এবং দফতর ও প্রচার-প্রকাশনা সম্পাদক হিসেবে দৈনিক আমার দেশের স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক সংগ্রামের সিনিয়র রিপোর্টার তোফাজ্জল হোসেন কামাল, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের সিনিয়র রিপোর্টার হাসিফ মাহমুদ শাহ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র রিপোর্টার ওবায়দুর মাসুম এবং দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার শাহজাহান মোল্লা।

সাধারণ সভায় সভাপতিত্ব করেন ডুরার বিদায়ী সভাপতি ওবায়দুর মাসুম এবং সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লা।

এ সময় উপস্থিত অতিথি এবং সদস্যরা ডুরার ম্যাগাজিন ‌‘এই ঢাকা' এর মোড়ক উন্মোচন করেন।

প্রধান নির্বাচন কমিশনার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ‌“এ কমিটির প্রত্যেক সদস্য দেশের প্রথমসারির গণমাধ্যমের প্রতিনিধিত্ব করেন। আমি আশা করি আগামী এক বছর ডুরার সদস্যরা এ সংগঠনটিকে অনেক অগ্রসর করবেন। একই সঙ্গে সংবাদ এবং সাংবাদিকদের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবেন।”

ঢাকা/আসাদ/সাইফ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সদস য

এছাড়াও পড়ুন:

২৪ ঘণ্টায় আওয়ামী লীগের আরো ১১ নেতাকর্মী গ্রেপ্তার

গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরো ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে গত দুই দিনে মোট ২২ জনকে গ্রেপ্তারের তথ্য জানালো হলো।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এক খুদে বার্তায় জানায়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ১১ জনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এসব মামলায় তাদের আদালতে পাঠানো হবে।

এর আগে গতকাল সোমবারও ডিবি পুলিশ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের ১১ জনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছিল।

পুলিশ বলছে, ঐতিহাসিক ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসকে ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে সারা দেশে বিশেষ অভিযান অব্যাহত আছে। এদিন যেন কোথাও কোনো নাশকতার ঘটনা না ঘটে সেজন্য সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

ঢাকা/এমআর/ইভা 

সম্পর্কিত নিবন্ধ