ফাস্ট বোলার তাসকিন আহমেদের গোড়ালিতে এখনই অস্ত্রোপচার করাতে হবে না। পরিচর্যা (রিহ্যাব) করেই খেলা চালিয়ে যেতে পারবেন তিনি। গতকাল ইংল্যান্ড থেকে ফোনে তাসকিন জানান, লন্ডনের দু’জন গোড়ালি বিশেষজ্ঞ চোট পরিচর্চা করে খেলার পরামর্শ দিয়েছেন। 

জাতীয় দলের এ ফাস্ট বোলারের বাঁ-পায়ের গোড়ালির হাড় বৃদ্ধি পাওয়ায় টানা খেলতে সমস্যা হচ্ছে। ‘ওয়ার্ক লোড ম্যানেজ’ করে খেলছেন তিনি। বিসিবির চিকিৎসকরাও সেভাবে রুটিন ঠিক করে দিচ্ছেন ৩০ বছর বয়সী ফাস্ট বোলারকে। 

সীমিত ওভারের ক্রিকেটে বেশি সুযোগ দিতে বিসিবি মেডিকেল বিভাগের পরামর্শে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে রাখা হয়নি তাঁকে। হাড় বৃদ্ধির কারণে ব্যথা হওয়ার কারণ অনুসন্ধান এবং করণীয় ঠিক করতে ইংল্যান্ডে গোড়ালি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হয়।     

চোট পরিচর্যার অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৭ ও ১৯ মে দুই টি-২০ সিরিজে এবং ২৫ মে থেকে শুরু হওয়া পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে বিশ্রামে থাকতে পারেন তাসকিন আহমেদ। 
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

‘পোপের’ বেশে নিজের ছবি প্রকাশ করলেন ট্রাম্প

ছবি: হোয়াইট হাউসের এক্স অ্যাকাউন্ট থেকে নেওয়া।

সম্পর্কিত নিবন্ধ