তেলের দাম কমলেও সৌদি আরব এতটা নির্ভার কীভাবে
Published: 5th, May 2025 GMT
তেলের দাম পড়ে গেছে। সৌদি আরবের উচ্চাকাঙ্ক্ষী বড় প্রকল্পগুলোতেও বিদেশি বিনিয়োগকারীরা তেমন একটা আগ্রহ দেখাচ্ছে না। এরপরও রাজতান্ত্রিক এ দেশে যেন একটুও চিন্তার ছাপ নেই।
রয়টার্সের একটি প্রতিবেদনে অনুসারে, সৌদি আরব তেলশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট মহলগুলোকে বলেছে যে দাম কম হলেও এর সঙ্গে দিব্যি মানিয়ে নিতে পারবে তারা।
বিশেষজ্ঞদের মতে, একদিক থেকে এটা সত্যও। কারণ, সৌদি আরব এ মুহূর্তে এমন এক অবস্থানে আছে, যা অনেক দেশের কাছে ঈর্ষণীয়। বাস্তবতা হলো, উপসাগরীয় দেশটি তাদের আয়ের চেয়ে অনেক বেশি অর্থ খরচ করতে পারে।
সৌদি আরব চাইছে, তাদের অর্থনীতি যেন এককভাবে জ্বালানি আয়ের ওপর নির্ভরশীল না থাকে। ‘নিওম’-এর মতো বিশাল প্রকল্পগুলো আসলে তাদের সেই চিন্তাভাবনারই বাস্তব রূপ। তবে বাস্তবতা হলো, এখন পর্যন্ত সৌদি আরবের রাজস্বের প্রায় ৬১ শতাংশ আসে তেল বিক্রি থেকে।
সৌদি আরব হলো বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের একটি, যাদের রাজস্ব জ্বালানির দামের সঙ্গে এতটা সরাসরি সম্পৃক্ত। অন্য উপসাগরীয় রাষ্ট্রগুলোও তা–ই। এ কারণেই অর্থনীতিবিদ ও বিশ্লেষকেরা যখন সৌদি আরবের আর্থিক পরিস্থিতি নিয়ে লেখেন বা বিশ্লেষণ করেন, তখন প্রায়ই একটি শব্দ ব্যবহার করেন—‘ব্রেক-ইভেন অয়েল পয়েন্ট’। এর মানে হলো, তেলের দামের এমন একটি স্তর নির্ধারণ করা, যেখানে থাকলে সৌদি আরবের বাজেট ঘাটতিও হয় না, আবার উদ্বৃত্তও থাকে না।
অক্সফোর্ড অ্যানালিটিকার তথ্য বলছে, ২০২৫ সালে সৌদি আরবের বাজেটে ভারসাম্য রাখতে হলে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যেতে হবে।
তবে কোনো কোনো বিশেষজ্ঞ এর সঙ্গে দ্বিমত পোষণ করেন।
জ্বালানিবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান ট্রান্সভার্সাল কনসালটিংয়ের প্রতিষ্ঠাতা এবং ‘সৌদি ইনক’ বইয়ের লেখক এলেন ওয়াল্ড মিডল ইস্ট আইকে বলেন, ‘সৌদি আরবের বাজেটে ভারসাম্য রাখার দরকার নেই। তেলের দাম প্রতি ব্যারেলে কত ডলার হলে বাজেটে ভারসাম্য বজায় থাকবে, তা সৌদি আরবের নির্ধারণ করা প্রয়োজন বলে যে ধারণার কথা বলা হচ্ছে, সেই হিসাব দিয়ে তেলের দাম নিয়ে সৌদির নতুন দৃষ্টিভঙ্গি বোঝা যাবে না।’
বাজেট ঘাটতি মেনে নিয়েই এগোচ্ছে সৌদি আরব। দেশটির ২০২৫ সালের বাজেটে ২ হাজার ৭০০ কোটি ডলার বা জিডিপির ২ দশমিক ৩ শতাংশ ঘাটতির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আরব গালফ স্টেটস ইনস্টিটিউট গত এপ্রিল মাসে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, যদি ২০২৫ সালে তেলের গড় দাম ব্যারেলপ্রতি ৬৫ ডলার হয়, তবে সৌদি আরবের বাজেট ঘাটতি বেড়ে ৫৬ বিলিয়ন ডলার বা জিডিপির ৫ দশমিক ২ শতাংশে পৌঁছাতে পারে।
বিশ্লেষকেরা বলছেন, এই ঘাটতির আভাস সত্ত্বেও আপাতত স্বস্তিতে আছে সৌদি আরব।
বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরির আশঙ্কায় তেলের দাম পড়তে শুরু করেছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতির কারণে বৈশ্বিক অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এ ছাড়া ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তি হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ার কারণেও বিনিয়োগকারীদের দুশ্চিন্তা বেড়েছে। কারণ, চুক্তি হলে ইরানি তেলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উঠে যাবে। তখনো তেলের দামের ওপর প্রভাব পড়বে।
বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরির আশঙ্কায় তেলের দাম পড়তে শুরু করেছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতির কারণে বৈশ্বিক অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।বড় ধরনের বাজেট ঘাটতি একটি দেশের আর্থিক স্থিতিশীলতার ওপর চাপ তৈরি করতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, ডোনাল্ড ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচারে যুক্তরাষ্ট্রের ৬ দশমিক ৫ শতাংশ বাজেট ঘাটতি কমিয়ে ৩ শতাংশে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে গত কয়েক মাসে কয়েকজন বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি নিয়ে বড় ধরনের সতর্কবার্তা দিয়েছেন।
অবশ্য যুক্তরাষ্ট্র বিশ্বে এক অনন্য অবস্থানে আছে। কারণ, ডলার বৈশ্বিক রিজার্ভ মুদ্রা। বিশ্লেষকদের মতে, এ অবস্থানই যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় শিবিরের প্রেসিডেন্টদের অতিরিক্ত খরচের ক্ষেত্রে একটি নিরাপদ পথ তৈরি করে দিয়েছে।
সৌদি আরব তো আর যুক্তরাষ্ট্র নয়। তবে বাজেট ঘাটতি সত্ত্বেও নিজেদের চালানোর মতো অবস্থা দেশটির আছে।
চলতি মাসে এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস সৌদি আরবের ক্রেডিট রেটিং ‘এ প্লাসে’ উন্নীত করেছে। এ রেটিং দেশটিকে চীন ও জাপানের সমপর্যায়ে নিয়ে গেছে। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৩ হাজার কোটি ডলারের বেশি, যা যেকোনো বৈশ্বিক সংকটে প্রতিরোধ গড়ার জন্য যথেষ্ট শক্তিশালী। সৌদি আরবের ঋণের পরিমাণ জিডিপির ৩০ শতাংশ, যা অন্য উদীয়মান অর্থনীতির তুলনায় অনেকটা কম।
স্বল্পমেয়াদি অর্থের চাহিদা মেটাতে ঋণ করছে সৌদি আরব। ২০২৪ সালে আন্তর্জাতিক ঋণ ইস্যুর দিক থেকে চীনকে পেছনে ফেলেছে দেশটি। বিশ্লেষকদের মতে, এই প্রবণতা ২০২৫ সালেও অব্যাহত থাকবে।
উপসাগরীয় দেশগুলোতে বিনিয়োগের জন্য এশিয়ার দেশগুলোর মধ্যে ব্যাপক আগ্রহ দেখতে পাচ্ছি আমরা। এশীয় বিনিয়োগকারীদের কাছে মার্কিন ঋণ বিক্রি করার মধ্য দিয়ে সৌদি আরব লাভবান হবে।টিমোথি অ্যাশ, উদীয়মান বাজারবিষয়ক বিশেষজ্ঞআরব গালফ স্টেটস ইনস্টিটিউটের ভিজিটিং স্কলার টিম ক্যালেন বলেন, সৌদি আরব এ বছর এখন পর্যন্ত ডলার ও ইউরোতে ১৪ বিলিয়ন ডলার সমমূল্যেরও বেশি ঋণ ইস্যু করেছে। বছর শেষ হওয়ার আগেই ঋণের পরিমাণ দ্বিগুণ হয়ে যেতে পারে।
ক্যালেন গত মাসে লিখেছিলেন ‘সৌদি আরব এখনো শক্তিশালী আর্থিক অবস্থানে থাকায় বড় বাজেট ঘাটতি মোকাবিলার ক্ষেত্রে অর্থায়নের কোনো সমস্যা হবে না। তবে তেলের দাম কম হলে, ঋণদাতারা হয়তো চলতি বছরের শুরুর দিকের তুলনায় বেশি হারে সুদ নেবে।’
সৌদি আরবে বিনিয়োগে আগ্রহী হতে পারে এশীয় দেশগুলো
সৌদি আরবের খরচের পরিমাণ অনেক। সেই খরচের কেন্দ্রবিন্দুতে আছে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড। এর মধ্য দিয়ে রাজতান্ত্রিক দেশটিতে অর্থনৈতিক রূপান্তর ঘটছে। চলতি বছর প্রায় ৫০০ কোটি ডলার ঋণ তুলেছে সৌদি আরব।
সৌদি বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আরব র ব জ ট র আশঙ ক য় ২০২৫ স ল অবস থ ন র ওপর আরব এ
এছাড়াও পড়ুন:
নাইরোবিতে উইকিপিডিয়ার সম্মেলনে যাচ্ছেন ৫ বাংলাদেশি তরুণ
এ বছর উকিপিডিয়ানদের নিয়ে কেনিয়ার রাজধানী নাইরোবিতে উইকিম্যানিয়া ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে। উইকিমিডিয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে ও পূর্ণ স্কলারশিপে এ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন পাঁচ বাংলাদেশি উইকিপিডিয়ান।
প্রতি বছর বিশ্বজুড়ে নির্বাচিত উইকিমিডিয়ানদের নিয়ে নিজস্ব খরচে এ সম্মেলনের আয়োজন করে উইকিমিডিয়া ফাউন্ডেশন।
আগামী ৬ থেকে ৯ আগস্ট কেনিয়ার নাইরোবিতে বার্ষিক সম্মেলন ও উইকিম্যানিয়ার ২০তম বার্ষিকী অনুষ্ঠিত হবে। একইসঙ্গে একটি ভার্চুয়াল সংস্করণও থাকবে। এ সম্মেলনে যোগ দিতে পাঁচ বাংলাদেশি উইকিপিডিয়ান ইতোমধ্যে কেনিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছেন।
পাঁচ বাংলাদেশি উইকিপিডিয়ান হলেন, বগুড়ার মাসুম আল হাসান রকি, ময়মনসিংহের দোলন প্রভা, বরগুনার মুহাম্মদ ইয়াহিয়া, চাঁদপুরের দেলোয়ার হোসাইন ও আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি মো. জিল্লুর রহমান।
গত বছর অন্তত ১৪০ দেশের ২ হাজারের বেশি উইকিমিডিয়ান অংশ নিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, এবার সেই সংখ্যা আরো বাড়বে। সম্মেলনের কনফারেন্স টিম উইকিপিডিয়ার নতুন প্রযুক্তি, ফিচার এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরছে। অংশগ্রহণকারীরাও মতামত দিচ্ছেন সরাসরি।
এবারের সম্মেলনে বাংলাভাষী উইকিমিডিয়ানদের উদ্যোগ বিশেষ গুরুত্ব পাচ্ছে। তুলে ধরা হচ্ছে ‘বাংলা উইকিমৈত্রী’ ও ‘উইকি ভালোবাসে রমজান’ প্রকল্পের সাফল্য ও ভবিষ্যত পরিকল্পনা। এসব প্রকল্পে সম্মিলিতভাবে বাংলা উইকিপিডিয়াকে আরো তথ্যসমৃদ্ধ করা হয়েছে, তুলে ধরা হয়েছে রমজান মাসের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য। ভবিষ্যতে আরো বেশি মানুষকে সম্পৃক্ত করে, এই উদ্যোগগুলোকে আরও বিস্তৃত ও অন্তর্ভুক্তিমূলক করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া আঞ্চলিক সম্প্রদায় উইকিমিডিয়া বাংলাদেশের আঞ্চলিক কার্যক্রমের তথ্যচিত্রও উপস্থাপনের কথা রয়েছে।
উইকিপিডিয়া বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত বিশ্বকোষ, যেখানে ৩ শতাধিক ভাষায় সাড়ে ৬ কোটিরও বেশি নিবন্ধ। আর এই বিশাল ভাণ্ডার গড়ে তুলেছেন লাখো স্বেচ্ছাসেবী। বাংলাদেশের উইকিপিডিয়ানরাও দেশের সংস্কৃতি, ইতিহাস আর ঐতিহ্য তুলে ধরছেন বিশ্ব দরবারে। এতে দেশের সম্মান যেমন বাড়ছে, তেমনি তরুণ প্রজন্মের আগ্রহও বাড়ছে।
এবার উইকিম্যানিয়া ২০২৫-এ বৈচিত্র্য, নারীর অংশগ্রহণ ও ভাষাভিত্তিক অবদানকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন শুরু করেছে ‘নোলেজ ইজ হিউম্যান, নোলেজ ইজ হার’ শীর্ষক ক্যাম্পেইন, যেখানে বিশ্বজুড়ে নারীর অবদান তুলে ধরা হচ্ছে। বিশেষভাবে গুরুত্ব পাচ্ছেন উন্নয়নশীল দেশের নারী উইকিপিডিয়ানরা। শুধু সম্পাদক নয়, ইভেন্ট, ওয়ার্কশপ বা ক্যাম্পেইনের মাধ্যমে অবদান রাখা সবাই এবার স্বীকৃতি পাচ্ছেন।
নাইরোবিতে উইকিম্যানিয়া ২০২৫-এর মূল প্রতিপাদ্য ‘বৈচিত্র্য, অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়ন’। এখানে বাংলাদেশের প্রতিনিধিরা দেশের ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও নারীবিষয়ক তথ্যের ঘাটতি পূরণে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করবেন।
আরেকটি তথ্য হলো উইকিপিডিয়া এখন শুধু তথ্যভাণ্ডার নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের প্রধান তথ্যসূত্রও। তাই সবার সহযোগিতায় উইকিপিডিয়াকে আরও নির্ভরযোগ্য ও বৈচিত্র্যময় করতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এ বিষয়ে উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি ও একুশে পদকপ্রাপ্ত প্রযুক্তিবিদ শাবাব মুস্তাফা জানান, উইকিম্যানিয়া হচ্ছে উইকিপিডিয়ান ও উইকিমিডিয়ানদের নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় একটি সম্মেলন। এতে বিশ্বের নানা প্রান্ত থেকে উইকিপিডিয়ানরা বিশ্বকোষে তাদের অবদান বিষয়ে নানা অভিজ্ঞতা ও আইডিয়া বিনিময় করেন।
তিনি জানান, প্রায় প্রতি বছরই এ সম্মেলনে বাংলাদেশ থেকে উইকিপিডিয়ানরা অংশ নিয়ে থাকেন। আমরা আশা করছি বাংলাদেশি উইকিপিডিয়ানরা সেখান থেকে হৃদ্য হয়ে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধিতে ভূমিকা রাখবেন।
ঢাকা/মেহেদী