আজ ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক
Published: 5th, May 2025 GMT
ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা মোকাবিলায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ সোমবার রুদ্ধদ্বার আলোচনা করতে চলেছে। গ্রিক প্রেসিডেন্সি কর্তৃক আজ বিকেলে নির্ধারিত এই বৈঠকটি ইসলামাবাদের অনুরোধে ডাকা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর রবিবার জানায়, তারা পহেলগাম হামলার পরিপ্রেক্ষিতে আঞ্চলিক উন্নয়ন সম্পর্কে জাতিসংঘকে অবহিত করবে, যার মধ্যে ভারতের সিন্ধু পানিচুক্তি স্থগিত করাও অন্তর্ভুক্ত।
আরো পড়ুন:
ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারো গোলাগুলি
মিজোরামে বাংলাদেশি বংশোদ্ভূত ২ মার্কিন নাগরিক গ্রেপ্তার
১৫টি দেশের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বলছে, “এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সঠিক তথ্য উপস্থাপনের জন্য পাকিস্তানের প্রচেষ্টার অংশ।”
পাঁচটি ভেটো-প্রাপ্ত স্থায়ী সদস্য- চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও কাউন্সিলের ১০টি অস্থায়ী সদস্য হল আলজেরিয়া, ডেনমার্ক, গ্রিস, গায়ানা, পাকিস্তান, পানামা, দক্ষিণ কোরিয়া, সিয়েরা লিওন, স্লোভেনিয়া এবং সোমালিয়া। মে মাসের জন্য গ্রিস এই সংস্থার সভাপতিত্ব করছে।
২২ এপ্রিল অধিকৃত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই পর্যটক। ভারত কোনো প্রমাণ ছাড়াই দাবি করছে, এই হামলার পেছনে পাকিস্তানের মদদ রয়েছে। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে। বিষয়টি নিয়ে দুই দেশের উত্তেজনা বেড়েই চলছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির সেনাবাহিনীকে সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য ‘কার্যকরী স্বাধীনতা’ প্রদান করেছেন। অপরদিকে, নয়াদিল্লির যেকোনো দুঃসাহসিক কাজের ‘দ্রুত’ জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবদ।
এই পরিস্থিতি বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে, বিশেষ করে সৌদি আরব, ইরান, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায় উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। ইরান ও রাশিয়া বিশেষভাবে জানিয়েছে, তারা ভারত-পাকিস্তান সম্পর্কের মধ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত, যদি দুই দেশ সম্মত হয়। তবে, দক্ষিণ এশিয়ায় এই উত্তেজনা ও সীমান্তে সংঘর্ষের কারণে অঞ্চলটির স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে।
জাতিসংঘের এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ এটি ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনে কার্যকর পদক্ষেপ নিতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন নিবিড় নজর রাখছে এই বৈঠকের ফলাফলের দিকে, যা দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিকেলের নাস্তায় থাকুক ‘মিষ্টি কুমড়ার স্যুপ’
বিকেল হলেই ঠান্ডা বাতাস বইতে শুরু করে। শীত-আসি আসি করছে। এমন দিনে বিকেলের নাস্তায় রাখতে পারেন মিষ্টি কুমড়ার স্যুপ। ‘ক্যাজুয়ালি পেকিশ‘ অবলম্বনে জানিয়ে দিচ্ছি রেসিপি।
উপকরণ
কুমড়া: ৫০০ গ্রাম (খোসা ও বীজ ছাড়ানো), মিষ্টি আলু: ৫০০ গ্রাম (খোসা ছাড়ানো), পেঁয়াজ: কুচি করা ১টি, রসুন: কুচি করা ৩ কোয়া, মুরগি বা সবজির স্টক: ১ লিটার, ঘন ক্রিম: আধা কাপ, জলপাই তেল: ২ চা-চামচ, লবণ: পরিমাণমতো, সাদা গোলমরিচ: পরিমাণমতো, মরিচের গুঁড়া: সিকি চা-চামচ এবং দারুচিনির গুঁড়া: সিকি চা-চামচ।
আরো পড়ুন:
পাঁচটি উপকরণ দিয়ে তৈরি করা যায় ‘দোসা’
জ্বরের রোগীর জন্য ভালো ‘আনারসের ফ্রাইড রাইস’
প্রথম ধাপ
শুরুতে ওভেন ২২০ সেন্টিগ্রেড বা ৪৩০ ফারেনহাইট তাপমাত্রায় প্রিহিট করে নিন। কুমড়া ও মিষ্টি আলু টুকরা করে কেটে করুন। এবার বেকিং ট্রেতে পার্চমেন্ট পেপার বিছিয়ে কাটা টুকরাগুলোর সঙ্গে ১ চা-চামচ জলপাই তেল মিশিয়ে নিন। এক স্তরে ছড়িয়ে দিন। ওভেনে ৩০ মিনিট বেক করুন। হালকা বাদামি রং না হলে আরও কিছুক্ষণ বেক করুন।
দ্বিতীয় ধাপ
ওভেনের টাইমার শেষ হওয়ার প্রায় ৫ মিনিট আগে, একটি ভারী তলার হাঁড়িতে বাকি জলপাই তেলে পেঁয়াজ ও রসুন কম আঁচে নরম করে নিতে হবে। তারপর বেক করা কুমড়া ও মিষ্টি আলু হাঁড়িতে দিয়ে দিতে হবে। এর সঙ্গে একে একে স্টক, লবণ, মরিচের গুঁড়া ও গোলমরিচের গুঁড়া যোগ করুন। ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে ১০ মিনিট সেদ্ধ করুন। চুলা বন্ধ করে হাঁড়ির সবকিছু ব্লেন্ডারে ২ থেকে ৩ মিনিট ব্লেন্ড করুন, যতক্ষণ না স্যুপটি ঘন ও মসৃণ হয়।
সব শেষে ঘন ক্রিম মিশিয়ে দিন। প্রয়োজন হলে আরেকটু লবণ ও গোলমরিচ দিন।
সূত্র: ক্যাজুয়ালি পেকিশ
ঢাকা/লিপি