জামিন পেলেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নেতা সেলিম মাহমুদ
Published: 5th, May 2025 GMT
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ শুনানি শেষে এ বিষয়ে আদেশ দেন।
সেলিম মাহমুদ বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলা কমিটির সভাপতি। গত ১৮ এপ্রিল নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার রেলস্টেশন এলাকার বাড়ি থেকে যৌথবাহিনী সেলিম মাহমুদকে আটক করে রূপগঞ্জ থানায় সোপর্দ করে।
সেলিম মাহমুদের আইনজীবী মাজেদুল হক প্রথম আলোকে বলেন, জেলা ও দায়রা জজ আদালত শুনানি শেষে সেলিম মাহমুদের জামিন মঞ্জুর করেছেন। একই ঘটনায় দুটি মামলা করা হয়েছিল। একটি দণ্ডবিধিতে ও অপরটি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে। ঈদের ছুটিতে শ্রমিকদের অন্যায়ভাবে কর্মচ্যুত করা হয়েছিল। এ কারণে শ্রমিকেরা আন্দোলন শুরু করলে এই মামলা হয়। রেজিস্টার্ড সংগঠনের বিরুদ্ধে এই আইন চলে না, আইএলও কনভেনশন অনুযায়ী শ্রমিকেরা আন্দোলনে ছিলেন। সামান্য ঘটনায় বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হয়েছে। আদালত আমাদের কথা শুনে সেলিম মাহমুদসহ অন্য শ্রমিকদের জামিন মঞ্জুর করেছেন।’
আইনজীবী মাজেদুল হক জানান, কারাগারে জামিনের নথি কারাগারে পাঠানো হয়েছে। আজ বিকেল পাঁচটার মধ্যে সেলিম মাহমুদ কারাগার থেকে মুক্ত হবেন বলে তাঁরা আশা করছেন।
আরও পড়ুনগার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নেতাকে বাসা থেকে আটক করেছে যৌথ বাহিনী১৬ এপ্রিল ২০২৫গত ৯ এপ্রিল নারায়ণগঞ্জের রূপগঞ্জে রবিনটেক্স বাংলাদেশ লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। ছাঁটাই বন্ধের প্রতিবাদে শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছিলেন। ওই ঘটনায় হামলা, ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রূপগঞ্জ থানায় পৃথক দুটি মামলা করা হয়েছিল।
আরও পড়ুনগার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নেতা সেলিম মাহমুদকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ১৭ এপ্রিল ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ পরিবেশ আন্দোলন না’গঞ্জ জেলা আঞ্চলিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সভাপতি অ্যাড.মাহবুবুর রহমান মাসুমের সভাপতিত্বে ও সহ-সভাপতি জাহিদুল হক দিপুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক মো: তারিক বাবু,সহ-সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সহ-সভাপতি মজিবুর রহমান,যুগ্ম সম্পাদক সুলতানা আক্তার সহ সকল সদস্যবৃন্দ।সভায় বক্তারা (বাপা) নারায়ণগঞ্জের ভবিষ্যৎ কার্য পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
পরিবেশ বান্ধব সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসক,নাসিক প্রশাসক ও সিভিল সার্জনের সাথে প্রাথমিক আলোচনার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া সভায় স্কুল-কলেজ, উপজেলা ও ওয়ার্ডগুলোতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন’র কমিটি সম্প্রসারন, ডেঙ্গু সচেতনতা,পরিবেশ রক্ষায় সচেতনতা,সংগঠনে তরুণ ও শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি সহ জেলার নানা সমস্যার বিষয়ে সদস্যদের মতামত গ্রহন করা হয়।