জামিন পেলেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নেতা সেলিম মাহমুদ
Published: 5th, May 2025 GMT
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ শুনানি শেষে এ বিষয়ে আদেশ দেন।
সেলিম মাহমুদ বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলা কমিটির সভাপতি। গত ১৮ এপ্রিল নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার রেলস্টেশন এলাকার বাড়ি থেকে যৌথবাহিনী সেলিম মাহমুদকে আটক করে রূপগঞ্জ থানায় সোপর্দ করে।
সেলিম মাহমুদের আইনজীবী মাজেদুল হক প্রথম আলোকে বলেন, জেলা ও দায়রা জজ আদালত শুনানি শেষে সেলিম মাহমুদের জামিন মঞ্জুর করেছেন। একই ঘটনায় দুটি মামলা করা হয়েছিল। একটি দণ্ডবিধিতে ও অপরটি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে। ঈদের ছুটিতে শ্রমিকদের অন্যায়ভাবে কর্মচ্যুত করা হয়েছিল। এ কারণে শ্রমিকেরা আন্দোলন শুরু করলে এই মামলা হয়। রেজিস্টার্ড সংগঠনের বিরুদ্ধে এই আইন চলে না, আইএলও কনভেনশন অনুযায়ী শ্রমিকেরা আন্দোলনে ছিলেন। সামান্য ঘটনায় বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হয়েছে। আদালত আমাদের কথা শুনে সেলিম মাহমুদসহ অন্য শ্রমিকদের জামিন মঞ্জুর করেছেন।’
আইনজীবী মাজেদুল হক জানান, কারাগারে জামিনের নথি কারাগারে পাঠানো হয়েছে। আজ বিকেল পাঁচটার মধ্যে সেলিম মাহমুদ কারাগার থেকে মুক্ত হবেন বলে তাঁরা আশা করছেন।
আরও পড়ুনগার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নেতাকে বাসা থেকে আটক করেছে যৌথ বাহিনী১৬ এপ্রিল ২০২৫গত ৯ এপ্রিল নারায়ণগঞ্জের রূপগঞ্জে রবিনটেক্স বাংলাদেশ লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। ছাঁটাই বন্ধের প্রতিবাদে শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছিলেন। ওই ঘটনায় হামলা, ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রূপগঞ্জ থানায় পৃথক দুটি মামলা করা হয়েছিল।
আরও পড়ুনগার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নেতা সেলিম মাহমুদকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ১৭ এপ্রিল ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
মিশনপাড়ার শীর্ষ চাঁদাবাজ রিয়াদ গ্রেপ্তার, এলাকাবাসীর স্বস্তি
নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসা আলোচিত চাঁদাবাজ রিয়াদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৪ আগস্ট) ভোরে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর এলাকাজুড়ে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ জানান, গ্রেপ্তারকৃত রিয়াদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সে দীর্ঘদিন ধরে মিশনপাড়া ও আশপাশের এলাকায় দোকানপাট, মার্কেট, পরিবহন ও নির্মাণ প্রকল্প থেকে চাঁদা আদায় করতো। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা তার ভয়ে মুখ খুলতে সাহস পেতো না।
দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, রিয়াদ ও তার সহযোগীরা স্থানীয় ব্যবসায়ী আলী হায়দার মল্লিককে মারধর করে গুরুতর জখম করে এবং প্রাণ নাশের হুমকি দেয়। এ ঘটনায় ভুক্তভোগী অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে রিয়াদকে গ্রেপ্তার করে।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত রিয়াদের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির ৩২৩/৩২৫/৪২৭/৩৮৫/৫০৬(২) ধারা অনুযায়ী মামলা দায়ের হয়েছে।
এদিকে রিয়াদের গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে রিয়াদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন তারা। পুলিশের এই অভিযানে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং রিয়াদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।