‘ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির জন্য কাজ করছে ফ্রান্স’
Published: 6th, May 2025 GMT
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট বলেছেন, ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির জন্য কাজ করছে প্যারিস। ফ্রান্সের আরটিএল রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
ব্যারোট বলেন, ফ্রান্স “একটি ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির জন্য কাজ করছে।” ফ্রান্সের এই প্রচেষ্টা অন্যান্য রাষ্ট্রকেও একই কাজ করতে অনুপ্রাণিত করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
জিন-নোয়েল বলেন, “এই বিষয়গুলোতে কথা বলার সময় ফ্রান্সের কণ্ঠস্বর শোনা যায়। আমরা চাই অন্যান্য দেশ ফ্রান্সের সাথে কাজ করুক, প্রতিশ্রুতিবদ্ধ হোক এবং ফ্রান্স অনিশ্চিত ফিলিস্তিনি রাষ্ট্রের অস্তিত্বের জন্য উপযুক্ত পরিস্থিতি তৈরিতে সহায়তা করুক।”
তিনি বলেন, “গাজায় জরুরি অগ্রাধিকার হলো যুদ্ধবিরতি এবং মানবিক সাহায্যের নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার.
ইসরায়েলের গাজা দখলের ঘোষণার ব্যাপারে ফারাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি ‘অগ্রহণযোগ্য’ এবং ‘মানবিক আইনের লঙ্ঘন।’ ফ্রান্স পরিকল্পিত ইসরায়েলি অভিযানের ‘তীব্র নিন্দা’ জানায়।
ঢাকা/শাহেদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ফোডেনের জোড়া গোল, ডর্টমুন্ডকে বড় ব্যবধানে হারাল ম্যানচেস্টার সিটি
ম্যানচেস্টার সিটি ৪:১ ডর্টমুন্ড
আর্লিং হলান্ডের জন্য ম্যাচটা ছিল সাবেক ক্লাবের সঙ্গে সাক্ষাতের। সেই সাক্ষাৎ তিনি রাঙিয়েছেন গোল করে। গোল করেছেন রায়ান চেরকিও। তবে উয়েফা চ্যাম্পিয়নস লিগ প্রথম পর্বের চতুর্থ ম্যাচ ডেতে আজ ম্যানচেস্টার সিটির হয়ে সব আলো কেড়েছেন ফিল ফোডেন।
গোল করেছেন দুটি, দুটিই বক্সের বাইরে থেকে। গোলের ধরনে যা প্রায় দেড় যুগ পুরোনো স্মৃতি ফিরিয়ে এনেছে।
সব মিলিয়ে তিনজনের গোলদাতার খাতায় নাম লেখানোর ম্যাচে ম্যানচেস্টার সিটি বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়েছে ৪-১ গোলের বড় ব্যবধানে।
বিস্তারিত আসছে।