শিল্পে সংকট কাটিয়ে উঠতে এ খাতে বাড়তি ২৫ কোটি ঘনফুট গ্যাস দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, শিল্পে বাড়তি এই গ্যাস সরবরাহ করা হবে বাড়তি আমদানি ও বিদ্যুৎ খাতে ব্যবহার কিছুটা কমিয়ে।

আজ বুধবার সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জ্বালানি উপদেষ্টা। ব্রিফিংকালে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি এ কে আজাদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, জ্বালানি সচিব মো.

সাইফুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল, নিট পোশাক কারখানার মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) প্রেসিডেন্ট আনোয়ার উল আলম চৌধুরী, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী প্রমুখ।

শিল্প খাতে গ্যাস সংকট বাড়ায় বেশ কিছু দিন ধরে উদ্বেগ জানাচ্ছিলেন ব্যবসায়ীরা। তাঁরা গ্যাস সরবরাহ বৃদ্ধির দাবি নিয়ে উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যান।

বৈঠক শেষে ফাওজুল কবির খান সাংবাদিকদের বলেন, শিল্পে গ্যাসের সরবরাহ বাড়াতে দুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক. পবিত্র রমজান মাসে বিদ্যুৎ উৎপাদনে ১২০ কোটি ঘনফুট গ্যাস দেওয়া হয়েছে। সেখান থেকে ১৫ কোটি ঘনফুট গ্যাস এখন শিল্প খাতে দেওয়া হবে। দুই. মে থেকে আগস্ট—এই চার মাসে চার জাহাজ বাড়তি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করা হবে। এতে আরও ১০ কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাবে। সব মিলিয়ে শিল্পের জন্য ২৫ কোটি ঘনফুট গ্যাস দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

উপদেষ্টা জানান, বাড়তি এই গ্যাস বরাদ্দ দেওয়া হবে শিল্পঘন এলাকায়। কোথায় কোথায় গ্যাস দিতে হবে, তা ব্যবসায়ীরা ঠিক করে দেবেন। সে অনুযায়ী সরবরাহ বাড়ানো হবে। একই সঙ্গে নজরদারি বাড়ানো হবে।

ফাওজুল কবির খান বলেন, ‘আজকের বৈঠকে শিল্পোদ্যোক্তারা আরেকটি কথা জানিয়েছেন, অবৈধ সংযোগের কারণে অনেক ক্ষেত্রে গ্যাস পাওয়া যায় না। অবৈধ গ্যাস–সংযোগ বিচ্ছিন্ন করতে একটি যৌথ টাস্কফোর্স গঠন করা হবে। দ্রুত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার প্রক্রিয়া শুরু হবে।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা শুল্ক আরোপ করার কারণে শিল্পের প্রতি এই সরকার খুবই সংবেদনশীল ও সতর্ক বলে উল্লেখ করেন উপদেষ্টা। তিনি বলেন, দেশীয় গ্যাস উৎপাদন প্রতিনিয়তই কমছে। এ কারণে এলএনজির আমদানি বাড়াতে হচ্ছে। আবার দেশে নতুন নতুন শিল্পকারখানাও গড়ে উঠছে। এর মধ্যেও সরকার শিল্প খাত থেকে গ্যাসের সরবরাহ কমায়নি।

বাড়তি গ্যাস আমদানি করলে ভর্তুকির চাপ বাড়বে কি না, বা গ্যাসের দামের ওপর কোনো প্রভাব পড়বে কি না, জানতে চাইলে উপদেষ্টা বলেন, চার জাহাজ এলএনজি আমদানির ফলে ১১ হাজার কোটি টাকা ঘাটতি হবে। তবে শিল্পের উৎপাদন ব্যাহত হলে সেটির ক্ষতি হবে আরও বেশি। এ জন্য সরকার একটি ভারসাম্য আনার চেষ্টা করছে। তিনি বলেন, ‘সরকার বেশি দামে গ্যাস এনে কম দামে সরবরাহ করছে; তবু জনস্বার্থ ও শিল্পের স্বার্থে সরকার গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করছে না।’

ভবিষ্যতে গ্যাসের সংকট হবে না, এমন কোনো নিশ্চয়তা সরকার দেবে কি না, এমন প্রশ্নের জবাবে ফাওজুল কবির খান বলেন, ‘সরকার এমন গ্যারান্টি দিতে পারে না। এই সংকট বর্তমান সময়ে হয়নি। এটা আগে থেকে চলে আসছে। এটার সমাধান করতে হবে। আমরা স্বল্প মেয়াদে দায়িত্বে এসেছি। তবু চেষ্টা করছি।’

বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ কমালে কী ধরনের প্রভাব পড়তে পারে, জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘তখন আমরা তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বেশি চালাব। এখনো চালানো হচ্ছ। তখন আরও বেশি পরিমাণে চালানো হবে।’ তিনি বলেন, বর্তমান সরকার রমজানে অগ্রাধিকার দিয়েছে বিদ্যুৎ ও সেচে। এখন অগ্রাধিকার দেওয়া হচ্ছে শিল্প খাতে।

দেশে গ্যাসের উৎপাদন বাড়াতে সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরেন উপদেষ্টা। তিনি বলেন, সরকার এই বছর ৫০টি কূপ অনুসন্ধান করার পরিকল্পনা রয়েছে। আগামী বছর ১০০টি কূপ অনুসন্ধান করা হবে। ভোলায় নতুন কূপ অনুসন্ধানের প্রক্রিয়া শুরু হচ্ছে। পুরোনো কূপ সংস্কার করে তিনটি গ্যাসক্ষেত্র থেকে ২ কোটি ৭০ লাখ ঘনফুট গ্যাসের উৎপাদন বাড়ানো সম্ভব হয়েছে, যা ইতিমধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

সরকারের সিদ্ধান্তে ব্যবসায়ীরা সন্তুষ্ট কি না, জানতে চাইলে এ কে আজাদ সাংবাদিকদের বলেন, ‘আমাদের সমস্যাগুলো আমরা সময়ে–সময়ে উপদেষ্টাকে জানিয়েছি, পেট্রোবাংলাকে জানিয়েছি, তিতাসকে জানিয়েছি। তাঁরা জানেন। আজ উপদেষ্টা যে সমাধান দিয়েছেন, এতে আমরা সন্তুষ্ট। উনি যে ব্যাকআপ প্ল্যান দিয়েছেন, সেটি উনি বলেছেন। আমি মনে করি, এটা যদি অব্যাহত রাখতে পারেন, আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ঘনফ ট গ য স ব যবস য় উপদ ষ ট সরবর হ আমদ ন সরক র

এছাড়াও পড়ুন:

ওপেনএআই আনছে পকেট আকারের এআই যন্ত্র

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি ওপেনএআই নতুন এক যন্ত্র তৈরির উদ্যোগ নিয়েছে। এ জন্য প্রতিষ্ঠানটি অ্যাপলের শীর্ষ সরবরাহকারী লাক্সশেয়ারের সঙ্গে চুক্তি করেছে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশনের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স। যন্ত্রটি এখনো নমুনা পর্যায়ে রয়েছে। পকেট আকারের এ গ্যাজেট ব্যবহারকারীর প্রেক্ষাপট বুঝে কাজ করতে পারবে এবং সরাসরি ওপেনএআইয়ের নিজস্ব এআই মডেলের সঙ্গে সংযুক্ত থাকবে। আইফোন ও এয়ারপড তৈরির জন্য পরিচিত লাক্সশেয়ার এ প্রকল্পে বৃহৎ পরিসরে উৎপাদনের সুবিধা দেবে।

প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করছেন, এ উদ্যোগ স্মার্টফোন ও প্রচলিত যন্ত্রের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে পারে। ব্যবহারকারীরা এ যন্ত্রের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে সম্পূর্ণ ভিন্ন ও নতুন ধরনের অভিজ্ঞতা পাবেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওপেনএআইয়ের এই পণ্য বাজারে এলে সরাসরি প্রতিযোগিতা তৈরি হবে অ্যাপল, স্যামসাং ও গুগলের মতো শীর্ষ প্রযুক্তি নির্মাতাদের সঙ্গে। প্রকল্পের অংশ হিসেবে ওপেনএআই চীনা প্রতিষ্ঠান গোরটেকের সঙ্গেও আলোচনা করছে। এয়ারপড, হোমপড ও অ্যাপল ওয়াচ তৈরিতে অভিজ্ঞ এই প্রতিষ্ঠান থেকে স্পিকার মডিউলসহ বিভিন্ন যন্ত্রাংশ সরবরাহ নেওয়ার পরিকল্পনা করছে তারা। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এ পদক্ষেপ এআইভিত্তিক কোম্পানিগুলোর জন্য সবচেয়ে বড় ঝুঁকি ও সম্ভাবনার মধ্যে একটি। কারণ, এখানে বিদ্যমান প্ল্যাটফর্ম স্মার্টফোন বা কম্পিউটারের ওপর নির্ভর না করে সম্পূর্ণ নতুন ডিভাইস তৈরির চেষ্টা করছে ওপেনএআই।

এর আগে ওপেনএআই ৬৫০ কোটি ডলারে (৬ দশমিক ৫ বিলিয়ন) অ্যাপলের সাবেক প্রধান ডিজাইনার জনি আইভ প্রতিষ্ঠিত হার্ডওয়্যার কোম্পানি ‘আইও প্রোডাক্টস’ অধিগ্রহণ করে। এ চুক্তির মাধ্যমে জনি আইভ ও তার সাবেক অ্যাপল ডিজাইন দলকে নিজেদের দলে টেনে নেয় ওপেনএআই। বর্তমানে ওপেনএআইয়ের নতুন যন্ত্রের নকশার নেতৃত্ব দিচ্ছেন জনি আইভ। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন প্রজন্মের কনজ্যুমার ডিভাইস তৈরির কাজে নিয়োজিত আছেন। প্রথম পণ্যটি ২০২৬ সালে বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান আশাবাদী, প্রতিষ্ঠানটি অন্তত ১০ কোটি (১০০ মিলিয়ন) এআই ডিভাইস বিক্রি করতে পারবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সম্পর্কিত নিবন্ধ

  • মির্জাপুরে তিতাসের পাইপ ফেটে গ্যাস সরবরাহ বন্ধ, ২ দিনেও হয়নি মেরা
  • ওপেনএআই আনছে পকেট আকারের এআই যন্ত্র
  • মির্জাপুরে গ্যাসের লাইনের পাইপ ফেটে সরবরাহ বন্ধ, ৩৯ ঘণ্টা পরও হয়নি মেরামত
  • ১২টি পাম্পের ৬টি অচল, পানি সরবরাহ কমায় বাসিন্দাদের দুর্ভোগ
  • সাইবার হামলায় ইউরোপের প্রধান বিমানবন্দরগুলোর কার্যক্রম ব্যাহত
  • সাতক্ষীরায় বিদ্যুৎকেন্দ্রে আগুন, পৌনে দুই ঘণ্টা পর শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক
  • সাতক্ষীরায় পাওয়ার গ্রিড লাইনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ
  • বাংলাদেশে পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার
  • বেনাপোল দিয়ে দুই দিনে ভারতে গেল ৫৬.২৫ মেট্রিকটন ইলিশ
  • যেসব এলাকায় শুক্রবার রাতে ৮ ঘণ্টা গ্যাস থাকবে না