জুলাই গণ-অভ্যুত্থানে গুলিতে খোকন চন্দ্র বর্মণ (২৩) মুখমণ্ডলে গুরুতর আঘাত পান। তাঁর ওপরের ঠোঁট, মাড়ি, নাক, তালু, বাঁ চোখের কোনো অস্তিত্ব নেই। সে জায়গায় বড় একটি গর্ত তৈরি হয়েছে। সরকারি খরচে গত ২১ ফেব্রুয়ারি উন্নত চিকিৎসার জন্য খোকনকে রাশিয়ায় নেওয়া হয়। সেখানে প্রথম ধাপের অস্ত্রোপচার শেষে আজ বুধবার দেশে ফিরেছেন খোকন।

খোকন রাশিয়ায় অবস্থানের সময় তাঁর সঙ্গে ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা চিকিৎসক মাহমুদুল হাসান। প্রথম আলোকে তিনি জানান, কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে আজ সকালে দেশে ফিরে এসেছেন তাঁরা। রাশিয়ায় আরও দুই ধাপে অস্ত্রোপচার হবে খোকনের। সেসব অস্ত্রোপচারে খোকনের মুখের অবয়ব তৈরি, নাক পুনর্গঠন ও বাঁ চোখে কৃত্রিম চোখ স্থাপন করা হবে।

খোকনের চিকিৎসার বিস্তারিত তথ্য তুলে ধরে মাহমুদুল হাসান জানান, গত ২২ এপ্রিল রাশিয়ার স্থানীয় একটি হাসপাতালে খোকন চন্দ্র বর্মণের প্রথম ধাপের অস্ত্রোপচার সফলভাবে হয়। খোকনের মুখের পুনর্গঠন অস্ত্রোপচারের (রিকনস্ট্রাকশন সার্জারি) লক্ষ্যে প্রথমে খোকনের মুখের থ্রি–ডি মডেল তৈরি করা হয়। পরে তাঁর নিচের চোয়ালে (ম্যান্ডিবল) টাইটানিয়ামের পাত বসানো হয় এবং অস্টিওসিন্থেসিস করা হয়। অস্ত্রোপচারের সময় খোকনের মুখ থেকে তিন–চারটি ছররা গুলির অংশবিশেষ বের করা হয়।

খোকন চন্দ্র বর্মণকে নিয়ে প্রথম আলো একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে সর্বশেষ ৬ এপ্রিল রাশিয়ায় খোকনের চিকিৎসা নিয়ে ‘পাঁজরের হাড় ও কপালের চামড়ায় তৈরি হবে সেই খোকনের নাক’ শিরোনামের খবর প্রকাশিত হয়।

খোকন পেশায় গাড়িচালক ছিলেন। গত ৫ আগস্ট দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে গুলিবিদ্ধ হন তিনি। ওই দিনের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, গুলিতে খোকনের ঠোঁট, মাড়ি, নাক-মুখের অংশের মাংস প্রায় খুলে পড়ছে। তাঁর মুখ ও পুরো শরীর রক্তাক্ত। এ অবস্থায়ও তিনি একজনের হাত ধরে উঠে দাঁড়ান। খোকন নিজেই আঙুলের ছাপ দিয়ে মুঠোফোনের লক খোলেন। সেই মুঠোফোন থেকেই একজন খোকনের বড় ভাই খোকা চন্দ্র বর্মণকে গুলি লাগার খবর দেন। খোকনের বাবা কিনা চন্দ্র বর্মণ রাজধানীর একটি হাসপাতালে শাকসবজি, মাছ-মাংস সরবরাহ করেন। মা রীনা রানী দাস এক বাসায় গৃহকর্মীর কাজ করেন। খোকনের ছোট ভাই শুভ চন্দ্র বর্মণ চতুর্থ শ্রেণিতে পড়ছে। খোকন পড়েছেন পঞ্চম শ্রেণি পর্যন্ত।

ঘটনার সময় খোকা ও খোকন একই কোম্পানিতে গাড়ি চালাতেন। খোকন যাত্রাবাড়ীতে থাকতেন। আর খোকা মা-বাবা ও ছোট ভাইকে নিয়ে মহাখালীর সাততলা বস্তিতে থাকতেন।

গুলিতে মুখমণ্ডলে গভীর ক্ষত হওয়ায় ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে থাকার সময় এবং রাশিয়ায়ও খোকনকে মুখ সাদা গজ কাপড় দিয়ে ঢেকে চলাফেরা করতে হতো, যাতে অন্যরা ভয় না পান। খোকন দেশে ও রাশিয়ায় থাকার সময় তাঁর সঙ্গে প্রথম আলোর একাধিকবার কথা হয়। আগের চেহারা আবার ফিরে পাবেন কি না, তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন। রাশিয়ায় চিকিৎসা শুরুর জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান।

খোকনের পরবর্তী ধাপের চিকিৎসা নিয়ে পেশায় সার্জন মাহমুদুল হাসান বলেছেন, দ্বিতীয় ধাপের অস্ত্রোপচারে ওপরের চোয়াল (ম্যাক্সিলা) পুনর্গঠন করা হবে। পুরো অস্ত্রোপচারের এই দ্বিতীয় ধাপটি সবচেয়ে জটিল। এই অস্ত্রোপচারের ওপর খোকনের মুখের অবয়ব নির্ধারিত হবে। এই জটিল অস্ত্রোপচার রাশিয়ার একজন জাতীয় অধ্যাপকসহ তিনজন অধ্যাপক করবেন। অস্ত্রোপচারটি জুলাই মাসের প্রথম সপ্তাহে হওয়ার কথা রয়েছে। জুলাই মাসে খোকনের বাঁ চোখের এনুক্লেশন করা হবে। এটা একধরনের অস্ত্রোপচারপদ্ধতি, যার মাধ্যমে চোখের বল ও আশপাশ অপসারণ করা হয়।

মাহমুদুল হাসান আরও জানান, তৃতীয় ধাপে খোকনের নাক তৈরির জন্য অস্ত্রোপচার করা হবে। তাঁর বুকের পাঁজরের হাড় থেকে নাক তৈরি করা হবে। এ বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাসে এই সর্বশেষ ধাপের অস্ত্রোপচার হতে পারে। চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করবে সরকার।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য প রথম র সময়

এছাড়াও পড়ুন:

ইউটিউব প্রিমিয়াম এবার কম খরচে ব্যবহার করা যাবে, কীভাবে

ইউটিউব ভিডিওতে দিন দিন বিজ্ঞাপনের সংখ্যা বেড়ে চলেছে। এমনকি আকারে বড় ভিডিওতে একাধিকবার দীর্ঘ বিজ্ঞাপনও দেখতে হয় ব্যবহারকারীদের। আর তাই অর্থের বিনিময়ে ইউটিউব প্রিমিয়াম সেবায় নিবন্ধন করে বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখেন অনেকে। তবে প্রতি মাসে অর্থ খরচ হওয়ায় চাইলেও সবার পক্ষে ইউটিউব প্রিমিয়ামের সুবিধা ব্যবহার করা সম্ভব হয় না। এ সমস্যা সমাধানে ইউটিউব প্রিমিয়ামের নতুন প্যাকেজ চালু করেছে ইউটিউব কর্তৃপক্ষ। নতুন এ প্যাকেজে একসঙ্গে দুজন সদস্য যৌথভাবে অর্থ পরিশোধ করে ইউটিউবের প্রিমিয়ামের সুবিধা ব্যবহার করতে পারবেন।

ইউটিউব জানিয়েছে, বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয়ই কনটেন্ট নির্মাতাদের আয়ের প্রধান উৎস। তবে অনেক ব্যবহারকারী প্ল্যাটফর্মে অতিরিক্ত বিজ্ঞাপন দেখার কারণে বিরক্ত হন। এ জন্যই ইউটিউব প্রিমিয়াম চালুর মাধ্যমে বিজ্ঞাপনমুক্ত অভিজ্ঞতার পাশাপাশি আরও কিছু সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি। প্রিমিয়াম সংস্করণে ব্যবহারকারীরা ভিডিও ব্যাকগ্রাউন্ডে চালিয়ে রাখা, ইউটিউব মিউজিকের পূর্ণ সংগ্রহে প্রবেশাধিকারসহ বেশ কিছু বাড়তি সুবিধা পেয়ে থাকেন। নতুন প্যাকেজের মাধ্যমে একজনের খরচে দুজন ব্যক্তি ইউটিউব প্রিমিয়াম সেবা ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুনভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে এক বছরে ইউটিউবের আয় কত০৭ ফেব্রুয়ারি ২০২৫

নতুন এই প্যাকেজের তথ্য এরই মধ্যে ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রিপশন পেজে যুক্ত করা হয়েছে। সেখানে ব্যক্তিগত, পারিবারিক ও শিক্ষার্থী প্যাকেজের পাশাপাশি দুই সদস্যের প্যাকেজের তথ্য দেখা যাচ্ছে। আগ্রহীরা চাইলে প্রথম এক মাস বিনা মূল্যে প্যাকেজটি ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুননতুন রূপে আসছে ইউটিউব, যে সুবিধা পাওয়া যাবে২৮ এপ্রিল ২০২৫

ইউটিউবের তথ্যমতে, ইউটিউব প্রিমিয়াম সেবায় নিবন্ধনের সময় আরও একজন ব্যক্তিকে যুক্ত করে প্যাকেজটি চালু করা যাবে। তবে দুজন ব্যক্তিরই বয়স কমপক্ষে ১৩ বছর হতে হবে এবং তাদের একটি বৈধ গুগল অ্যাকাউন্ট থাকতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে, তারা উভয়ই একই ঠিকানায় বসবাস করছে। এর পাশাপাশি সদস্য যুক্ত করার জন্য দুজনকেই গুগলের ‘ফ্যামিলি গ্রুপ’–এ অন্তর্ভুক্ত হতে হবে। প্রাথমিকভাবে নতুন প্যাকেজটি নির্দিষ্ট কিছু দেশ থেকে ব্যবহার করা যাবে।

সূত্র: নিউজ১৮

আরও পড়ুনইউটিউব চ্যানেলে যে ধরনের ভিডিও প্রকাশ করলে অর্থ আয়ের সুযোগ বন্ধ হবে০৬ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, বাবা ভাই-বোনসহ নিহত ৪ 
  • এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সকে বাসের ধাক্কা, বাবা, ভাই-বোনসহ নিহত ৪ 
  • এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সকে বাসের ধাক্কা, একই পরিবারের চারজন নিহত 
  • ভারতের ১২টি ড্রোন নিষ্ক্রিয়, একজন বেসামরিক নাগরিক নিহত: পাকিস্তান সেনাবাহিনী
  • ‘আমরা এখানে এসেছি কারণ আমরা সেটা প্রাপ্য’
  • থ্যালাসেমিয়া হলে কী করবেন
  • ভারতের হামলায় মাসুদ আজহার পরিবারের ১০ সদস্য নিহত: বিবিসি
  • ক্ষেপণাস্ত্র হামলায় দুই দেশে ৩৬ জন নিহত
  • ইউটিউব প্রিমিয়াম এবার কম খরচে ব্যবহার করা যাবে, কীভাবে