অনলাইন প্রতারণা ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে গুগল। এরই মধ্যে ক্রোম ব্রাউজারের ডেস্কটপ সংস্করণে নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ‘জেমিনি ন্যানো’ যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। গুগলের দাবি, এই মডেল ব্যবহার করে স্ক্যাম শনাক্তকরণের কাজ আরও দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করা যাবে। ভবিষ্যতে প্রযুক্তিটি অ্যান্ড্রয়েডেও চালু করা হবে।

গুগল জানিয়েছে যে জেমিনি ন্যানো যুক্ত হলে ঝুঁকিপূর্ণ ওয়েবসাইট তৎক্ষণাৎ শনাক্ত করা যাবে। ফলে আগে কখনো দেখা যায়নি, এমন প্রতারণাও প্রতিহত করা সম্ভব হবে। ওয়েবসাইটের জটিল ও বিভ্রান্তিকর কনটেন্ট বিশ্লেষণ করার ক্ষমতা জেমিনি ন্যানোর রয়েছে, যা আমাদের নতুন ধরনের প্রতারণার কৌশল বুঝে প্রতিক্রিয়া জানানোর সুযোগ তৈরি করবে।

গুগল জানিয়েছে, বর্তমানে জেমিনি ন্যানো ব্যবহার করে অনলাইনে প্রযুক্তিসেবা দেওয়ার নামে পরিচালিত ভুয়া টেক সাপোর্ট প্রতারণা ঠেকানো হচ্ছে। শিগগিরই এআইভিত্তিক সতর্কবার্তা চালু করা হবে ক্রোম ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য। ক্রোমের অন-ডিভাইস মেশিন লার্নিং মডেল যখন কোনো সন্দেহজনক নোটিফিকেশন শনাক্ত করবে, তখন ব্যবহারকারীকে একটি সতর্কবার্তা দেখানো হবে। চাইলে তিনি ওই সাইট থেকে ভবিষ্যতে কোনো নোটিফিকেশন না পেতে আনসাবস্ক্রাইব করতে পারবেন। আর কেউ যদি মনে করেন যে সতর্কবার্তাটি ভুলভাবে দেখানো হয়েছে, তাহলে তিনি সেই ওয়েবসাইটের নোটিফিকেশন আবার চালুও করে নিতে পারবেন।

অনলাইন প্রতারণা ঠেকাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নতুন কিছু নয় গুগলের জন্য। প্রতিদিন গুগল সার্চে বিপুল পরিমাণ প্রতারণামূলক ফলাফল এআই ব্যবহার করে সরিয়ে ফেলা হয়। গুগলের ভাষ্যমতে, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ওয়েবের বিশাল তথ্যভান্ডার বিশ্লেষণ করে সমন্বিত প্রতারণা প্রচেষ্টা শনাক্ত এবং সম্ভাব্য হুমকি আগে থেকেই চিহ্নিত করা সম্ভব হচ্ছে। প্রতিষ্ঠানটির দাবি, সম্প্রতি ওয়েবসাইটে বিমান সংস্থার গ্রাহকসেবা প্রতিনিধির ছদ্মবেশে প্রতারণার প্রবণতা বেড়েছে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ফলে এমন প্রতারণা ৮০ শতাংশের বেশি হারে কমানো গেছে। একই সঙ্গে আগের তুলনায় ২০ গুণ বেশি স্ক্যাম সাইট শনাক্ত করা যাচ্ছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক ত র ম ব দ ধ মত ত ব যবহ র ক ত কর

এছাড়াও পড়ুন:

শুধু সিরিজ নয়, লিটনের লক্ষ্য অনেক বড়

দীর্ঘদিন পর আবারো অধিনায়কত্ব পেয়েছেন লিটন কুমার দাস। অনেক পরীক্ষা-নিরীক্ষার পর অভিজ্ঞ এই ব্যাটারের হাতেই টি-টোয়েন্টি দলের ভার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দায়িত্ব পেয়ে লিটনও যেন সন্তুষ্ট। অধিনায়ক হয়ে সংবাদ সম্মেলনে এসে তেমনটাই ইঙ্গিত দিলেন এই ব্যাটার।

সোমবার (১২ মে) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির হন লিটন। কথা বলেন নিজের নেতৃত্ব এব লক্ষ্য নিয়ে। লিটনের লক্ষ্যটা অবশ্য বড়। কেবল সিরিজ জিতেই সন্তুষ্ট থাকতে চান না। আগাতে চান আরো সামনে।

এর আগেও নেতৃত্ব পেয়েছিলেন লিটন। তবে ভারতের বিপক্ষে হারের পর তাকে অব্যাহতি দেয় বিসিবি। এবার লিটন দায়িত্ব পেয়েছেন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। লক্ষ্যটা তাই বেশ বড়। তার কথায় নেতৃত্বের পরিকল্পনা নিয়ে লম্বা সময়ের আভাস পাওয়া গেল।

আরো পড়ুন:

২৪ ইনিংসে মাত্র ১ ফিফটি, তবুও বিশ্বকাপ পর্যন্ত লিটন অধিনায়ক?

শুরুর আগেই শেষ লিটনের পিএসএল যাত্রা

লিটন বলেন, “পার্থক্যের কথা যদি বলি, আগের পরিকল্পনাগুলো যা ছিল, সিরিজভিত্তিক ছিল। যেহেতু এখন লম্বা সময়ের একটা সুযোগ এসেছে, প্রতিটি ক্ষেত্রে ভবিষ্যতের কথা চিন্তা করব। নিজেই জানব যে এতদূর পর্যন্ত আমার একটা লক্ষ্য আছে। অবশ্যই সিরিজভিত্তিক তো থাকবেই। এর সঙ্গে এটাও থাকবে যে সামনের দিকে আরও কী করতে পারি।”

অধিনায়ক হিসেবে সবারই একটা লক্ষ্য থাকে। কাউকে ফলো করার বিষয় থাকে। তবে লিটনের আপাতত সেদিক থেকে কেউ নেই। শুধু অধিনায়ক হিসেবেই নয়, নিজেকে খেলোয়াড় হিসেবেও ভাবছেন লিটন। দুইয়ে মিলিয়েই নিজের মতো খেলতে ও নেতৃত্ব দিতে চান।

তার ভাষ্য, ‘‘ক্যাপ্টেন্সির বিষয় তো রোল মডেল কেউই না। আপনি যে কথাটা বললন, সেটাই এন্সার দেই। ধরেন, ক্যাপ্টেন্সি ছাড়াও তো আমি খারাপ খেলেছি। এখন অধিনায়ক হয়ে আসতেছি। এটাও অপজিট সাইডও হতে পারে যে আসার পর থেকে আমি ভালো খেলতেও পারি।  আমি যেটা বললাম, পজেটিভ, নেগেটিভ দুইটা জিনিসই থাকবে। ওভাবে রোল মডেল কেউ নেই।’’

অধিনায়ক হিসেবে লিটনের আগের রেকর্ড ভালো নয়। হতাশাজনকও। সেটা ছাপিয়ে এবার বড় লক্ষ্য নিয়েই নামবেন। তেমনই ইঙ্গিত দিলেন। এবার দেখার বিষয়, সেই লক্ষ্য কতটা সফলতার মুখ দেখে।

ঢাকা/রিয়াদ/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ