ময়মনসিংহের ভালুকায় একটি গার্মেন্ট কারখানার শ্রমিকরা বকেয়া বেতন-ভাতার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার উপজেলার কাঁঠালী পল্লী বিদ্যুৎ এলাকায় তারা বিক্ষোভ শুরু করলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শিল্পপুলিশের ময়মনসিংহ অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মো. আল মামুন সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছিলেন। স্থানীয় প্রশাসনের আশ্বাসে দুই ঘণ্টা পর অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ময়মনসিংহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক আহমাদ মাসুদ জানান, রোর ফ্যাশনের নামে প্রতিষ্ঠানটির শ্রমিকদের বকেয়া আদায়ের লক্ষ্যে বিজিএমইএ গঠিত কমিটিতে শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে একাধিকবার আলোচনা করেছে। কিছু সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

এ কর্মকর্তা বলেন, জেলা প্রশাসন ও শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটি শ্রমিকদের পাওনা আদায়ে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। ইতোমধ্যে শ্রম আইনে কারখানা মালিকের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

বিষয়টি নিয়ে রোর ফ্যাশনের শ্রমিক ও মালিক পক্ষের বক্তব্য জানার চেষ্টা করলেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো.

জাহাঙ্গীর আলম বলেন, রোর ফ্যাশনের বকেয়া বেতন নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা চলছে। প্রশাসন বিষয়টি সমাধানের জন্য আন্তরিকভাবে কাজ করছে। শিগগির এর নিষ্পত্তি হবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: অবর ধ

এছাড়াও পড়ুন:

ধাক্কা দিয়ে ফেলে শিক্ষার্থী হত্যা, গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, বাস ভাঙচুর

গাজীপুর মহানগরীর মাস্টারবাড়ি এলাকায় বাসচালকের সহকারীর ধাক্কায় শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে ও বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নিহত শিক্ষার্থীর সহপাঠী ও এলাকার লোকজন।

এ সময় বিক্ষোভকারীরা তাকওয়া পরিবহনের একটি মিনিবাস ভাঙচুর করেন। অবরোধে যান চলাচল বন্ধ হয়ে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে বিচারের আশ্বাস পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা মহাসড়ক ছেড়ে দিলেও যানজটের প্রভাব রয়ে গেছে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গাজীপুরের মাস্টারবাড়ি এলাকায় ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জেরে বাসচালকের সহকারীর ধাক্কায় সড়কে পড়ে সিয়াম (১৯) নামের এক কলেজছাত্র নিহত হন। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। সিয়াম গাজীপুর সদর উপজেলার বাউপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি রোভার স্কাউট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, এ ঘটনায় দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং শিক্ষার্থীদের নিরাপদে চলাচলের জন্য অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুনধাক্কা দিয়ে সড়কে ফেলে দিলেন চালকের সহকারী, বাসচাপায় কলেজছাত্র নিহত২২ ঘণ্টা আগে

গাজীপুর মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আন্দোলনরত শিক্ষার্থী ও এলাকাবাসীকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • গোপালগঞ্জে শিলাবৃষ্টি, ফসলের ক্ষতির আশঙ্কা
  • ঈদুল ফিতরের বোনাস ও বকেয়া বেতনের দাবিতে বন্ধ কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ
  • বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা
  • সকালেই স্বস্তির বৃষ্টি
  • ময়মনসিংহে ঝড়ে গাছ উপড়ে ও ডাল ভেঙে ২ জনের মৃত্যু
  • ময়মনসিংহে স্বস্তির বৃষ্টি
  • তাপ কিছুটা কমেছে, কয়েক জেলায় বৃষ্টি শুরু
  • তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশের আট জেলা
  • ধাক্কা দিয়ে ফেলে শিক্ষার্থী হত্যা, গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, বাস ভাঙচুর