সোমবার বেলা ১১টা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটক। সামনে অসংখ্য গাড়ি থেমে আছে। এসব গাড়ি থেকে বারবার হর্ন বাজানো হচ্ছে। শুধু বাইরের রাস্তাতেই নয়, হাসপাতালের ভেতরে যাওয়া অটোরিকশাসহ অন্যান্য গাড়ি থেকেও পাওয়া যাচ্ছে হর্নের শব্দ।

নগরের লক্ষ্মীপুরের এই এলাকায় আরও রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস। রাস্তার দক্ষিণ পাশে রয়েছে বিভাগীয় গণগ্রন্থাগার, একটি উচ্চবিদ্যালয়। আর রাস্তার দুই ধারে বেসরকারি ক্লিনিক রয়েছে অসংখ্য। পরিবেশ অধিদপ্তর এই এলাকাসহ ঘোষপাড়া, লক্ষ্মীপুর মোড় ও সিঅ্যান্ডবি মোড়কে অনেক আগেই ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করেছে। কাগজে-কলমে এলাকাটি নীরব থাকার কথা থাকলেও উচ্চ শব্দে ভরপুর থাকে দিন ও রাতের বেশির ভাগ সময়।

রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি তাঁর আত্মীয়কে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। তিনি বলেন, হাসপাতালের এখানে এলেই গাড়ির শব্দ হয়। গাড়িগুলো থেমে থেকেও হর্ন বাজায়। মেজাজ খিটখিটে হয়ে যায়। হাসপাতালের ভেতরে গিয়ে অটোরিকশাও হর্ন দিচ্ছে, আনসার সদস্যরাও বাঁশি বাজাচ্ছে। অন্তত হাসপাতালের সামনের জায়গাটুকুতে হর্ন বাজানো বন্ধ করা যেত।

নগরের বাসিন্দা, পরিবেশবাদী আন্দোলনের কর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রাজশাহী শহরে কয়েক বছর আগেও এত শব্দদূষণ ছিল না। নগরজুড়ে অবকাঠামোসহ বিভিন্ন নির্মাণ, শহরে অটোরিকশার সংখ্যা বেড়ে যাওয়া, ট্রাফিক সিগন্যাল না থাকা, প্রশাসনের তদারকি ও জনসচেতনতার অভাবে শব্দদূষণ বেড়ে চলেছে। এতে করে নগরের মানুষ নীরবেই শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হচ্ছেন। দ্রুত এই শব্দ নিয়ন্ত্রণে নিতে না পারলে এটি আরও আশঙ্কাজনক হারে মানুষকে ক্ষতিগ্রস্ত করবে।

২০২২ সাল থেকে রাজশাহী শহরে শব্দের মাত্রা পরীক্ষা করছে বরেন্দ্র পরিবেশ উন্নয়ন সংস্থা নামে একটি সংগঠন। তাদের পরীক্ষায় দেখা যাচ্ছে, প্রতিবছরই শহরটিতে শব্দের মাত্রা বৃদ্ধি পাচ্ছে।

আরও পড়ুন চার বছরের পরীক্ষার ফল: রাজশাহী শহরে প্রতিবছরই শব্দদূষণ বাড়ছে১০ মে ২০২৫

শব্দের তীব্রতা নিয়ে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ইউএনইপির (২০২২) প্রকাশ করা ‘ফ্রন্টিয়ারস ২০২২: নয়েজ, ব্রেজেস অ্যান্ড মিসম্যাচেস’ শীর্ষক এক প্রতিবেদনে ঢাকাকে বিশ্বের প্রথম এবং রাজশাহীকে বিশ্বের চতুর্থ শব্দদূষণকারী শহর হিসেবে দেখানো হয়। যেখানে রাজশাহীতে শব্দের পরিমাণ দেখানো হয় ১০৩ ডেসিবেল। এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তখন থেকে প্রতিবছর শব্দের মাত্রা পরিমাপ করে আসছে ওই সংগঠন। স্থানীয় পরীক্ষায় শব্দের মাত্রা ১০০ ডেসিবেলের বেশি না পাওয়া গেলেও কাছাকাছি পাওয়া গেছে।

যেমন শহরে শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বরে (রেলগেট) গত ৪ বছরে শব্দের মাত্রা বেড়েছে ৭ ডেসিবেলের বেশি। ২০২২ সালে এই চত্বরে শব্দের মাত্রা ছিল ৯০ ডেসিবেল। গত শনিবার (১০ মে) একই স্থানে শব্দের মাত্রা মেপে পাওয়া গেছে ৯৭ দশমিক ২ ডেসিবেল।

যত্রতত্র থেমে থাকা যানবাহনের হর্নে রাজশাহী নগরে বাড়ছে শব্দদূষণ। সোমবার নগরের ভদ্রা এলাকায়.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ পর ব শ নগর র

এছাড়াও পড়ুন:

স্নাতক পাস ও সমমান পর্যায়ের উপবৃত্তির আবেদন, শেষ তারিখ ১৫ মে

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের ২০২২-২৩ (ডিগ্রি ও ফাজিল ১ম বর্ষ) শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করা আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি, টিউশন ফি দেবে। এ জন্য নিচের সময়সূচি ও নির্দেশনা অনুসারে শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে সফটওয়্যারে নিচের তারিখ ও সময়ের মধ্যে আবেদন করতে হবে।

বিশেষ নির্দেশনা—

১. স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের (ডিগ্রি ও ফাজিল ১ম বর্ষ) শিক্ষার্থীদের সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে আবেদন করার তারিখ ও সময়: ১৫ মে ২০২৫ রাত ১১.৫৯টা পর্যন্ত।

২. সফটওয়্যারে এন্ট্রি করা শিক্ষার্থীদের আবেদনে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান কর্তৃক শিক্ষার্থীর উপস্থিতি ও বাছাই কমিটির রেজল্যুশন অনলাইনে সফটওয়্যারে আপলোড করে PMEAT’র ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেমে forward করার তারিখ ও সময়: ১৬ মে ২০২৫ সকাল ৯টা থেকে ২৭ মে ২০২৫ রাত ১১.৫৯টা পর্যন্ত।

৩. বর্ণিত নির্ধারিত সময়ের পরে কোনো শিক্ষার্থীর আবেদন এন্ট্রি বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে PMEAT’র ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেমে forward করা যাবে না।

আরও পড়ুনকম খরচ এবং সহজে ভিসার কারণে উচ্চশিক্ষায় বেছে নিতে পারেন এই ৫ দেশ০৮ মে ২০২৫

৪. উল্লেখ্য, উপবৃত্তি প্রদানের নিমিত্ত শিক্ষার্থী নির্বাচনের লক্ষ্যে সফটওয়্যারে তথ্য এন্ট্রির ক্ষেত্রে শিক্ষার্থীদের আবেদন ফরমে শিক্ষার্থী/পিতা/মাতার অ্যাকাউন্ট নম্বর হিসাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এর আওতাধীন ডাক অধিদপ্তরের সঙ্গে চুক্তিবদ্ধ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস হিসেবে শুধু সচল ‘নগদ’ অ্যাকাউন্ট নম্বর এন্ট্রি করতে হবে।

৫. শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন–সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইট এবং PMEAT’এর ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

৬. স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের উপবৃত্তি সংক্রান্ত হেল্প লাইন: ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৬৪১৫৬ ও ০১৭২৪৫৯৬৬৭৬ (অফিস চলাকালীন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হেল্প লাইন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে)।

বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট

আরও পড়ুনজাপানের স্টাডি সাপোর্ট স্কলারশিপ, ইংরেজি ও জাপানিজ দুই ভাষার দক্ষতা প্রয়োজন০৮ মে ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • প্রস্তাবে আটকে আছে সড়ক সংস্কার কাজ
  • ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব পুতিনের, যুদ্ধবিরতি প্রশ্নে নীরব
  • রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজে ভর্তি, ২০২২ সালের এইচএসসি পাসেও আবেদন
  • রেমিট্যান্স আহরণে সৌদি আরব শীর্ষে
  • স্নাতক পাস ও সমমান পর্যায়ের উপবৃত্তির আবেদন, শেষ তারিখ ১৫ মে
  • চার বছরের পরীক্ষার ফল: রাজশাহী শহরে প্রতিবছরই শব্দদূষণ বাড়ছে