Samakal:
2025-09-18@02:36:58 GMT

শম্ভু আচার্য্যের লোকপুরাণ

Published: 15th, May 2025 GMT

শম্ভু আচার্য্যের লোকপুরাণ

বৃহৎবঙ্গে দুই ধরনের পটচিত্র আমরা দেখতে পাই। বাংলাদেশে গাজীর পট ও পশ্চিমবঙ্গে কালীঘাটের পট। গাজীর পটের নিভৃতচারী শিল্পী শম্ভু আচার্য বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ পটুয়া। মুন্সীগঞ্জের আচার্য্য পরিবারের পটশিল্পের নবম প্রজন্মের এই শিল্পী  স্বদেশে ও বিদেশে দেশজ ও স্বকীয় চিত্রধারার জন্য স্বনামধন্য। 
১৫ মে বৃহস্পতিবার উত্তরার গ্যালারি কায়ায় শেষ হলো বর্তমান বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ গাজীর পটচিত্রী শম্ভু আচার্য্য। গত দুই বছরে আঁকা ৩১টি ছবি স্থান পেয়েছিল এ প্রদর্শনীতে। এখানে উঠে এসেছে আমাদের দেশীয় পৌরাণিক নানা উপাখ্যান। একইসঙ্গে স্থান পেয়েছে সাধারণ গ্রামীণ জীবনের আখ্যান। তবে সব ছাপিয়ে মুখ্য হয়ে উঠেছে মানুষের গল্প, মানবিকতার গল্প। যদি লোক-পৌরাণিক গাঁথার দিকে তাকাই, দেখতে পাই বাঘের পিঠে উপবিষ্ট গাজী, সঙ্গে আছে মানিক পীর ও কালু পীর। রয়েছে আরও নানা আরণ্যক প্রাসঙ্গিক চরিত্র। দেখতে পাই, বনে শায়িতা বনবাসিনী সীতাকে। তাকে পাহারা দিয়ে রেখেছে বনের পশু, সাপ। চারদিকে অশোক বৃক্ষে সীতা পরিবেষ্টিতা। আরও দেখতে পাই বেহুলাকে। উত্তাল জীবননদী পার হয়ে চলেছে মৃত স্বামীর ভেলা নিয়ে। যমপুরীতে এক অবিস্মরণীয় নাটক তখনও মঞ্চায়িত হওয়ার অপেক্ষায়। যদি চিত্রকর্মগুলোয় ফুটে ওঠা স্বাভাবিক দৈনন্দিনতার সৌন্দর্যের দিকে তাকাই খুঁজে পাব গ্রামীণ ঢেঁকিতে পাড় দেওয়ার দৃশ্য– সরষেভরা দিগন্তে পাখি উড়ে যাচ্ছে, দেখব বঁটির সামনে রুই মাছ হাতে উদ্যত মোহনীয় গৃহিণী, আরও দেখব গরুর গাড়িতে চলেছে বর-কনে, কিংবা নৌকায় চড়ে বাপের বাড়ি নাইয়র চলেছে বধূ। নজর কাড়বে জল তুলতে আসা রূপবতী গ্রামীণ তরুণীদের দল, মেয়ের চুল আঁচড়ে দিতে থাকা মা, মুগ্ধ করবে স্নানরতা তরুণী, মোহিত করবে প্রেমিক কৃষক আর তার প্রেমিকা গৃহিণীর চোখে-চোখে ভাষা বিনিময়, কলপাতার আড়াল থেকে চেয়ে থাকা কলাবউ। পটচিত্রের মৌলিক শৈলী অনুসারে এখানে আয়ত-প্রাচ্যমতি চোখ আর নিরুদ্বেগ মুখভঙ্গি কাজের গতির সঙ্গে একটি বৈপরীত্য তৈরি করে। শম্ভু আচার্য্যের নিজস্ব মুনশিয়ানায় পটচিত্রগুলোর বেশ কিছুতে রয়েছে আলো-ছায়ার কাজ; ফলে ছবিতে তৈরি হয়েছে ত্রিমাত্রিকতা। সামনে-পেছনে দূরত্ব সৃষ্টির জন্য, কখনও চিত্রে চরিত্রের তুলনামূলক গুরুত্ব বোঝাতে নানা রকম আকৃত-অসামঞ্জ্য তৈরি হয়েছে। ছবিগুলো তার সীমায়িত জগতের ভেতর পুরোপুরি মৌলিক আরেক বিকল্প জগতের গল্প বলে। সেই জগতে রং অতি-উজ্জ্বল, মৌলিক এবং প্রাকৃতিক উপাদানে তৈরি। মেয়েরা সেখানে ‘সোনার বরণ’, শৌখিন, সুস্বাস্থ্য ও দীর্ঘ গ্রীবার অধিকারিণী, অর্থাৎ গ্রামীণ গড় সৌন্দর্যের চেতনাভাষ্য সেখানে উঠে এসেছে। পুরুষরা বলশালী ও শৌখিন, গাভীরা দুগ্ধবতী, মাঠে শস্যমতী।  শম্ভু আচার্য্য নির্মিত সে এক স্বপ্নের জগৎ। 
শম্ভু আচার্য্যের শিক্ষক ছিলেন তাঁর বাবা সুধীন আচার্য্য, মা কমলা বালা দু’জনই। সুধীর আচার্য্য যখন কালিন্দিপাড়ায় স্ত্রী কমলা বালার সহযোগিতায় তৈরি করতেন প্রাকৃতিক রং, আঁকতেন গাজীর পট, তখন বালক শম্ভু আচার্য্য তাঁর হৃদয় দিয়ে দেখতেন। শম্ভু আচার্য্য তাঁর বাবা সুধীর আচার্য্যের কাছ থেকে যে শিল্পরীতির শিক্ষা পেয়েছিলেন, সেই শিল্পমাধ্যমের প্রতি যে একাগ্রতা, নিষ্ঠা তিনি দেখিয়েছেন তা আমাদের ঐতিহ্য গাজীর পটকে নিয়ে গিয়েছে বিশ্বের মঞ্চে। গাজীর পট কিন্তু শুধু প্রাকৃতিক রঙের বর্ণিল উপস্থাপনই নয়, এর পৌরাণিক, সামাজিক, তৎকাল ও সমসময় বলে সার্বিক ইতিহাসের কথা, জাতিগত ও সাম্প্রদায়িক সম্প্রীতির কথা। এই পট একজন আঁকতেন, একদল তা গান গেয়ে বর্ণনা করতেন। আমাদের শিল্পশৈলী যে কতখানি অনন্য ও ব্যাপক তার উৎকৃষ্ট উদাহরণগুলোর একটি এই গাজীর পট। 
প্রদর্শনীর উদ্বোধন করেছিলেন অন্তর্বর্তী সরকারের যোগাযোগবিষয়ক মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মোহাম্মদ নজরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ঢাকায় অস্ট্রেলিয়ার হাইকমিশনার মিস লারা অ্যাডামসসহ অনেকে। প্রদর্শনীর পৃষ্ঠপোষক ছিল এডিএন গ্রুপ। প্রকাশনা সংক্রান্ত সহায়তা করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। সেই সঙ্গে.

.. এটি ছিল গ্যালারি কায়ার ১৫৩তম প্রদর্শনী। শিল্পী গৌতম চক্রবর্তী গ্যালারি কায়া চলতি মাসে ২২তম বছরের যাত্রা শুরু করেছে। v

উৎস: Samakal

কীওয়ার্ড: পটচ ত র

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ