মোহাম্মদপুরে ‘ছিনতাইয়ের সময়’ ধরা, রাকিবকে পিটিয়ে হত্যা
Published: 16th, May 2025 GMT
রাজধানীর মোহাম্মদপুরে ‘ছিনতাইয়ের সময়’ দুইজনকে ধরে জনতা পিটুনি দেওয়ার পর হাসপাতালে একজন মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে মোহাম্মদপুরের বসিলা সিটি হাউজিং এলাকায় এ ঘটনায় নিহত যুবকের নাম রাকিব (২৮)। আহত মিলন (৩৮) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, সকালে কয়েকজন যুবক বসিলার ওই আবাসিক এলাকায় দেশি অস্ত্রসহ ছিনতাইয়ে নেমেছিল। এসময় স্থানীয়রা জড়ো হয়ে দুইজনকে ধরে ফেলেন। বাকিরা পালিয়ে যান। গণপিটুনিতে আহত দুইজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে রাকিব নামের একজন মারা যান।
তিনি বলেন, রাকিবের বিরুদ্ধে এর আগে মোহাম্মদপুর থানায় একটি চুরির মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প ট য় হত য ম হ ম মদপ র
এছাড়াও পড়ুন:
ঝিনাইদহে ৩ বাড়িতে অজ্ঞান পার্টির হানা, নগদ অর্থ ও স্বর্ণালংকার লু
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর গ্রামে অজ্ঞান পার্টি ৩ টি বাড়িতে হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
বুধবার (১৫ মে) দিবাগত গভীর রাতে অজ্ঞান পার্টি হানা দিয়ে এ লুটপাট চালায়।
গফুর মোল্লা নামে ওই গ্রামের একজন ভুক্তভোগী জানান, গভীর রাতে ঘুমন্ত অবস্থায় তার পরিবারের সদস্যরা অজ্ঞান হয়ে পড়েন। সকালে জ্ঞান ফিরলে তারা ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান এবং মূল্যবান সামগ্রী খোয়া যাওয়ার বিষয়টি বুঝতে পারেন।
তিনি বলেন, “দুর্বৃত্তরা বাসিন্দাদের অজ্ঞান করে বাড়ি থেকে নগদ ২ লাখ ৬০ হাজার টাকা, ৯ ভরি স্বর্ণের গহনা, জমির দলিল ও ব্যাংকের চেকবই লুট করে নিয়ে গেছে।”
একইভাবে তার প্রতিবেশী মনোরঞ্জন বিশ্বাসের বাড়িতে হানা দেয় অজ্ঞান পার্টির সদস্যরা। এ সময় সেখান থেকে ১ ভরি স্বর্ণের গহনা ও ২ ভরি রুপার গহনা নিয়ে যায় দুর্বৃত্তরা। এছাড়াও প্রতিবেশী আরও একজনের বাড়ি থেকে ২ ভরি স্বর্ণের গহনা ও নগদ টাকা লুট হয়েছে।
শৈলকুপার ভাটই থানার এ এস আই রবিউল ইসলাম বলেন, “ঘটনাস্থলে আমরা গিয়েছিলাম এবং তদন্ত চলছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান চলছে।”
এর আগেও শৈলকুপায় একই ধরনের একাধিক ঘটনা ঘটেছে, তবে এখনও পর্যন্ত কোনো অপরাধীকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ নিয়ে স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
ঢাকা/শাহরিয়ার/টিপু