চলতি মৌসুমে ঘরের মাঠে শেষ ম্যাচ খেলেছে অ্যাস্টন ভিলা। টটেনহ্যামের বিপক্ষে ২-০ গোলে জিতেছে উনাই এমেরির দল। ম্যাচ শেষে ভেজা চোখে ভক্তদের অভিবাদন জানান অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তার সঙ্গে স্ত্রী-সন্তানও ছিল।

অ্যাস্টন ভিলার গোলবারে মার্টিনেজ ভালো করলেও কিছু খারাপ ম্যাচও গেছে তার। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজির বিপক্ষে চোখে লাগার মতো ভুল করে কোচ উনাই এমেরির সমর্থন হারান।

এরপরই মৌসুম শেষে মার্টিনেজের অ্যাস্টন ভিলা ছাড়ার খবর চাউর হয়েছে। তার বিদায়ী অভিবাদন ওই গুঞ্জনে জোর হাওয়া দিয়েছে। তাকে সৌদি আরবের ক্লাব আকর্ষণীয় প্রস্তাব দিয়েছে বলে সংবাদ মাধ্যম দাবি করেছে। ইউরোপের দুটি ক্লাবও নাকি বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা জয়ী গোলরক্ষককে দলে নিতে আগ্রহী।

তবে মার্টিনেজ ২০২৬ বিশ্বকাপ লক্ষ্য ধরে ইউরোপে থেকে যেতে চান। যে কারণে সৌদি লিগের প্রস্তাব ফিরিয়ে দিতে পারেন। অ্যাস্টন ভিলার সঙ্গে তার ২০২৯ মৌসুম পর্যন্ত চুক্তি আছে। তার বর্তমান বাজারদর ২৫ মিলিয়ন ইউরো।

অ্যাস্টন ভিলা এমি মার্টিনেজকে ছেড়ে এস্পানিওয়ের ২৪ বছর বয়সী স্প্যানিশ গোলরক্ষক জোয়াও গার্সিয়াকে দলে নেওয়ার চেষ্টা করছে। তার বাজারদর ২০ মিলিয়ন ইউরো। তবে আগামী জুনে স্পেন জাতীয় দলে ডাক পেলে দাম বেড়ে ২৫ মিলিয়ন ইউরো হয়ে যাবে।

এছাড়া রিয়াল মাদ্রিদের গোলরক্ষক আন্দ্রে লুনিনের চোখ রাখছেন অ্যাস্টন ভিল্লা কোচ উনাই এমেরি। লুনিন রিয়ালের দ্বিতীয় পছন্দের গোলরক্ষক। ইউক্রেন জাতীয় দলের এই গোলরক্ষক শুরুর একাদশে নিয়মিত খেলার সুযোগ খুঁজছেন। অ্যাস্টন ভিলা তাকে ওই সুযোগ দিয়ে ভিল্লা পার্কে ভেড়াতে পারে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ টবল দলবদল এম ল য় ন ম র ট ন জ অ য স টন ভ ল

এছাড়াও পড়ুন:

বরিশালে সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা

বরিশালে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আক্তার ফারুক শাহীনের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার বরিশালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন বিএনপির পদ স্থগিত থাকা আইনজীবী বিলকিস আক্তার জাহান শিরিন। বিচারক মো. হাবিবুর রহমান চৌধুরী মামলার পরবর্তী দিন আগামী ১ সেপ্টেম্বর ধার্য করেন ও শাহীনের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন। শাহীন দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান।  

মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত বছর ১১ আগস্ট ‘বরিশালে ১০ কোটি টাকার পুকুর ভরাটের চেষ্টা বিএনপি নেত্রী শিরিনের’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি ছিল ষড়যন্ত্রমূলক। তার দাদা ৬৫ বছর পূর্বে পুকুরটি ক্রয় করেছেন। ওয়ারিশ সূত্রে তিনি আধা শতাংশ মালিকও নন। এর মূল্যে কোনোভাবেই ১০ কোটি টাকা হতে পারে না। তাছাড়া পুকুরটি এখন ব্যবহার অযোগ্য। সেটি ভরাটের সঙ্গে তিনি (শিরিন) কোনোভাবেই জড়িত নন।

মামলা করা পর বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে আইনজীবী শিরিন বলেন, ‘সংবাদটি প্রকাশ করে আমার রাজনৈতিক ও পরিবারের সামাজিক ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। একাধিক প্রতিবাদ লিপি দিলেও পত্রিকাটির কর্তৃপক্ষ গুরুত্ব দেয়নি। ব্যুরো প্রধানকে পর পর দিনটি আইনি নোটিশ দিলেও তিনি জবাব দেননি’। 

এ বিষয়ে সাংবাদিক শাহিন বলেন, ‘জাল দলিল সূত্রে পুকুরটির মালিকানা বদল হয়েছে। দালিলিকভাবে সেটি জনস্বার্থে ব্যবহারের জন্য উন্মুক্ত পুকুর। জলাশয় আইনে এটি ভরাট করা অপরাধ। ৫ আগস্টের পর পটপরিবর্তনের পর শিরিনের ভাই শামিম সশরীরে উপস্থিত থেকে পুকুর ভরাট করেন। ভরাট করায় পরিবেশ অধিদপ্তর যে নোটিশ দিয়েছে, তাতেও শিরিনের নামও রয়েছে। মামলার বিষয়টি আদালতে আইনিভাবে মোকাবিলা করা হবে’।

সম্পর্কিত নিবন্ধ