ঢাকা সেনানিবাস সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ নিষেধ: আইএসপিআর
Published: 17th, May 2025 GMT
ঢাকা সেনানিবাস সংলগ্ন এলাকায় সভা সমাবেশসহ সব ধরনের বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। আগামীকাল রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে’ আগামীকাল ১৮ মে (রোববার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক, বিজয় স্বরণি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাংগীর গেটসংলগ্ন এলাকা, বিএএফ শাহীন কলেজ থেকে মহাখালী ফ্লাইওভারসংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাষানটেক, মাটিকাটা, ইসিবি চত্ত্বর ও তৎসংলগ্ন এলাকায় ‘সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ’ করা হল।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রুমায় সেনাবাহিনীর অভিযান, কেএনএএর কমান্ডারসহ নিহত ২
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে সেনাবাহিনী। এ সময় কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএ) কমান্ডারসহ দুই সদস্য নিহত হয়েছেন।
এছাড়াও অভিযানে ৩টি এসএমজি, ১টি রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, অভিযান চলমান রয়েছে।