তিন দিনের অচলাবস্থার পর আগামীকাল রোববার থেকে পূর্ণোদ্যমে শুরু হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা। তিন দফা দাবির আন্দোলন শেষে আগামীকাল থেকে ক্লাসে ফিরছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। ইউজিসি শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় গতকাল রাতেই শিক্ষক-শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাসংলগ্ন কাকরাইল মসজিদের সামনে থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে,  চলমান ক্লাস, সেমিস্টার ফাইনাল, মিডটার্মসহ প্রশাসনিক কাজ আগামীকাল থেকে আবারও চালু হবে। বেশ কিছু বিভাগের পরীক্ষার তারিখ শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পেছানো হয়েছে। তবে ক্লাস নিয়মিত চালু থাকবে।

বিশ্ববিদ্যালয়ে আজ শনিবার শিক্ষার্থীদের সরব উপস্থিতি দেখা যায়। বিকেলে ইসলামিক স্টাডিজ বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের মাঠে শিক্ষক–শিক্ষার্থীরা যোগ দেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, ছাত্রকল্যাণ পরিচালক ও শিক্ষক সমিতির নেতারাসহ প্রশাসনের অনেকেই সেখানে উপস্থিত হন। বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর, শহীদ মিনার, বিজ্ঞান অনুষদের মাঠে শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের উপস্থিতি আরও বাড়ে।

আবাসন ভাতা, প্রস্তাবিত বাজেট অনুমোদনসহ তিন দফা দাবিতে বুধবার ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি দিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশের বাধার মুখে পড়েন। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্তত ৩৬ শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাঁদের অধিকাংশই প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। হামলাকারী পুলিশদের বিচারের দাবিসহ বুধবার থেকে কাকরাইল মসজিদের সামনে অবস্থান নেন শিক্ষক-শিক্ষার্থীরা।

তিন দিন অবস্থানের পর ইউজিসির চেয়ারম্যান দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে, অবস্থান কর্মসূচি প্রত্যাহার করা হয় এবং বিশ্ববিদ্যালয় শাটডাউন তুলে নিয়ে পুনরায় কার্যক্রম শুরুর ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদদীন ।

আন্দোলন শেষে ক্লাসে ফিরতে পেরে স্বস্তিতে শিক্ষার্থীরাও। দাবি মেনে নিয়ে আন্দোলন প্রত্যাহার হওয়ায় স্বস্তি জানিয়ে প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নীলাঞ্জনা হালদার প্রথম আলোকে বলেন, ‘তিন দিনের আন্দোলনে অনেক ক্লান্ত সবাই৷ তবে আশার বাণী হচ্ছে, ইউজিসি আমাদের দাবি মেনে নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শাটডাউন তুলে নেওয়া হয়েছে, আমাদের ক্লাস-পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আমরা আবার পড়াশোনায় মনোযোগী হব।’

নীলাঞ্জনা হালদার আরও বলেন, ‘রাস্তা থেকে আমরা এখন বাসায় এসেছি, মনে কিছুটা স্বস্তিও কাজ করছে। তবে শঙ্কাও আছে কিছুটা। যদি আগের মতো আমাদের দাবি বাস্তবায়িত না হয়, তবে আমাদের আবারও আন্দোলনে নামতে হবে। নিজেদের পড়াশোনা ছেড়ে আমরা বারবার আন্দোলনে নামতে চাই না। আশা করি, আমাদের দাবিগুলো দ্রুতই বাস্তবায়িত হবে।’

কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো.

মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, ‘একজন শিক্ষার্থী হিসেবে আমাদের মূলকাজ পড়াশোনা করা। কিন্তু দীর্ঘদিন ধরে আমরা বৈষম্যের শিকার হয়ে আসছি, সে জন্য আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছিলাম। আমরা পড়ার টেবিলে ফিরতে চাই, আর আন্দোলনে নামতে চাই না। সরকারকে আমাদের মেনে নেওয়া দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করার জন্য জোর দাবি জানাচ্ছি।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আগ ম ক ল অবস থ ন উপস থ ত পর ক ষ আম দ র

এছাড়াও পড়ুন:

মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।

মেটা রেব্যান ডিসপ্লে

সম্পর্কিত নিবন্ধ