Prothomalo:
2025-05-17@22:40:40 GMT

রিকশা উচ্ছেদ নয়

Published: 17th, May 2025 GMT

সম্প্রতি উত্তর ঢাকা সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান শুরু করেছেন। বলা হচ্ছে, এসব অটোরিকশা দুর্ঘটনার কারণ, পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করে। তবে এই উদ্যোগ বাস্তবায়নে মানবিক দিকটি উপেক্ষিত হয়েছে।

ব্যাটারিচালিত রিকশাসহ অন্যান্য রিকশার চালকেরা সাধারণত হতদরিদ্র, দিনমজুর শ্রেণির মানুষ। এরা দিন আনে দিন খায়। হঠাৎ করে রিকশা উচ্ছেদ করলে তাদের আয় বন্ধ হয়ে যাবে, পরিবার নিয়ে অনিশ্চয়তায় পড়বেন। পুনর্বাসনের কোনো উদ্যোগ ছাড়াই এ ধরনের অভিযান তাদের জীবিকাকে হুমকির মুখে ফেলছে।

নিরাপদ সড়ক নিশ্চিত করা অবশ্যই জরুরি, তবে তা হতে হবে পরিকল্পিত ও মানবিক। কোনো বিকল্প আয়ের ব্যবস্থা না করে কেবল উচ্ছেদ চালানো অন্যায্য।

প্রশাসনের উচিত প্রথমে রিকশাচালকদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া। এরপর সঠিক নিয়মে অবৈধ যানবাহন অপসারণ করলে তা টেকসই ও মানবিক হবে।

বিকল্প কর্মসংস্থানের পরিকল্পনা ছাড়া অটোরিকশা উচ্ছেদ করলে সমাজেও তা নানা ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে। বেড়ে যাবে অপরাধ।

মো: ইয়ামিন খান

ফরিদপুর।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পুতিনকে ফোন করবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে কথা বলতে আগামীকাল সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন। তিনি বলেছেন, এই ফোনালাপ হবে ‘রক্তপাত বন্ধ করার’ চেষ্টা নিয়ে।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এই ফোনালাপটি অনুষ্ঠিত হবে সোমবার (স্থানীয় সময়) সকাল ১০টায়। পুতিনের সঙ্গে কথা বলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ন্যাটোর কয়েকটি দেশের নেতাদের সঙ্গেও কথা বলবেন তিনি।

যুদ্ধের তিন বছরের মধ্যে প্রথমবারের মতো গত শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে সামনাসামনি বৈঠকে বসে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল। তবে ওই বৈঠকে কোনো অগ্রগতি অর্জন হয়নি। তবে দুই পক্ষ বন্দি বিনিময়ের বিষয়ে সম্মতি হয়েছে।

ট্রাম্প প্রস্তাব দিয়েছিলেন, পুতিন উপস্থিত থাকলে তিনি ওই বৈঠকে অংশ নেবেন। তবে রাশিয়ার প্রেসিডেন্ট সেখানে যেতে চাননি।

আরও পড়ুনপুতিন ও আমি একসঙ্গে না বসা পর্যন্ত কিছুই হবে না: ট্রাম্প১৫ মে ২০২৫

গত বৃহস্পতিবার ট্রাম্প বলেন, পুতিন ও তাঁর নিজের একসঙ্গে বসা ছাড়া ইউক্রেন শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব নয়। এর দুদিনের মধ্যে পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলার বিষয়টি নিজেই ঘোষণা দিলেন তিনি।

এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার সংবাদ সংস্থাগুলোর কাছে নিশ্চিত করেছেন যে, সোমবার পুতিন ও ট্রাম্পের মধ্যে একটি ফোনালাপের প্রস্তুতি চলছে। এর আগেও এই বিষয়ে দুই নেতা একবার ফোনে কথা বলেছেন।

পেসকভ বার্তা সংস্থা তাসকে বলেন, ‘আলোচনার প্রস্তুতি চলছে।’

ট্রাম্প ট্রুথ সোশ্যালে বলেছেন, ‘আশা করছি এটি একটি ফলপ্রসূ দিন হবে ও যুদ্ধবিরতি কার্যকর হবে। এই সহিংস যুদ্ধ যা কখনোই হওয়া উচিত ছিল না সেটি শেষ হবে।’

সম্পর্কিত নিবন্ধ