অগ্নি দুর্ঘটনায় আইসিইউতে ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার
Published: 17th, May 2025 GMT
বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার লুসিও অগ্নি দুঘর্টনার শিকার হয়েছেন। গত ১৫ মে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। তাকে ব্রাসিলিয়ার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। ৪৭ বছর বয়সী এই সাবেক ডিফেন্ডারকে আইসিইউ’তে রাখা হয়েছে।
সংবাদ মাধ্যম লা গেজেত্তে দেল্লো স্পোর্টস জানিয়েছে, দুর্ঘটনার লুসিও’র শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। সার্বক্ষণিক তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়ে জানিয়েছে, লুসিও’র জ্ঞান আছে এবং তার অবস্থা স্থিতিশীল।
সংবাদ মাধ্যম আরও জানিয়েছে, লুসিও নিজের বাড়িতেই অগ্নি দুর্ঘটনার শিকার হন। তবে কীভাবে অগ্নি দুর্ঘটনা হয়েছে তা নিশ্চিত করা হয়নি।
লুসিওর ব্রাজিলের জার্সিতে ২০০০ সালে অভিষেক হয়। তিনি ২০০১ সালে বায়ার লেভারকুসেনে যোগ দেন। ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জেতেন তিনি। জিতেছেন দুটি কনফেডারেশন কাপও। বিশ্বকাপ জয়ের পর বায়ার্ন মিউনিখে যোগ দেন গতিময় এই সেন্ট্রাল ডিফেন্ডার। ২০০৯ সালে ইন্টার মিলানে যোগ দিয়ে হোসে মরিনহোর অধীনে চ্যাম্পিয়ন্স লিগ জেতেন।
লুসিও ২০২০ সালে ব্রাসিলিয়েন্সের হয়ে ২৩ বছরের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানেন। অবসরের পর তিনি ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় স্ত্রী ও তিন সন্তান নিয়ে বসবাস করেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব র জ ল ফ টবল দ র ঘটন
এছাড়াও পড়ুন:
শিল্পকলায় আজ ‘ইনভিজিবল স্টোরিজ’
আজ ও আগামীকাল সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির থিয়েটার মিলনায়তনে পরিবেশিত হবে ইনভিজিবল স্টোরিজ। আলিয়ঁস ফ্রঁসেজের উদ্যোগে বডি পাপেট নাটকটির নির্দেশনা দিয়েছেন ফরাসি পাপেটশিল্পী লহি ক্যানাক। নির্দেশকের সঙ্গে প্রযোজনাটিতে পারফর্ম করবেন বাংলাদেশের ফারহাদ আহমেদ।
আলিয়ঁস ফ্রঁসেজের প্রোগ্রাম অফিসার মামুনুর রশীদ প্রথম আলোকে জানান, বাংলাদেশ-ফ্রান্স যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে ইনভিজিবল স্টোরিজ। তিন মাসের বেশি সময় সুন্দরবনসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে লোকজ উপাদান সংগ্রহ করে বডি পাপেটটি তৈরি করেছেন ক্যানাক। বডি পাপেটে নাটকে পুতুলের পাশাপাশি মানুষেরও অংশগ্রহণ থাকে।
পুতুলনাচ শেখার প্রতিষ্ঠান ‘থিয়েটর ইকোল দু পাসাজ’-এ নিলস অ্যারেস্ট্রুপ ও আলেকজান্দর দেল পেরুজার কাছ থেকে ক্ল্যাসিক্যাল থিয়েটারে প্রশিক্ষণ নিয়েছেন লহি ক্যানাক। ১৯৯৭ সালে নিজেই প্রতিষ্ঠা করেন কোম্পানি ‘গ্রেন দ্য ভি’। কল্পনাপ্রবণ, শারীরিক ও আবেগনির্ভর পাপেট থিয়েটারের জন্য এটি জনপ্রিয়। অন্যদিকে ঢাকার ফারহাদ আহমেদ মূলত থিয়েটারকর্মী, নাচেও রয়েছে তাঁর দক্ষতা। ২০১২ সাল থেকে তিনি প্রাচ্যনাট থিয়েটারের সঙ্গে যুক্ত এবং ২০১৪ সাল থেকে কাজ করছেন জলপুতুল পাপেটসের সঙ্গে।
নির্দেশকের ভাষ্যে, ইনভিজিবল স্টোরিজ এক চমকপ্রদ অভিযাত্রার গল্প। যেখানে দুই বিজ্ঞানী ঢাকার প্রাত্যহিক জীবনে অতিপ্রাকৃত প্রভাব নিয়ে গবেষণায় নিমগ্ন। তাঁদের এই যাত্রা ধীরে ধীরে এক অতিপ্রাকৃত অভিযানে রূপ নেয়, যা তাঁদের নিয়ে যায় সুন্দরবনের রহস্যময় গহিনে। পারফরম্যান্সটিতে নাচ, গান ও পাপেট্রির সমন্বয়ে নানা ধর্ম ও লোককথা থেকে সংগৃহীত ভৌতিক গল্প ও অতিপ্রাকৃত বিষয়বস্তু উপস্থাপন করা হয়েছে।
দুই দিনের এ প্রদর্শনী আসন থাকা সাপেক্ষে বিনা মূল্যে উপভোগ করতে পারবেন যেকোনো দর্শক।
আরও পড়ুনসময় ও সংগ্রামের ‘অগ্নিশ্রাবণ’৩০ জুন ২০২৫ঢাকায় প্রদর্শনীর পর ইনভিজিবল স্টোরিজ নিয়ে মধ্য আগস্টে ফ্রান্স সফরে যাবেন ফারহাদ আহমেদ ও প্রযোজনা সহকারী স্বাতী ভদ্র।