বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার লুসিও অগ্নি দুঘর্টনার শিকার হয়েছেন। গত ১৫ মে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। তাকে ব্রাসিলিয়ার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। ৪৭ বছর বয়সী এই সাবেক ডিফেন্ডারকে আইসিইউ’তে রাখা হয়েছে।  

সংবাদ মাধ্যম লা গেজেত্তে দেল্লো স্পোর্টস জানিয়েছে, দুর্ঘটনার লুসিও’র শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। সার্বক্ষণিক তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়ে জানিয়েছে, লুসিও’র জ্ঞান আছে এবং তার অবস্থা স্থিতিশীল। 

সংবাদ মাধ্যম আরও জানিয়েছে, লুসিও নিজের বাড়িতেই অগ্নি দুর্ঘটনার শিকার হন। তবে কীভাবে অগ্নি দুর্ঘটনা হয়েছে তা নিশ্চিত করা হয়নি।

লুসিওর ব্রাজিলের জার্সিতে ২০০০ সালে অভিষেক হয়। তিনি ২০০১ সালে বায়ার লেভারকুসেনে যোগ দেন। ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জেতেন তিনি। জিতেছেন দুটি কনফেডারেশন কাপও। বিশ্বকাপ জয়ের পর বায়ার্ন মিউনিখে যোগ দেন গতিময় এই সেন্ট্রাল ডিফেন্ডার। ২০০৯ সালে ইন্টার মিলানে যোগ দিয়ে হোসে মরিনহোর অধীনে চ্যাম্পিয়ন্স লিগ জেতেন। 

লুসিও ২০২০ সালে ব্রাসিলিয়েন্সের হয়ে ২৩ বছরের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানেন। অবসরের পর তিনি ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় স্ত্রী ও তিন সন্তান নিয়ে বসবাস করেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব র জ ল ফ টবল দ র ঘটন

এছাড়াও পড়ুন:

ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পুতিনকে ফোন করবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে কথা বলতে আগামীকাল সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন। তিনি বলেছেন, এই ফোনালাপ হবে ‘রক্তপাত বন্ধ করার’ চেষ্টা নিয়ে।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এই ফোনালাপটি অনুষ্ঠিত হবে সোমবার (স্থানীয় সময়) সকাল ১০টায়। পুতিনের সঙ্গে কথা বলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ন্যাটোর কয়েকটি দেশের নেতাদের সঙ্গেও কথা বলবেন তিনি।

যুদ্ধের তিন বছরের মধ্যে প্রথমবারের মতো গত শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে সামনাসামনি বৈঠকে বসে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল। তবে ওই বৈঠকে কোনো অগ্রগতি অর্জন হয়নি। তবে দুই পক্ষ বন্দি বিনিময়ের বিষয়ে সম্মতি হয়েছে।

ট্রাম্প প্রস্তাব দিয়েছিলেন, পুতিন উপস্থিত থাকলে তিনি ওই বৈঠকে অংশ নেবেন। তবে রাশিয়ার প্রেসিডেন্ট সেখানে যেতে চাননি।

আরও পড়ুনপুতিন ও আমি একসঙ্গে না বসা পর্যন্ত কিছুই হবে না: ট্রাম্প১৫ মে ২০২৫

গত বৃহস্পতিবার ট্রাম্প বলেন, পুতিন ও তাঁর নিজের একসঙ্গে বসা ছাড়া ইউক্রেন শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব নয়। এর দুদিনের মধ্যে পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলার বিষয়টি নিজেই ঘোষণা দিলেন তিনি।

এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার সংবাদ সংস্থাগুলোর কাছে নিশ্চিত করেছেন যে, সোমবার পুতিন ও ট্রাম্পের মধ্যে একটি ফোনালাপের প্রস্তুতি চলছে। এর আগেও এই বিষয়ে দুই নেতা একবার ফোনে কথা বলেছেন।

পেসকভ বার্তা সংস্থা তাসকে বলেন, ‘আলোচনার প্রস্তুতি চলছে।’

ট্রাম্প ট্রুথ সোশ্যালে বলেছেন, ‘আশা করছি এটি একটি ফলপ্রসূ দিন হবে ও যুদ্ধবিরতি কার্যকর হবে। এই সহিংস যুদ্ধ যা কখনোই হওয়া উচিত ছিল না সেটি শেষ হবে।’

সম্পর্কিত নিবন্ধ