নগর ভবনকেন্দ্রিক লুটপাট চালু রাখতে মেয়র হিসেবে শপথে বাধা দেওয়া হচ্ছে
Published: 17th, May 2025 GMT
বিএনপির নেতা ইশরাক হোসেন অভিযোগ করেছেন, নগর ভবনকেন্দ্রিক লুটপাট চালু রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে তাঁকে বাধা দেওয়া হচ্ছে। কোনো দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘তারা চাইছে, তাদের নিজস্ব দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে বসাবে এবং আগামী নির্বাচনের সময় একটা ফায়দা লুটবে। বর্তমানে যে অর্থনৈতিক লুটপাট চলছে নগর ভবনকেন্দ্রিক এবং বিভিন্ন ঠিকাদারিসহ সব কিছুতে সেগুলো চলমান রাখার জন্য তারা এখন আমাকে বাধা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে।’
আজ শনিবার সন্ধ্যায় ঢাকার জাতীয় প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলন করেন ইশরাক হোসেন। তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশের ২০ দিন হয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত শপথের জন্য কোনো ধরনের পদক্ষেপ সরকার নেয়নি। শপথ গ্রহণে কেন পদক্ষেপ নেওয়া হচ্ছে না এবং এ নিয়ে কেন কালক্ষেপণ করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। আদালতের রায়ের পর ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। মেয়র হিসেবে ইশরাকের শপথের বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার পরও কোনো উদ্যোগ না নেওয়ায় বুধবার থেকে তাঁর সমর্থকেরা নগর ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন।
ইশরাকের পক্ষে মামলার রায় ও নির্বাচন কমিশনের আপিল না করার বিষয়ে কোনো আইনি জটিলতা আছে কি না, সে সম্পর্কে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বৃহস্পতিবার আইন ও বিচার বিভাগে চিঠি দিয়েছে।
এ বিষয়ে ইশরাক হোসেন সংবাদ সম্মেলনে বলেন, নির্বাচন কমিশনের চিঠি পাওয়ার পর কমিশনকে পাল্টা চিঠি লিখে স্থানীয় সরকার বিভাগ। সেখানে একাধিক রেফারেন্স দিয়ে বলার চেষ্টা করেছে কমিশন আপিল করবে কি না। অথচ নির্বাচন কমিশন কিন্তু সিদ্ধান্ত নিয়ে গেজেট প্রকাশ করেছে। এরপরও স্থানীয় সরকার মন্ত্রণালয় কালক্ষেপণ করার জন্য আবার চিঠি দিয়েছে। নানা ধরনের কালক্ষেপণের আশ্রয় তারা নিয়েছে। এটির মধ্য দিয়ে স্পষ্টই বোঝা যায়, সরকারের ভেতর একটি সরকার রয়েছে। যারা এখন দলীয় আচরণ করছে একটি বিশেষ দলকে সুবিধা দিতে।
বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেন, নির্বাচন কমিশনের ওপর এ সরকার একধরনের হস্তক্ষেপ শুরু করেছে। জাতীয় নির্বাচনের এর প্রভাব কী হতে পারে, সেটা নিয়ে জনগণ এখন শঙ্কিত হয়ে পড়েছে।
নগর ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইশরাক হোসেন বলেন, এ আন্দোলন তিনি আহ্বান করেননি। কারা নগর ভবনে তালা দিয়েছেন, তা তিনি বলতে পারবেন না। জনদুর্ভোগ হয় এমন কিছু না করতে আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি এ–ও বলেছেন, যাঁরা আন্দোলন করছেন, তাঁদের অধিকার তিনি ক্ষুণ্ন করতে পারছেন না। কারণ, এখন অনেকেই তাঁদের দাবি আদায়ে আন্দোলন করছেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স থ ন য় সরক র ইশর ক হ স ন
এছাড়াও পড়ুন:
শিল্পকলায় আজ ‘ইনভিজিবল স্টোরিজ’
আজ ও আগামীকাল সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির থিয়েটার মিলনায়তনে পরিবেশিত হবে ইনভিজিবল স্টোরিজ। আলিয়ঁস ফ্রঁসেজের উদ্যোগে বডি পাপেট নাটকটির নির্দেশনা দিয়েছেন ফরাসি পাপেটশিল্পী লহি ক্যানাক। নির্দেশকের সঙ্গে প্রযোজনাটিতে পারফর্ম করবেন বাংলাদেশের ফারহাদ আহমেদ।
আলিয়ঁস ফ্রঁসেজের প্রোগ্রাম অফিসার মামুনুর রশীদ প্রথম আলোকে জানান, বাংলাদেশ-ফ্রান্স যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে ইনভিজিবল স্টোরিজ। তিন মাসের বেশি সময় সুন্দরবনসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে লোকজ উপাদান সংগ্রহ করে বডি পাপেটটি তৈরি করেছেন ক্যানাক। বডি পাপেটে নাটকে পুতুলের পাশাপাশি মানুষেরও অংশগ্রহণ থাকে।
পুতুলনাচ শেখার প্রতিষ্ঠান ‘থিয়েটর ইকোল দু পাসাজ’-এ নিলস অ্যারেস্ট্রুপ ও আলেকজান্দর দেল পেরুজার কাছ থেকে ক্ল্যাসিক্যাল থিয়েটারে প্রশিক্ষণ নিয়েছেন লহি ক্যানাক। ১৯৯৭ সালে নিজেই প্রতিষ্ঠা করেন কোম্পানি ‘গ্রেন দ্য ভি’। কল্পনাপ্রবণ, শারীরিক ও আবেগনির্ভর পাপেট থিয়েটারের জন্য এটি জনপ্রিয়। অন্যদিকে ঢাকার ফারহাদ আহমেদ মূলত থিয়েটারকর্মী, নাচেও রয়েছে তাঁর দক্ষতা। ২০১২ সাল থেকে তিনি প্রাচ্যনাট থিয়েটারের সঙ্গে যুক্ত এবং ২০১৪ সাল থেকে কাজ করছেন জলপুতুল পাপেটসের সঙ্গে।
নির্দেশকের ভাষ্যে, ইনভিজিবল স্টোরিজ এক চমকপ্রদ অভিযাত্রার গল্প। যেখানে দুই বিজ্ঞানী ঢাকার প্রাত্যহিক জীবনে অতিপ্রাকৃত প্রভাব নিয়ে গবেষণায় নিমগ্ন। তাঁদের এই যাত্রা ধীরে ধীরে এক অতিপ্রাকৃত অভিযানে রূপ নেয়, যা তাঁদের নিয়ে যায় সুন্দরবনের রহস্যময় গহিনে। পারফরম্যান্সটিতে নাচ, গান ও পাপেট্রির সমন্বয়ে নানা ধর্ম ও লোককথা থেকে সংগৃহীত ভৌতিক গল্প ও অতিপ্রাকৃত বিষয়বস্তু উপস্থাপন করা হয়েছে।
দুই দিনের এ প্রদর্শনী আসন থাকা সাপেক্ষে বিনা মূল্যে উপভোগ করতে পারবেন যেকোনো দর্শক।
আরও পড়ুনসময় ও সংগ্রামের ‘অগ্নিশ্রাবণ’৩০ জুন ২০২৫ঢাকায় প্রদর্শনীর পর ইনভিজিবল স্টোরিজ নিয়ে মধ্য আগস্টে ফ্রান্স সফরে যাবেন ফারহাদ আহমেদ ও প্রযোজনা সহকারী স্বাতী ভদ্র।