বগুড়ার ধুনটে এক কলেজ ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় মাকে কুপিয়ে ও বাবাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ফয়সাল আকাশ (২৫) নামে এক ‍যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই যুবককে পুলিশে সোপর্দ করেছেন তার বাবা।

গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে আবুল মুনছুর আহম্মেদ পাশা ছেলেকে পুলিশের হাতে তুলে দেন। এ বিষয়ে নিজের ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি।

ছেলেকে পুলিশে সোপর্দ করা আবুল মুনছুর আহম্মেদ পাশা ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। 

আরো পড়ুন:

সাম্য হত্যা: শাহবাগ থানার সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ  

নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

শনিবার (১৭ মে) বিকেল ৫টায় ফয়সাল আকাশকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

ভুক্তভোগীরা হলেন- উল্লাপাড়া গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী আর্জিনা বেগম।

স্থানীয় সূত্রে জানা গেছে, উল্লাপাড়া গ্রামের কৃষক জাহাঙ্গীর আলমের কলেজ পড়ুয়া মেয়েকে প্রায় উত্ত্যক্ত করেন আকাশ। কলেজ ছাত্রীর মা আর্জিনা বেগম প্রতিবাদ করেন। গত শুক্রবার আকাশ কলেজ ছাত্রীর বাসায় গিয়ে তার মা আর্জিনা বেগমকে কুপিয়ে আহত করেন। স্ত্রীকে বাঁচাতে এগিয়ে গেলে জাহাঙ্গীর আলমকেও পেটান আকাশ। পরে তিনি সেখান থেকে চলে যান।

এলাকাবাসী আহতদের উদ্ধার প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আর্জিনা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশ ফয়সাল আকাশকে গ্রেপ্তারে শুক্রবার রাত ৮টায় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এসময় আবুল মুনছুর আহম্মেদ পাশা তার ছেলে ফয়সাল আকাশকে পুলিশে সোপর্দ করেন। এ সময় তার নেতাকর্মীদের কেউ একজন ছোলেকে পুলিশে সোপর্দের ছবিটি তোলেন। ‍

আবুল মুনছুর আহম্মেদ পাশা ওই ছবি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‍“আমি আপোষহীন নেত্রীর কর্মী কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করতে জানি না। আমার বুকের পাঁজর ফেটে গেলেও সামান্য রাগের বশীভূত হয়ে একটু মারামারিকে কেন্দ্র করে আমার নিজের একমাত্র ছেলে কলিজার টুকরাকে আমি নিজেই পুলিশের হাতে তুলে দিলাম। আল্লাহ ভরসা।”

বিষয়টি নিশ্চিত করে ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, “মেয়ের মাকে ছুরিকাঘাত করা হয়েছে। বাবাকে পেটানো হয়েছে। এ ঘটনায় ফয়সাল আকাশকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার বিকেল ৫টায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আহতের পরিবার থেকে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে মামলা করে ফয়সাল আকাশকে ওই মামলায় শোন এ্যারেস্ট দেখানো হবে।”

ঢাকা/এনাম/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আর জ ন স পর দ

এছাড়াও পড়ুন:

শিল্পকলায় আজ ‘ইনভিজিবল স্টোরিজ’

আজ ও আগামীকাল সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির থিয়েটার মিলনায়তনে পরিবেশিত হবে ইনভিজিবল স্টোরিজ। আলিয়ঁস ফ্রঁসেজের উদ্যোগে বডি পাপেট নাটকটির নির্দেশনা দিয়েছেন ফরাসি পাপেটশিল্পী লহি ক্যানাক। নির্দেশকের সঙ্গে প্রযোজনাটিতে পারফর্ম করবেন বাংলাদেশের ফারহাদ আহমেদ।
আলিয়ঁস ফ্রঁসেজের প্রোগ্রাম অফিসার মামুনুর রশীদ প্রথম আলোকে জানান, বাংলাদেশ-ফ্রান্স যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে ইনভিজিবল স্টোরিজ। তিন মাসের বেশি সময় সুন্দরবনসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে লোকজ উপাদান সংগ্রহ করে বডি পাপেটটি তৈরি করেছেন ক্যানাক। বডি পাপেটে নাটকে পুতুলের পাশাপাশি মানুষেরও অংশগ্রহণ থাকে।

পুতুলনাচ শেখার প্রতিষ্ঠান ‘থিয়েটর ইকোল দু পাসাজ’-এ নিলস অ্যারেস্ট্রুপ ও আলেকজান্দর দেল পেরুজার কাছ থেকে ক্ল্যাসিক্যাল থিয়েটারে প্রশিক্ষণ নিয়েছেন লহি ক্যানাক। ১৯৯৭ সালে নিজেই প্রতিষ্ঠা করেন কোম্পানি ‘গ্রেন দ্য ভি’। কল্পনাপ্রবণ, শারীরিক ও আবেগনির্ভর পাপেট থিয়েটারের জন্য এটি জনপ্রিয়। অন্যদিকে ঢাকার ফারহাদ আহমেদ মূলত থিয়েটারকর্মী, নাচেও রয়েছে তাঁর দক্ষতা। ২০১২ সাল থেকে তিনি প্রাচ্যনাট থিয়েটারের সঙ্গে যুক্ত এবং ২০১৪ সাল থেকে কাজ করছেন জলপুতুল পাপেটসের সঙ্গে।

নির্দেশকের ভাষ্যে, ইনভিজিবল স্টোরিজ এক চমকপ্রদ অভিযাত্রার গল্প। যেখানে দুই বিজ্ঞানী ঢাকার প্রাত্যহিক জীবনে অতিপ্রাকৃত প্রভাব নিয়ে গবেষণায় নিমগ্ন। তাঁদের এই যাত্রা ধীরে ধীরে এক অতিপ্রাকৃত অভিযানে রূপ নেয়, যা তাঁদের নিয়ে যায় সুন্দরবনের রহস্যময় গহিনে। পারফরম্যান্সটিতে নাচ, গান ও পাপেট্রির সমন্বয়ে নানা ধর্ম ও লোককথা থেকে সংগৃহীত ভৌতিক গল্প ও অতিপ্রাকৃত বিষয়বস্তু উপস্থাপন করা হয়েছে।

দুই দিনের এ প্রদর্শনী আসন থাকা সাপেক্ষে বিনা মূল্যে উপভোগ করতে পারবেন যেকোনো দর্শক।

আরও পড়ুনসময় ও সংগ্রামের ‘অগ্নিশ্রাবণ’৩০ জুন ২০২৫

ঢাকায় প্রদর্শনীর পর ইনভিজিবল স্টোরিজ নিয়ে মধ্য আগস্টে ফ্রান্স সফরে যাবেন ফারহাদ আহমেদ ও প্রযোজনা সহকারী স্বাতী ভদ্র।

সম্পর্কিত নিবন্ধ