চাঁদপুর শহরে ম্যানহোলের ভেতর জমে থাকা গ্যাস বিস্ফোরণে মা-ছেলেসহ তিনজন আহত হয়েছেন। রবিবার (১৮ মে) দুপুরে শহরের কদমতলা এলাকায় পৌরসভার আবাসিক ভবনের সামনে ঘটনাটি ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৈয়দ আহমেদ কাজল বলেন, “আহত মা ও ছেলেকে হাসপাতালে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আহত অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।”
আহতরা হলেন- তন্নী আক্তার (৩৫), তার ছেলে রোহান (৮) এবং আরেক শিশু মো.
আরো পড়ুন:
নার্সিং শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, জনভোগান্তি চরমে
কারাগার থেকে হাসপাতালে সাবেক মন্ত্রী ইমরান
আহত তন্নী শহরের গুনরাজদী এলাকার ইমরুল আহমেদের স্ত্রী। তাদের ছেলে রোহান ওই এলাকার বেগম মসজিদ দারুল ইমাম মাদরাসার ইকরা বিভাগের ছাত্র। শিশু রাহিম একই এলাকার মো. হান্নানের ছেলে এবং ওই মাদরাসার একই বিভাগের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী মো. সাইফুল ইসলাম বলেন, “মাদরাসা ছুটির পর দুপুর ১টার দিকে তন্নী আক্তার, তার ছেলে রোহান এবং রাহিম ঘটনাস্থলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় পৌরসভার ম্যানহোলের ভেতর জমে থাকা গ্যাস বিস্ফোরিত হয়। এতে তারা তিনজনই আহত হন। বিস্ফোরণে ম্যানহোল ক্ষতিগ্রস্ত হয়েছে।”
এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুর পৌর প্রশাসক জাকারিয়াসহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ঢাকা/অমরেশ/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বাগদান সারলেন আনশুলা কাপুর
বাগদান সারলেন বনি কাপুরের কন্যা আনশুলা কাপুর। দীর্ঘদিনের প্রেমিক রোহান ঠাকরের সঙ্গে বাগদান সেরেছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) মধ্যরাতে ইনস্টাগ্রামে বাগদানের ছবি প্রকাশ করে এই ঘোষণা দেন অভিনেতা অর্জুন কাপুরের বোন আনশুলা।
বাগদানের নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আনশুলা। তাতে দেখা যায়, আনশুলার পরনে ফ্লোলার প্রিন্টের সাদা গাউন। অন্যদিকে, রোহানের পরনে ব্রাউন রঙের ফুল স্লিভ শার্ট ও জিন্স। রোহান হাঁটু ভেঙে বসে আংটির বাক্স খুলে আনশুলার দিকে তাকিয়ে, আর তা দেখে আনশুলা ভীষণ উচ্ছ্বসিত। অন্য একটি ছবিতে দেখা যায়, তারা একে অপরকে জড়িয়ে ধরে আছেন। তারপর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুমু খেতেও দেখা যায়।
এসব ছবির ক্যাপশনে পরিচয় ও প্রেমের সূচনার বর্ণনা দিয়েছেন আনশুলা। শ্রীদেবীর সৎ কন্যা আনশুলা লেখেন, “ডেটিং অ্যাপের মাধ্যমে আমাদের পরিচয়। সেদিন ছিল মঙ্গলবার, রাত ১টা ১৫ মিনিটে হঠাৎ কথা বলা শুরু করেছিলাম। সেদিন সকাল ৬টা পর্যন্ত কথা বলেছিলাম। সেদিন কিছু একটা শুরুর মতো মনে হয়েছিল, যা খুব গুরুত্বপূর্ণ। ৩ বছর পর আমার প্রিয় শহরে, সেন্ট্রাল পার্কের দুর্গের সামনে, রোহান আমাকে এইভাবে প্রস্তাব দেয়। তখন ভারতীয় সময় ছিল ঠিক ১টা ১৫ মিনিট! পৃথিবীটা যেন সেই মুহূর্তের জন্য থেমে গিয়েছিল, আসলে এই মুহূর্তটা জাদুর মতো।”
আরো পড়ুন:
ফের আইটেম গানে নাচবেন কারিনা?
অজয় ও আমার মাথা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়: কাজল
বাগদান সম্পন্ন করার কথা জানিয়ে আনশুলা লেখেন, “আমি কখনো রূপকথায় বিশ্বাসী ছিলাম না। কিন্তু রোহান সেদিন যা দিয়েছিল তা রূপকথার থেকেও ভালো। আমি ‘হ্যাঁ’ বলেছিলাম। কান্না, হাসি সবটা মিলিয়ে যে আনন্দ আমি পেয়েছিলাম, তা ভাষায় প্রকাশ করতে পারছি না। কারণ ২০২২ সাল থেকে, সবসময় তুমিই ছিলে। আমি আমার প্রিয় বন্ধুর সঙ্গে বাগদান সম্পন্ন করেছি! আমার নিরাপদ জায়গা। প্রিয় পুরুষ, প্রিয় শহর এবং এখন, আমার প্রিয় ‘হ্যাঁ’।”
আনশুলা সুখবরটি জানানোর পরপরই, তার সৎ বোন জাহ্নবী কাপুর, খুশি কাপুর বোনকে ভালোবাসা জানিয়েছেন। খুশি কাপুর লেখেন, “কাঁদছি।” জাহ্নবী কাপুর লেখেন, “আমার বোনের বাগদান হয়েছে।” অন্যদিকে খুশি কাপুর তার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন— “আমি তোমাদের দু’জনকেই ভালোবাসি। আমার দিদির বিয়ে!”
কেবল তাই নয়, আনশুলার বাবা প্রযোজক-অভিনেতা বনি কাপুরও মেয়েকে অভিনন্দন জানিয়েছেন। তিনি লেখেন, ঈশ্বর তোমাদের দুজনকেই আশীর্বাদ করুন। তোমরা দুজনে আমার বাড়িতে এসে, তোমাদের নিজ শহরে বাগদান উদযাপন করবে।”
তাছাড়া অভিনেত্রী রাকুল প্রীত সিং, কৃষ্ণা শ্রফ, পরিণীতি চোপড়া, অনন্যা পান্ডে, প্রিয়াঙ্কা চোপড়াসহ অসংখ্য তারকা আনশুলাকে শুভেচ্ছা জানিয়েছেন।
মোনা সৌরি কাপুরের সঙ্গে প্রথম ঘর বেঁধেছিলেন শ্রীদেবীর স্বামী বনি কাপুর। মোনা-বনি দম্পতির দুই সন্তান—অর্জুন কাপুর ও আনশুলা কাপুর। বাবা বা ভাইয়ের মতো এখনো রুপালি জগতে পা রাখেননি আনশুলা কাপুর। তবে সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব।
ঢাকা/শান্ত