চাঁদপুর শহরে ম্যানহোলের ভেতর জমে থাকা গ্যাস বিস্ফোরণে মা-ছেলেসহ তিনজন আহত হয়েছেন। রবিবার (১৮ মে) দুপুরে শহরের কদমতলা এলাকায় পৌরসভার আবাসিক ভবনের সামনে ঘটনাটি ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৈয়দ আহমেদ কাজল বলেন, ‍“আহত মা ও ছেলেকে হাসপাতালে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আহত অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।”

আহতরা হলেন- তন্নী আক্তার (৩৫), তার ছেলে রোহান (৮) এবং আরেক শিশু মো.

রাহিম (৮)। তারা সবাই পথচারী ছিলেন। ‌

আরো পড়ুন:

নার্সিং শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, জনভোগান্তি চরমে

কারাগার থেকে হাসপাতালে সাবেক মন্ত্রী ইমরান

আহত তন্নী শহরের গুনরাজদী এলাকার ইমরুল আহমেদের স্ত্রী। তাদের ছেলে রোহান ওই এলাকার বেগম মসজিদ দারুল ইমাম মাদরাসার ইকরা বিভাগের ছাত্র। শিশু রাহিম একই এলাকার মো. হান্নানের ছেলে এবং ওই মাদরাসার একই বিভাগের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী মো. সাইফুল ইসলাম বলেন, “মাদরাসা ছুটির পর দুপুর ১টার দিকে তন্নী আক্তার, তার ছেলে রোহান এবং রাহিম ঘটনাস্থলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় পৌরসভার ম্যানহোলের ভেতর জমে থাকা গ্যাস বিস্ফোরিত হয়। এতে তারা তিনজনই আহত হন। বিস্ফোরণে ম্যানহোল ক্ষতিগ্রস্ত হয়েছে।”

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুর পৌর প্রশাসক জাকারিয়াসহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঢাকা/অমরেশ/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আহত

এছাড়াও পড়ুন:

রোহিঙ্গা শরণার্থীদের সমুদ্রে ফেলে দেওয়ায় জামায়া‌তের নিন্দা

ভারতীয় নৌ বাহিনীর জাহাজ থেকে ৪০ রোহিঙ্গা শরণার্থীকে আন্দামান সমুদ্রে ফেলে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রবিবার (১৮ মে) দ‌লটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম এক বিবৃতি‌তে এ প্রতিবাদ জানান।

আরো পড়ুন: ৪০ রোহিঙ্গাকে আটকের পর সাগরে ফেলে দিয়েছে ভারত

আরো পড়ুন:

ভারতের রোহিঙ্গাদের পুশইন প‌রিক‌ল্পিত: বিজিবি মহাপরিচালক

ভাসানচর থেকে পালানো ৩৫ রোহিঙ্গা চট্টগ্রামে আটক

তি‌নি ব‌লেন,  “ভারতের দিল্লী থেকে নারী-শিশুসহ অন্তত ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করে আন্দামান সমুদ্রের মিয়ানমার সীমান্তের কাছে নিয়ে লাইফ জ্যাকেট পরিয়ে আন্তর্জাতিক পানি সীমানায় নিয়ে ভারতীয় নৌ বাহিনীর জাহাজ থেকে গত ৮ মে সমুদ্রে ফেলে দেওয়া হয়। দুনিয়ার সভ্য ইতিহাসে এই ধরনের ঘটনা বিরল। আমরা ভারতের এই অমানবিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই অমানবিক ঘটনার মাধ্যমে ভারত আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও জাতিসংঘ সনদ লঙ্ঘন করেছে।”

তিনি আরো বলেন, “ভারতের এই ধরনের মর্মান্তিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমরা শান্তিকামী বিশ্বাসীদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। ভবিষ্যতে এই ধরনের অমানবিক ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”

ঢাকা/নঈমুদ্দীন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ