কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রাজারহাট থেকে গৌরীপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দিয়েছে। গরমে যানজটে আটকে দুর্ভোগ পোহাচ্ছেন চালক, যাত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আজ সোমবার ভোর পাঁচটার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর এলাকায় মহাসড়কটির চট্টগ্রামগামী লেনে একটি দুর্ঘটনা ঘটে। এর প্রভাবে দাউদকান্দি অংশে পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশের সঙ্গে যানজট নিরসনে কাজ করেন সেনাবাহিনীর সদস্যরা। তবে কিছু চালক উল্টো পথে গাড়ি চালানোয় যানজট তীব্র আকার ধারণ করে। এ প্রতিবেদন লেখার সময় আজ সকাল ১০টা পর্যন্ত ওই এলাকায় যানজট চলছিল।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশে মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা দিয়ে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার মানুষ যাতায়াত করেন। একসঙ্গে অসংখ্য যানবাহন পারাপারের কারণে যানজট তীব্র আকার ধারণ করে বলে জানান চালকেরা।

আজ সকাল ৯টায় দাউদকান্দির স্বল্পপেন্নাই এলাকায় বাসচালক শাহাদাত হোসন বলেন, তিনি সকাল ছয়টার দিকে রাজধানীর সায়েদাবাদ থেকে রওনা দিয়েছেন। দাউদকান্দি এলাকায় গিয়ে যানজটে পড়েন। প্রায় এক ঘণ্টার পথ তাঁকে তিন ঘণ্টায় অতিক্রম করতে হয়েছে। রাজধানী থেকে চট্টগ্রামগামী কাভার্ড ভ্যানচালক রাজু মিয়া, ট্রাকচালক কাজী আমির হোসেন সাদ্দাম, নোয়াখালীগামী বাসের চালক হোসেনও একই অভিজ্ঞতার কথা জানান।

যানজট নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ উদক ন দ এল ক য় য নজট

এছাড়াও পড়ুন:

এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহারের গুঞ্জন, যা বলল বিসিসিআই 

ভারতের কিছু সংবাদ মাধ্যম দাবি করেছে, আসন্ন এশিয়া কাপ ও মেয়েদের ইমার্জিং এশিয়া কাপে খেলবে না ভারত। এসিসি’কে চিঠি দিয়ে দুটি আসর থেকেই নাম প্রত্যাহার করেছে বিসিসিআই। এমন খবরে বিসিসিআিই-এর সেক্রেটারি জানিয়েছেন, বেরিয়ে যাওয়া তো দূরের কথা বোর্ড সভায় এই বিষয়ে কোন আলাপই হয়নি। 

বিসিসিআই-এর সেক্রেটারি দেভজিৎ সাইকিয়া বলেন, ‘আজ সকাল থেকেই কিছু প্রতিবেদন নজরে এসেছে, সেখানে বলা হয়েছে- বিসিসিআই ছেলেদের এশিয়া কাপ ও মেয়েদের ইমার্জিং এশিয়া কাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছে। এমন খবর পুরোপুরিই মিথ্যা, বিসিসিআই এশিয়া কাপ নিয়ে কোন আলোচনা করেনি এবং এই টুর্নামেন্ট নিয়ে এখনো কোন পদক্ষেপ নেয়নি।’ 

তিনি জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট বোর্ড এই মুহূর্তে আইপিএলে মনোযোগ রেখেছে। সঙ্গে ভারতের ছেলে ও মেয়েদের ক্রিকেট দলের ইংল্যান্ড সফরের পরিকল্পনা ও প্রয়োজনীয় কাজ সম্পন্ন করছে। 

এবারের ছেলেদের এশিয়া কাপের আয়োজক ভারত। টুর্নামেন্টটি ভারত ও শ্রীলঙ্কায় হওয়ার কথা। কিন্তু ভারতে পাকিস্তানের হামলার অভিযোগ ও পরবর্তীতে পাকিস্তানে ভারতের অপারেশন সিঁদুরের প্রভাবে এশিয়া কাপ বাতিলের শঙ্কা জাগে।

ভারতের দিক থেকে পাকিস্তানের বিপক্ষে সব ধরনের ক্রিকেট বন্ধেরও দাবি জানানো হয়েছে। ভারতীয় জাতীয় দলের হেড কোচ ও বিশ্বকাপ জয়ী সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীরও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলার বিপক্ষে। এমনকি এসিসি ও আইসিসির ইভেন্টেও তারা একে অপরের মুখোমুখি হতে চান না। সুনীল গাভাস্কারও একই প্রস্তাব দিয়েছেন।

সাইকিয়া জানিয়েছেন, এশিয়া কাপ নিয়ে বিসিসিআই কোন সিদ্ধান্তে আসলে তা বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হবে। এই মুহূর্তে এসিসির টুর্নামেন্ট নিয়ে তারা ভাবছেন না।

সম্পর্কিত নিবন্ধ