কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রাজারহাট থেকে গৌরীপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দিয়েছে। গরমে যানজটে আটকে দুর্ভোগ পোহাচ্ছেন চালক, যাত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আজ সোমবার ভোর পাঁচটার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর এলাকায় মহাসড়কটির চট্টগ্রামগামী লেনে একটি দুর্ঘটনা ঘটে। এর প্রভাবে দাউদকান্দি অংশে পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশের সঙ্গে যানজট নিরসনে কাজ করেন সেনাবাহিনীর সদস্যরা। তবে কিছু চালক উল্টো পথে গাড়ি চালানোয় যানজট তীব্র আকার ধারণ করে। এ প্রতিবেদন লেখার সময় আজ সকাল ১০টা পর্যন্ত ওই এলাকায় যানজট চলছিল।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশে মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা দিয়ে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার মানুষ যাতায়াত করেন। একসঙ্গে অসংখ্য যানবাহন পারাপারের কারণে যানজট তীব্র আকার ধারণ করে বলে জানান চালকেরা।

আজ সকাল ৯টায় দাউদকান্দির স্বল্পপেন্নাই এলাকায় বাসচালক শাহাদাত হোসন বলেন, তিনি সকাল ছয়টার দিকে রাজধানীর সায়েদাবাদ থেকে রওনা দিয়েছেন। দাউদকান্দি এলাকায় গিয়ে যানজটে পড়েন। প্রায় এক ঘণ্টার পথ তাঁকে তিন ঘণ্টায় অতিক্রম করতে হয়েছে। রাজধানী থেকে চট্টগ্রামগামী কাভার্ড ভ্যানচালক রাজু মিয়া, ট্রাকচালক কাজী আমির হোসেন সাদ্দাম, নোয়াখালীগামী বাসের চালক হোসেনও একই অভিজ্ঞতার কথা জানান।

যানজট নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ উদক ন দ এল ক য় য নজট

এছাড়াও পড়ুন:

বরিশালে সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা

বরিশালে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আক্তার ফারুক শাহীনের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার বরিশালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন বিএনপির পদ স্থগিত থাকা আইনজীবী বিলকিস আক্তার জাহান শিরিন। বিচারক মো. হাবিবুর রহমান চৌধুরী মামলার পরবর্তী দিন আগামী ১ সেপ্টেম্বর ধার্য করেন ও শাহীনের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন। শাহীন দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান।  

মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত বছর ১১ আগস্ট ‘বরিশালে ১০ কোটি টাকার পুকুর ভরাটের চেষ্টা বিএনপি নেত্রী শিরিনের’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি ছিল ষড়যন্ত্রমূলক। তার দাদা ৬৫ বছর পূর্বে পুকুরটি ক্রয় করেছেন। ওয়ারিশ সূত্রে তিনি আধা শতাংশ মালিকও নন। এর মূল্যে কোনোভাবেই ১০ কোটি টাকা হতে পারে না। তাছাড়া পুকুরটি এখন ব্যবহার অযোগ্য। সেটি ভরাটের সঙ্গে তিনি (শিরিন) কোনোভাবেই জড়িত নন।

মামলা করা পর বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে আইনজীবী শিরিন বলেন, ‘সংবাদটি প্রকাশ করে আমার রাজনৈতিক ও পরিবারের সামাজিক ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। একাধিক প্রতিবাদ লিপি দিলেও পত্রিকাটির কর্তৃপক্ষ গুরুত্ব দেয়নি। ব্যুরো প্রধানকে পর পর দিনটি আইনি নোটিশ দিলেও তিনি জবাব দেননি’। 

এ বিষয়ে সাংবাদিক শাহিন বলেন, ‘জাল দলিল সূত্রে পুকুরটির মালিকানা বদল হয়েছে। দালিলিকভাবে সেটি জনস্বার্থে ব্যবহারের জন্য উন্মুক্ত পুকুর। জলাশয় আইনে এটি ভরাট করা অপরাধ। ৫ আগস্টের পর পটপরিবর্তনের পর শিরিনের ভাই শামিম সশরীরে উপস্থিত থেকে পুকুর ভরাট করেন। ভরাট করায় পরিবেশ অধিদপ্তর যে নোটিশ দিয়েছে, তাতেও শিরিনের নামও রয়েছে। মামলার বিষয়টি আদালতে আইনিভাবে মোকাবিলা করা হবে’।

সম্পর্কিত নিবন্ধ