ভারতের সঙ্গে সামরিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ভারতীয় ‘অপপ্রচার উন্মোচনের জন্য’ বিশ্বের গুরুত্বপূর্ণ রাজধানী শহরগুলোয় উচ্চপর্যায়ের কূটনৈতিক প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। গতকাল রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ সিদ্ধান্ত নিয়েছেন। রাষ্ট্রমালিকানাধীন রেডিও পাকিস্তানের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত মাসে ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর হামলাকে কেন্দ্র করে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ওই হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত। পরবর্তী সময়ে ওই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেয়। ৬ মে রাতে পাকিস্তানের পাঞ্জাব ও পাকিস্তান–নিয়ন্ত্রিত কাশ্মীরে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত।

জবাবে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে পাকিস্তান। পরস্পরের বিমানঘাঁটিতে পাল্টাপাল্টি হামলার পর ১০ মে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে উভয় পক্ষ যুদ্ধবিরতির ঘোষণা দেয়। তবে পাকিস্তানের অভিযোগ, যুদ্ধবিরতির পরও ভারত তার আগ্রাসী অবস্থান বজায় রেখেছে। ভবিষ্যৎ কোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছে ইসলামাবাদ।

রেডিও পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়, পেহেলগামে হামলা এবং দ্বিপক্ষীয় উত্তেজনার বিষয়ে ভারতের অপপ্রচার মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ রাজধানী শহরে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন শাহবাজ। এক ফোনালাপে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিকে এই কূটনৈতিক প্রতিনিধিদলের নেতৃত্বের দায়িত্ব দিয়েছেন তিনি।

প্রতিনিধিদলে আরও আছেন মুসাদিক মালিক, প্রকৌশলী খুররম দস্তগির, সিনেট সদস্য শেরি রেহমান, হিনা রাব্বানি খার, ফয়সাল সুবজওয়ারি, তেহমিনা জানজুয়া ও জলিল আব্বাস জিলানি।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রতিনিধিদলটি লন্ডন, ওয়াশিংটন, প্যারিস ও ব্রাসেলস সফর করবে। সেখানে তারা ভারতের বিভ্রান্তিমূলক অপপ্রচার ও আঞ্চলিক শান্তি বিনষ্টের অপচেষ্টা সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবহিত করবে। এ ছাড়া দলটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টার দিকটিও জোর দিয়ে উপস্থাপন করবে।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের পক্ষে শান্তির বার্তা উপস্থাপনের জন্য একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে প্রধানমন্ত্রী শাহবাজ তাঁকে নিয়োগ দিয়েছেন।

বিলাওয়াল লেখেন, ‘এই দায়িত্ব পেয়ে আমি সম্মানিত বোধ করছি এবং এই কঠিন সময়ে পাকিস্তানের সেবা করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’

ভারত সরকারও সম্প্রতি একই ধরনের একটি পদক্ষেপ ঘোষণা করেছে। তারাও বলেছে, সন্ত্রাসবাদবিরোধী মনোভাব এবং ভারতের জাতীয় ঐকমত্যের বিষয়ে দেশের অবস্থান আন্তর্জাতিক সহযোগী দেশগুলোর কাছে তুলে ধরতে চলতি মাসের শেষ দিকে সাতটি সর্বদলীয় প্রতিনিধিদল বিদেশ সফরে যাবে। সফরসূচিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদেশগুলোও আছে।

আরও পড়ুনপাকিস্তানের সঙ্গে সংঘাতের বিস্তারিত কূটনীতিকদের জানাল ভারত, ছিল না চীন–তুরস্ক১৪ মে ২০২৫আরও পড়ুনভারত-পাকিস্তানের টেকসই যুদ্ধবিরতির জন্য কাজ করছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন১৭ মে ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ