ফাইভ–জি নেটওয়ার্কের তরঙ্গ কি মানুষের জন্য ক্ষতিকর
Published: 19th, May 2025 GMT
দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ মিললেও পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক ফাইভ–জিতে ব্যবহৃত তরঙ্গ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে মনে করেন অনেকেই। এ নিয়ে দুশ্চিন্তাও করেন কেউ কেউ। তবে জার্মানির কনস্ট্রাক্টর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের পরিচালিত নতুন এক গবেষণায় বলা হয়েছে, উচ্চক্ষমতার ফাইভ–জি নেটওয়ার্কের তরঙ্গ চরম পরিস্থিতিতেও মানুষের স্বাস্থ্যের কোনো ক্ষতি করে না।
বিজ্ঞানীদের তথ্যমতে, গবেষণা চলাকালে উচ্চক্ষমতাসম্পন্ন ফাইভ–জি নেটওয়ার্কের তড়িৎ–চুম্বকীয় তরঙ্গের সামনে মানুষের ত্বকের কোষ সরাসরি উন্মুক্ত করা হয়েছিল। তবে ফাইভ–জি নেটওয়ার্কের তরঙ্গ মানুষের ত্বকের ওপরে কোনো প্রভাব তৈরি করেনি। পিএনএএস নেক্সাস নামের একটি বৈজ্ঞানিক প্রবন্ধে এই গবেষণাপত্র প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুনওয়াই-ফাই নেটওয়ার্কের সিগন্যাল কি স্বাস্থ্যের ক্ষতি করে১৮ অক্টোবর ২০২৪ফাইভ–জি নেটওয়ার্কের তরঙ্গের প্রভাব জানার জন্য ফাইব্রোব্লাস্ট ও কেরাটিনোসাইট নামের দুই ধরনের মানবত্বকের কোষ নিয়ে পরীক্ষা করেছেন বিজ্ঞানীরা। কোষগুলোকে ২৭ গিগাহার্টজ থেকে ৪০.
গবেষণায় ত্বকের জিনের পরিবর্তন বা ডিএনএ মিথাইলেশনে কোনো শনাক্তযোগ্য পরিবর্তনও হয়নি বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। জিনে এক্সপ্রেশন ও ডিএনএ উভয়ই কোষের স্বাস্থ্য ও কার্যকারিতার মূল সূচক হিসেবে গণনা করা হয়। গবেষণায় দেখা গেছে, ৩ গিগাহার্টজ পর্যন্ত তরঙ্গ ত্বকের প্রায় ১০ মিলিমিটার গভীরে প্রবেশ করতে পারলেও ১০ গিগাহার্টজ বা তার বেশি তরঙ্গের খুবই কম অংশ ১ মিলিমিটারের বেশি গভীরে প্রবেশ করতে পারে। এসব তরঙ্গ কোনো ধরনের গভীর জৈবিক মিথস্ক্রিয়া করতে পারে না।
সূত্র: ইন্ডিয়া টুডে
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।