দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ মিললেও পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক ফাইভ–জিতে ব্যবহৃত তরঙ্গ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে মনে করেন অনেকেই। এ নিয়ে দুশ্চিন্তাও করেন কেউ কেউ। তবে জার্মানির কনস্ট্রাক্টর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের পরিচালিত নতুন এক গবেষণায় বলা হয়েছে, উচ্চক্ষমতার ফাইভ–জি নেটওয়ার্কের তরঙ্গ চরম পরিস্থিতিতেও মানুষের স্বাস্থ্যের কোনো ক্ষতি করে না।

বিজ্ঞানীদের তথ্যমতে, গবেষণা চলাকালে উচ্চক্ষমতাসম্পন্ন ফাইভ–জি নেটওয়ার্কের তড়িৎ–চুম্বকীয় তরঙ্গের সামনে মানুষের ত্বকের কোষ সরাসরি উন্মুক্ত করা হয়েছিল। তবে ফাইভ–জি নেটওয়ার্কের তরঙ্গ মানুষের ত্বকের ওপরে কোনো প্রভাব তৈরি করেনি। পিএনএএস নেক্সাস নামের একটি বৈজ্ঞানিক প্রবন্ধে এই গবেষণাপত্র প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুনওয়াই-ফাই নেটওয়ার্কের সিগন্যাল কি স্বাস্থ্যের ক্ষতি করে১৮ অক্টোবর ২০২৪

ফাইভ–জি নেটওয়ার্কের তরঙ্গের প্রভাব জানার জন্য ফাইব্রোব্লাস্ট ও কেরাটিনোসাইট নামের দুই ধরনের মানবত্বকের কোষ নিয়ে পরীক্ষা করেছেন বিজ্ঞানীরা। কোষগুলোকে ২৭ গিগাহার্টজ থেকে ৪০.

৫ গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে রাখা হয়। ফাইভ–জি নেটওয়ার্কের তরঙ্গের সামনে রাখা হলেও কোষগুলোর জিনগত কোনো পরিবর্তন হয়নি। গবেষণার সময় সবচেয়ে খারাপ পরিস্থিতি বিবেচনার পাশাপাশি আন্তর্জাতিক সুরক্ষা নির্দেশিকা অনুসরণ করে শক্তিশালী তরঙ্গ প্রয়োগ করা হয়েছে।

গবেষণায় ত্বকের জিনের পরিবর্তন বা ডিএনএ মিথাইলেশনে কোনো শনাক্তযোগ্য পরিবর্তনও হয়নি বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। জিনে এক্সপ্রেশন ও ডিএনএ উভয়ই কোষের স্বাস্থ্য ও কার্যকারিতার মূল সূচক হিসেবে গণনা করা হয়। গবেষণায় দেখা গেছে, ৩ গিগাহার্টজ পর্যন্ত তরঙ্গ ত্বকের প্রায় ১০ মিলিমিটার গভীরে প্রবেশ করতে পারলেও ১০ গিগাহার্টজ বা তার বেশি তরঙ্গের খুবই কম অংশ ১ মিলিমিটারের বেশি গভীরে প্রবেশ করতে পারে। এসব তরঙ্গ কোনো ধরনের গভীর জৈবিক মিথস্ক্রিয়া করতে পারে না।

সূত্র: ইন্ডিয়া টুডে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: তরঙ গ র ত বক র

এছাড়াও পড়ুন:

জুলিয়া ফিরলেন কানে, স্বৈরশাসকদের নিশানায় তারিক সালেহ

৭৮তম কান চলচ্চিত্র উৎসবের সপ্তম দিনে সোমবার ফিরে এলেন ফরাসি নির্মাতা জুলিয়া দুকোর্নো। ২০২১ সালে ‘টিটান’ ছবির জন্য পাম দ’ওর জয়ী এই পরিচালক এবার হাজির হয়েছেন তার নতুন ছবি ‘আলফা’ নিয়ে। একই দিন প্রতিযোগিতার অংশ হিসেবে প্রদর্শিত হয়েছে সুইডিশ-মিশরীয় পরিচালক তারিক সালেহর রাজনৈতিক থ্রিলার ‘ঈগলস অফ দ্য রিপাবলিক’

সিনেমাটি দিয়ে চার বছর পর কানে ফিরলেন জুলিয়া দুকোর্নো। তার নতুন ছবি আলাফাকে কেন্দ্র করে তৈরি হয়েছে আগ্রহ। ছবিতে দেখা যাবে কিশোরী ‘আলফা’র জীবন, চরিত্রে নতুন মুখ মেলিসা বোরোশ। ছবির অন্যান্য চরিত্রে আছেন গোলশিফতে ফারাহানি ও তাহার রহিম। ‘টিটান’-এর চেয়ে অনেক বেশি সংযত নির্মিত এ ছবিকে বলা হচ্ছে পরিচালক দুকোর্নোর সবচেয়ে নিজস্ব ভাবনা চিন্তার দিক।

একই দিন প্রতিযোগিতায় অংশ নেয় ‘ঈগলস অফ দ্য রিপাবলিক, যা মিশরের বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির শাসনব্যবস্থাকে নিশানা করেছে। সালেহ বলেন, “আমি ওনার  ভক্ত না, কিন্তু তিনিই আমার সিনেমায় বারবার আসেন কারণ তিনি বাস্তবতার অংশ।

 এদিকে সোমবার লালগালিচায় নজর কাড়েন ইসাবেল হুপার, যিনি তার নতুন ছবি `লা ফেমে লা প্লাস রিচ ডু মন্ড' এর প্রদর্শনীতে হাজির হন।

এছাড়া বিতর্কের জন্ম দেন কেভিন স্পেসি। যৌন নিপীড়নের একাধিক মামলায় অভিযুক্ত এই অভিনেতা ‘Better World Fund’-এর উদ্যোগে সম্মাননা পাচ্ছেন কানে। আয়োজকেরা জানান, “তিনি বিচারে নির্দোষ প্রমাণিত হয়েছেন এবং তার শিল্পমেধার জন্য সম্মানপ্রাপ্য।”

সম্পর্কিত নিবন্ধ